You are currently viewing ইতিহাস জিকে 200 প্রশ্ন উত্তর – History GK in Bengali

ইতিহাস জিকে 200 প্রশ্ন উত্তর – History GK in Bengali

ইতিহাস জিকে নিয়ে আবারো কিছু প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এর আগের পোষ্টে শেয়ার করা হয়েছিল চাইলে দেখে নিতে পারেন।

ইতিহাস জিকে 200 প্রশ্ন উত্তর

প্রশ্নঃ এর বিদ্রোহ কবে হয় ?

উত্তর – ১৮৫৩ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : লিটল কর্পোরাল নামে কে পরিচিত ?

উত্তর – নেপােলিয়ান।

প্রশ্নঃ দুটি বিখ্যাত উপনিষদের নাম লেখাে।

উত্তর – ঈশ’ ও বৃহদারণ্যক।

প্রশ্নঃ  তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?

উত্তর – ১৫৫৫ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ জ্ঞানার্জনী সমিতি কবে গঠিত হয়?

উত্তর – ১৮৩৮ খ্রিস্টাব্দের ২০ ফেব্রুয়ারি।

প্রশ্নঃ জন মার্শাল কে ছিলেন ?

উত্তর – কেন্দ্রীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা।

প্রশ্নঃ আলতানিয়া কে?

উত্তর – রাজিয়ার স্বামী।

প্রশ্ন”  উপনিষদগুলির রচনাকাল লেখাে।

উত্তর – ৮০০-৬০০ খ্রিঃ পূর্বাব্দ।

প্রশ্নঃ মােঙ্গলয়েড গােষ্ঠীর লােকেদের ভারতের কোন অঞ্চলে দেখা যায় ?

উত্তর – সিকিম ও দার্জিলিং অঞ্চলে।

প্রশ্নঃ হরিষেণ কে ছিলেন ?

উত্তর – সমুদ্রগুপ্তের সভাকবি।

প্রশ্নঃ শিশুনাগ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন ?

উত্তর → বৃহদ্রথকে হত্যা করে।

প্রশ্নঃ ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলন শুরু হয় কবে ?

উত্তর – ১৯১৮ খ্রিস্টাব্দের এপ্রিলে।

প্রশ্নঃ নবরত্ন সভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর – দ্বিতীয় সমুদ্রগুপ্ত।

প্রশ্নঃ মহাত্মা গান্ধি কবে খিলাফত আন্দোলনের সভাপতি হন?

উত্তর – ১৯১৯ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?

উত্তর — ১১৯২ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন ?

উত্তর বসুমিত্র।

প্রশ্নঃ  মৌর্যবংশের পর কোন বংশ মগধের শাসনভার গ্রহণ করে

উত্তর – শুঙ্গ বংশ মগধের শাসনভার গ্রহণ করে।

প্রশ্নঃ হরিজন কথাটি কে প্রচলন করেন ?

উত্তর – গান্ধীজী।

প্রশ্নঃ পরধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে

উত্তর – লর্ড বেন্টিক।

প্রশ্নঃ প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন?

উত্তরঃ লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ।

প্রশ্নঃ মহেনজোদারাে সভ্যতার আবিষ্কর্তা কে ?

উত্তর → রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

প্রশ্নঃ ওড়িশা জেলায় কোরাপুট বিদ্রোহ কবে হয় ?

ইতিহাস জিকে 200 প্রশ্ন উত্তর

উত্তর – ১৯৪২ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সময় শাসক কে ছিলেন ?

উত্তরঃ দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সময় শাসক ছিলেন কালাশােক।

প্রশ্নঃ বাংলা দেশে প্রথম কাগজ কল কোথায় হয় ?

উত্তর → হুগলি জেলার শ্রীরামপুরে।

প্রশ্নঃ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর -কেশবচন্দ্র সেন।

প্রশ্নঃ আমােঘবর্ষ কোন বংশের রাজা ছিলেন ?

উত্তর → রাষ্ট্রকূট বংশের।

প্রশ্নঃ তানসেনের প্রকৃত নাম কী ছিল ?

উত্তর – রামতনু।

প্রশ্নঃ পুরাণসমূহের রচনাকাল লেখাে ?

উত্তরঃ খ্রস্টীয় তৃতীয় থেকে ষষ্ঠ শতক।

প্রশ্ন 32। হিন্দু শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে?

উত্তর → সিন্ধু থেকে।

প্রশ্ন 33 । সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ সিমুক।

প্রশ্ন 34 সিন্ধু সভ্যতার উপাস্য দেবতা কে

উত্তরঃ শিব।

প্রশ্নঃ পুরাণের সংখ্যা কত ?

উত্তরঃ ১৮ টি।

প্রশ্নঃ ১৯১৮ খ্রিস্টাব্দে ১১ নভেম্বর কোন মহাযুদ্ধ শেষ হয় ?

