You are currently viewing ধর্মগ্রন্থ এবং ধর্মপ্রবর্তক

ধর্মগ্রন্থ এবং ধর্মপ্রবর্তক

প্রশ্ন : গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে?
উত্তর : শ্রী চৈতন্যদেব।
প্রশ্ন : হিন্দুদের ধর্মগ্রন্থ কি কি ? ধর্ম প্রবর্তক কে?
উত্তর : বেদ, উপনিষদ, গীতা। শংকরাচার্য।
প্রশ্ন : মুসলমানদের ধর্মগ্রন্থ কী?  ধর্ম প্রবর্তক কে?
উত্তর : কোরাণ। হযরত মুহাম্মদ।
প্রশ্ন : খ্রিস্টানদের ধর্মগ্রন্থ কী? ধর্ম প্রবর্তক কে?
উত্তর : বাইবেল। যীশু খ্রিস্ট।
প্রশ্ন : বৌদ্ধদের ধর্মগ্রন্থ কী? ধর্ম প্রবর্তক কে?
উত্তর : ত্রিপিটক। গৌতম বুদ্ধ।
প্রশ্নঃ জৈনদের ধর্মগ্রন্থ কী? ধর্ম প্রবর্তক কে?
উত্তর : অঙ্গ, উপাঙ্গ। মহাবীর বর্ধমান।
প্রশ্ন : শিখদের ধর্মগ্রন্থ কী? ধর্ম প্রবর্তক কে?
উত্তর : গ্রন্থসাহেব। গুরু নানক।।
প্রশ্ন : পার্সিদের ধর্মগ্রন্থ কী? ধর্ম প্রবর্তক কে?
উত্তরঃ জেন্দ-আবেস্তা। জরাথুস্ট্র
প্রশ্ন : কনফুসিদের ধর্মগ্রন্থ কী? ধর্ম প্রবর্তক কে?
উত্তরঃ তাও-তে-কিং। কনফুসিয়াস।

Leave a Reply