You are currently viewing জেনারেল নলেজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর #2021

জেনারেল নলেজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর #2021

জেনারেল নলেজঃ এই পোষ্টে কিছু ভারতের জেনারেল নলেজ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর শেয়ার করা। সকল শিক্ষার্থী ও পরীক্ষার্থী বন্ধুদের খুব কাজে আসবে বলে মনে করছি। নিম্নে জেনারেল নলেজ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর দেওয়া হল। এই পোষ্টের পার্ট ১ পড়তে [ সাধারন জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর পার্ট -১ ]

জেনারেল নলেজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট

62 কার্বনের সর্বেক্ষণ শক্ত বস্তু কোনটি ?
উত্তর:- হীরক ।
63 চোখে যে সুরমা লাগানো হয়, তা আসলে কি ?
উত্তর:- গুড স্টিবনাইট খনিজ ।
64 কোন বাঙালি সর্বপ্রথম মহিলা ডি. এম. (District Magistrate ) হন ?
উত্তর:- রুনু ঘোষ ।
65 কোন বাঙালি মহিলা সর্বপ্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো হন ?
উত্তর:- সুলোচনা মোদি ।
66 কোন বাঙালি মহিলা স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ হন ?
উত্তর :- প্রীতিলতা ওয়াদ্দেদার ।
67 মুস্তক আহম্মেদ কোন দেশের ক্রিকেটার ?
উত্তর :- পাকিস্তান ।
68 ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন ?
উত্তর :- অরুণাচল প্রদেশ ।
69 নামিবিয়ার রাজধানী কী ?
উত্তর :- উইন্ডহক ।
70 চীনের মুদ্রার নাম কি ?
উত্তর :- ইউনানী ।
71 চীনের প্রজাতন্ত্র পার্টির প্রথম চেয়ারম্যান কে ?
উত্তর :- মাও সে তুং ।
72 অরবিন্দ ঘোষের সঙ্গে সম্পর্কযুক্ত ক্ষেত্র কি ?
উত্তর :- দর্শন ও সাহিত্য ।
73 রেডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর :- গলফ ।
74 ভারতের দীর্ঘতম খাল কোনটি ?
উত্তর :- ইন্দিরা গান্ধী ক্যানেল ।
75 ফল ও শাক সবজিতে কোন ভিটামিন থাকে ?
উত্তর :- Vitamin C ।

এটিও পড়ুন – জীবন বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর – জীবন বিজ্ঞান 1000+ জিকে

76 অর্থবিল কোথায় উত্থাপন করা হয় ?
উত্তর :- লোকসভাতে ।
77 সালফারের বিশেষ পরিচিত দুটি রূপের নাম কী ?
উত্তর :- রম্বিক সালফার ও মনোক্লিনিক সালফার ।
78 কার্বন ছাড়া আর কোন মৌলের বহুরূপতা আছে ?
উত্তর :- সালফারের ।
79 স্বচ্ছ নীল রং এর কোরান্ডামকে কী বলে ?
উত্তর :- চুনি ।
80 ভারত ও আফগানিস্তানের সীমানা চিহ্নিত ডুরান্ড লাইন কত সালে দেওয়া হয় ?
উত্তর :- 1896 সালে ।
81 ভারতের কোন রাজ্যে কোকোর চাষ হয় ?
উত্তর :- কর্ণাটক কেরলায় ।
82 সুয়েজ কোন খাল লোহিত সাগরের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে ?
উত্তর :- ভূমধ্যসাগরে ।
83 টিপু সুলতানের সময় মহীশূরের রাজধানী কি ছিল ?
উত্তর :- শ্রীরঙ্গ পত্তম ।
84 সিনেমার পর্দায় আলোকের কি ধরনের প্রতিফলন হয় ?
উত্তর :- বিক্ষিপ্ত প্রতিফলন ।
85 সাংবিধানিক নির্দেশানুসারে লোকসভার স্পিকার তার পদত্যাগ পত্র জমা দেবেন কার কাছে ?
উত্তর :- রাষ্ট্রপতির কাছে ।
86 ইউরোপ থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়েছে কোন প্রণালী দ্বারা ?
উত্তর :- জিব্রাল্টা
87 এশিয়া এবং আফ্রিকার মধ্যে সবচেয়ে ছোট সামুদ্রিক পদ কী ?
উত্তর :- সুয়েজ পথ ।
88 ইক্তাদারী ব্যবস্থার প্রচলন করেছিলেন কে ?
উত্তর :- সুলতান ইলতুৎমিশ ।
89 ভারতের কার্পাস মৃত্তিকা কোন বিভাগের অন্তর্ভুক্ত ?
উত্তর :- চারনোজেম ।
90 মোহাম্মদ ঘুরী কোন ভারতীয় রাজা কে প্রথম পরাজিত করেছিলেন ?
উত্তর :- পৃথ্বিরাজ চৌহান ।
91 আলোকের যে প্রতিফলনের জন্য পুকুর পাড়ের গাছের ছায়া আঁকাবাঁকা দেখা যায় তাকে কি বলে ?
উত্তর :- বিক্ষিপ্ত প্রতিফলন ।
92 বায়ুর চাপ সাধারণত কোন এককে প্রকাশ করা হয় ?
উত্তর :- মিলিবার এককে ।
93 প্রোটিনের সর্বশেষ্ঠ উৎস কি ?
উত্তর :- সোয়াবিন ।

এটিও পড়ুন – দক্ষিণ দিনাজপুর প্রাচীন ঐতিহ্য ও নিদর্শন
94 My Story বইটি কে লিখেছেন ?
উত্তর :- মার্টিনা নাভ্রাতিলোভা ।
95 গান্ধার শিল্প উন্নতির চরম শিখরে উঠেছিল কোন যুগে ?
উত্তর :- কুষাণ যুগে ।
96 কনিষ্কের রাজধানী কোথায় ছিল ?
উত্তর :- পুরুষপুর / পেশোয়ার ।
97 আয়তনে ভারত পৃথিবীর কততম দেশ ?
উত্তর :- সপ্তম ।
98 সাধারণ তাপমাত্রায় তরল ধাতুটির নাম কী ?
উত্তর :- পারদ ।
99 আইন-ই-আকবরী কার লেখা ?
উত্তর :- আবুল ফজল ।
100 দামোদর নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তর :- ছোটনাগপুর ।
101 চ্যাম্পিয়নস ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর :- হকি ।
102 কনিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর :- দাবা ।
103 সবচেয়ে শক্ত বস্তু কোনটি ?
উত্তর :- হীরা ।
104 সন্তোষ ট্রফি কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর :- ফুটবলের সঙ্গে যুক্ত ।
105 চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কী ?
উত্তর :- সবুজ গ্রন্থি ।
106 আরশোলার রেচন অঙ্গের নাম কি ?
উত্তর :- ম্যালপিজিয়ান নালিকা ।
107 আর্সেনিক কি ?
উত্তর :- ধাতুকল্প ।
108 কোন যুদ্ধ ভারতীয় স্বাধীনতা যুদ্ধ নামে খ্যাত ?
উত্তর :- সিপাহী বিদ্রোহ ।
109 ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- রাজা রামমোহন রায় ।

সাধারন জ্ঞান পার্ট -১ [ সাধারন জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর Latest 2020 ]

এগুলিও পড়ুন

সংগ্রহে ও লিখনে – ধ্রূব সরকার (কুশমণ্ডি, দক্ষিণ দিনাজপুর)

This Post Has 6 Comments

Leave a Reply