উত্তরঃ – প্রথম বিশ্বযুদ্ধ।

ইতিহাস জিকে 200 প্রশ্ন উত্তর

এটিও পড়ুন – সাধারণ ইতিহাস সম্পর্কিত 1000 প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ গুপ্তযুগে বৌদ্ধ দার্শনিক কে ছিলেন ?

উত্তরঃ — দিঙনাগ।

প্রশ্নঃ আমীর খসরু কী নামে বিখ্যাত ?

উত্তর — ‘হিন্দুস্থানের তােতাপাখি।

প্রশ্নঃ আকবরের প্রধানমন্ত্রীকে কী বলা হত ?

উত্তরঃ ভকিল বলা হত।

প্রশ্নঃ গুপ্তযুগে বৌদ্ধ পণ্ডিত কে ছিলেন ?

উত্তরঃ বসুবন্ধু।

প্রশ্নঃ তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাকবি কে ছিলেন?

উত্তরঃ – মােঘলপুত্র তিসসা।

প্রশ্নঃ  বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করে?

উত্তরঃ – লুম্বীনিতে

প্রশ্নঃ প্রথম বৌদ্ধ সম্মেলনের সময় শাসক কে ছিলেন ?

উত্তরঃ → অজাতশত্রু।

প্রশ্নঃ কী কারণে সাইমন কমিশন নিযুক্ত হয় ?

উত্তরঃ ভারতের সংবিধান পংগচুলের জন্য সাইমন কমিশন নিযুক্ত হয়।

প্রশ্নঃ আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে উত্তর – সিকন্দর লোদী।

প্রশ্নঃ দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়?

উত্তরঃ  ১১৯২ খ্রিষ্টাব্দে মহম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে।

প্রশ্নঃ পবর্দের রাজধানী কোথায় ছিল ?

উত্তরঃ কাঞ্চী।

প্রশ্নঃ ভারতে প্রথম আফগান শাসনের প্রবর্তক কে?

উত্তরঃ – বহলুল লােদী।

প্রশ্নঃ ‘বিহারের গান্ধি কাকে বলা হতঃ

উত্তর ড. রাজেন্দ্র প্রসাদ।

প্রশ্নঃ পল্লবরা কোথাকার অধিবাসী ছিলেন ?

উত্তর- পল্লবরা পারস্যের অধিবাসী ছিলেন।

প্রশ্নঃ ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন?

উত্তরঃ – মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে।

প্রশ্নঃ মহারাষ্ট্রে ওরলী বিদ্রোহ কবে হয়?

উত্তরঃ ১৯৫৬-১৯৫৮ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় ?

উত্তর – ৩৮৩ খ্রিঃ পূর্বাব্দে, বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রশ্নঃ আর.এস.পি. দলের প্রতিষ্ঠাতা কে?

উত্তর – অতীন্দ্রমােহন রায়।

প্রশ্নঃ মেগাস্থিনিসের রচিত বইটির নাম কী?

উত্তর – ইন্ডিকা।

প্রশ্নঃ – প্রথম মহাভারত মহাকাব্যের নাম কী ছিল ?

উত্তর → প্রথম মহাভারত মহাকাব্যের নাম ছিল জয়।

প্রশ্নঃ মহেন-জো-দারাে কথাটির অর্থ কী?

উত্তর – মৃতের প।

প্রশ্নঃ গুজরাটের ইংরেজদের বিরুদ্ধে ‘মায়ডার বিদ্রোহ কবে হয়

উত্তর → ১৮৫৮ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ → প্রথম চন্দ্রগুপ্ত।

প্রশ্নঃ প্রথম কোন ভারতীয় ব্রিটিশ সংসদের সভ্য হন ?

উত্তরঃ – দাদাভাই নৌরজী।

প্রশ্নঃ শের শাহের প্রধানমন্ত্রীর পদটির নাম কী ছিল ?

উত্তরঃ ওয়াজিব।

প্রশ্নঃ গােরক্ষা সমিতি’র প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ → বালগঙ্গাধর তিলক।

প্রশ্নঃ রাজ্যবর্ধনকে কে হত্যা করেন?

উত্তরঃ – শশাঙ্ক।

প্রশ্নঃ এলিফেন্ট গুহামন্দির কারা নির্মাণ করেন ?

উত্তরঃ – চালুক্য রাজারা।

প্রশ্নঃ শকাব্দের প্রচলন কে করেন?

উত্তরঃ কনি।

প্রশ্নঃ সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা ?

উত্তরঃ – নগর সভ্যতা।

প্রশ্নঃ মুঘলযুগে ধর্মীয় আইনে বিশেষজ্ঞদের কী বলা হত ?

উত্তরঃ উলেমা বলা হত।

প্রশ্নঃ প্রথম বৌদ্ধ সম্মেলনের আলােচ্য বিষয় কী ছিল ?

উত্তর -> বিনয় পিটক ও সূত্র পিটক।

প্রশ্নঃ মূল বৌদ্ধ ধর্মসূত্রগুলি কোন ভাষায় লেখা ?

উত্তর → পালি ভাষায় লেখা।

প্রশ্নঃ মিনান্দার কার কাছে বৌদ্ধধর্ম গ্রহণ করেন ?

উত্তর – নাগসেনের কাছে।

প্রশ্নঃ ফ্যাক্টরি আইন কে পাস করেন?

উত্তর — লর্ড রিপন।

প্রশ্নঃ শিবাজীর অর্থমন্ত্রীকে কী বলা হত ?

উত্তর – অমাত্য বলা হত।

প্রশ্নঃ সারা ভারত মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত হয় ? উত্তর ১৯০৬ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ আলি হায়দার কোন রােগে আক্রান্ত হন? উত্তর – ক্যান্সার রােগে।

প্রশ্নঃ বৈদিক যুগের মানুষেরা প্রথমে কোন ধাতুর ব্যবহার করেন ?

উত্তরঃ তামার ব্যবহার করেন।

প্রশ্নঃ মহামান্য নামে কে পরিচিত ?

এটি ও পড়ুন – ইতিহাস সম্পর্কিত MCQ প্রশ্ন ও উত্তর – 1000+ History G

উত্তরঃ – মদনমােহন মালব্য।

প্রশ্নঃ তারিখ-ই-শের শাহী কার লেখা?

উত্তর – আব্বাস সরওয়ানীর লেখা।

প্রশ্নঃ চিন-ভারত যুদ্ধ কত সালে হয় ?

উত্তরঃ – ১৯৬২ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ প্রাচীন যুগের একজন মুসলমান ঐতিহাসিকের নাম লেখাে।

উত্তর – আলমাসুদি।

প্রশ্নঃ কলকাতাকে প্রাসাদনগরী আখ্যা কে দেন ?

উত্তরঃ – লর্ড ক্লাইভ।

প্রশ্নঃ রায়তওয়ারি পদ্ধতি কোন সম্রাটের আমলে চালু হয় ?

উত্তরঃ সম্রাট আকবরের আমলে।

প্রশ্নঃ মুদ্রারাক্ষস নাটকটি কার লেখা?

উত্তরঃ বিশাখ দত্তের রচনা।

প্রশ্নঃ আমীর খসরু কার সভাপতি ছিলেন?

উত্তরঃ – আলাউদ্দিন খলজির সভাপতি ছিলেন।

প্রশ্নঃ ‘সার্ভেন্ট অব ইন্ডিয়া সােসাইটির প্রতিষ্ঠাতা কে?

উত্তর – এন, এস, জোশী।

প্রশ্নঃ পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল?

উত্তরঃ – কনৌজ।

প্রশ্নঃ কোন অধিবেশনে অসহযােগ আন্দোলনের কথা ঘােষণা করা হয়

উত্তরঃ — নাগপুর অধিবেশনে।

প্রশ্নঃ ‘রামচরিত কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ – সন্ধ্যাকর নন্দী।

প্রশ্নঃ গুণরাজ খাঁ কার উপাধি ?

উত্তর — গুণরাজ খাঁ মালাধর বসুর উপাধি।

প্রশ্নঃ ভারতে উৎকৃষ্ট ধরনের মুদ্রা কে চালু করেন ?

উত্তরঃ – ব্যাকট্রীয় গ্রিক ও পল্লবণ উৎকৃষ্ট ধরনের মুদ্রা চালু করেন।

প্রশ্নঃ ‘সূর্যসিদ্ধান্ত গ্রন্থটি কোন বিষয়ক ?

উত্তর জ্যোতির্বিদ্যা বিষয়ক।

প্রশ্নঃ অধীনতামূলক মিত্রতা নীতিতে কে প্রথম স্বাক্ষর করেন

উত্তর – অযােধ্যার নবাব।

প্রশ্নঃ জৈনদের মূল ধারা দুটি কী কী ?

উত্তর – শ্বেতাম্বর ও দিগম্বর।

প্রশ্নঃ সমুদ্রগুপ্তের অপর নাম কী ?

উত্তরঃ – সমুদ্রগুপ্তের অপর নাম কাচ।

প্রশ্নঃ পাঞ্জাব কেশরী কাকে বলে ? উত্তর → রণজিৎ সিংহকে।

প্রশ্নঃ চেদি বংশের বিখ্যাত রাজা কে ছিলেন? উত্তর – লক্ষ্মীকর্ণ।

প্রশ্নঃ  দস্তক কী?

উত্তর — বিনা মাসুলে বাণিজ্যের অনুমতিকে দস্তক বলে।

প্রশ্নঃ সর্বপ্রাচীন বেদ কোনটি ?

উত্তরঃ – ঋকবেদ।

প্রশ্নঃ ঝাড়খণ্ডের সাঁওতাল বিদ্রোহ কবে হয় ?

উত্তরঃ ১৮৫৫ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ ধর্মপালের উপাধি কী ছিল ?

উত্তর – বিক্রমশীল।

প্রশ্নঃ কৰে মহাভারত সংকলন শুরু হয় ?

উত্তরঃ – খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে।

প্রশ্নঃ সনাতন হিন্দু রাজনীতির প্রবর্তক কে?

উত্তরঃ সনাতন হিন্দু রাজনীতির প্রবর্তক মনু।

প্রশ্নঃ গােয়ালিয়র শহর কোন রাজা গড়েন?

উত্তরঃ → সুরজ রাজা ষষ্ঠ শতাব্দীতে এই শহর গড়েন।

প্রশ্নঃ মােপলা বিদ্রোহের নেতা কে ছিলেন ?

উত্তর — সৈয়দ ফাদি।

প্রশ্নঃ ভারতের নেপােলিয়ন কাকে বলা হয় ?

উত্তর — সমুদ্রগুপ্তকে।

প্রশ্নঃ শিবাজী উৎসব কে কোথায় শুরু করেন ?

উত্তর — বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রে শিবাজী উৎসব শুরু করেন।

প্রশ্নঃ কৈবর্ত বিদ্রোহ কাদের মধ্যে হয় ?

উত্তর – পালরাজা দ্বিতীয় মহীপালের সঙ্গে দিব্যকের কৈবর্ত বিদ্রোহ হয়।

প্রশ্নঃ স্বত্ববিলােপ নীতি কে প্রবর্তন করেন ?

উত্তর -> লর্ড ডালহৌসি।

প্রশ্নঃ প্রথম ‘চুয়াড় বিদ্রোহ কবে শুরু হয় ?

উত্তর – ১৭৬৭ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ পালবংশের শেষ রাজা কে?

উত্তর – তৃতীয় গােপাল পালবংশের শেষ রাজা ছিলেন।

প্রশ্নঃ খানুয়ার যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয় ?

উত্তর – ১৫২৭ খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল।

প্রশ্নঃ সত্যাগ্রহ আন্দোলন কোন রাজ্যে হয় ?

উত্তরঃ বিহার রাজ্যে।

প্রশ্নঃ ভারতে মুদ্রার প্রচলন কবে হয় ?

উত্তর — খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে।

প্রশ্নঃ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মুন্ডা উপজাতির নেতাদের বিদ্রোহ কবে হয় ?

উত্তর → ১৮৮৯ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ বাংলার প্রথম নির্বাচিত নরপতি কে ?

উত্তরঃ গােপাল।

প্রশ্নঃ শশাঙ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন ?

উত্তর – শৈব ধর্মাবলম্বী ছিলেন।

প্রশ্নঃ ভারতকে নৃতত্ত্বের যাদুঘর কে বলেছেন ?

উত্তর – ভিনসেন্ট স্মিথ।

প্রশ্নঃ শিবাজীর রাজ্যের রাজধানীর নাম কী ?

উত্তর – রায়গড়।

প্রশ্নঃ তাজমহলের নক্সা কে তৈরি করেন ?

উত্তর – মুহম্মদ ঈশা তাজমহলের নক্সা তৈরি করেন।

প্রশ্নঃ ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে?

উত্তরঃ – সর্দার বল্লভভাই প্যাটেল।

প্রশ্নঃ মেডিক্যাল কলেজ কত খ্রিস্টাব্দে তৈরি হয়?

উত্তরঃ – ১৮৩৫ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ অসমে ইশাই বিদ্রোহ কবে হয়?

উত্তর → ১৯৩২ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ আর্য সমাজের প্রধান গৃহপালিত পশু কোনটি ?

উত্তরঃ গােরু।

প্রশ্নঃ জাবতি প্রথা কে চালু করেন ?

উত্তরঃ আকবর।

প্রশ্নঃ ভারতে ‘ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি প্রথম কে তােলেন ?

উত্তরঃ  ভগৎ সিং।

ট্যাগঃ ইতিহাস জিকে 200 প্রশ্ন উত্তর, Download ইতিহাস জিকে 200 প্রশ্ন উত্তর, Free Download ইতিহাস জিকে 200 প্রশ্ন উত্তর, PDF Download ইতিহাস জিকে 200 প্রশ্ন উত্তর, Latest ইতিহাস জিকে 200 প্রশ্ন উত্তর, জেনে নিন ইতিহাস জিকে 200 প্রশ্ন উত্তর,

Leave a Reply