You are currently viewing পৃথিবীর সপ্তম আশ্চর্য সম্পর্কিত জানা অজানা

পৃথিবীর সপ্তম আশ্চর্য সম্পর্কিত জানা অজানা

পৃথিবীর বিস্ময়ের বিভিন্ন তালিকা বহুকাল থেকেই বহু তালিকা প্রস্তুত হয়ে আসছে মনুষ্য-কৃত বা প্রাকৃতিক বিস্ময়কর দ্রষ্টব্যগুলির বিবরণী প্রকাশের জন্য। প্রাচীন গ্রিক দ্রষ্টব্য-স্থান দর্শনার্থীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় নির্দেশিকা-পুস্তিকাগুলিতে অন্তর্গত, কেবল মাত্র ভুমধ্যসাগরীয় বলয়ের মনুষ্যকৃত সাতটি বিস্ময়কর প্রাচীন উচ্চমানের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলির তালিকাটিকেই বিশ্বের প্রথম সপ্তাশ্চর্য্যের তালিকা বলে মনে করা হয়। সাত সংখ্যাটিকে গ্রহণ করার কারণ হল গ্রিকরা এটিকে নিখুঁত ও পর্যাপ্ত বলে মনে করেন। মধ্য ও আধুনিক যুগের তালিকাগুলোকে অন্তর্গত করেও আরো বহু তালিকা প্রস্তুত করা হয়েছে

পৃথিবীর সপ্তম আশ্চর্য সম্পর্কিত জানা অজানা

প্রাচীন যুগ।
১। মিশরের পিরামিড।
২। ব্যাবিলনের শূন্য উদ্যান।
৩। গ্রীক দেবী ডায়নার মন্দির।
৪। রোডস দ্বীপের কলোসাস পিতলের মূর্তি
৫। হ্যালিকার মলেলিয়াস মন্দির।
৬। আলেকজান্দ্রিয়ার আলোকস্তম্ভ।
৭। গ্রীসের জুপিটারের বা জিউসের মূর্তি-মন্দির।

এটিও পড়ুন – আম সম্পর্কিত কিছু তথ্য এবং প্রশ্ন ও উত্তর

মধ্যযুগ।
১। চীনের প্রাচীর।।
২। আগ্রার তাজমহল।।
৩। পিসার হেলানো টাওয়ার।
৪। লন্ডনের টেমস নদীর সুড়ঙ্গ।
৫। সেন্ট সোফিয়া গির্জা।
৬। মস্কোর ঘণ্টা।

আধুনিক যুগ।
১। পানামা খাল।
২। মিশরের আসোয়ান বাঁধ।
৩। এম্পায়ার স্টেট বিল্ডিং।
৪। ভাকরা নাঙ্গাল বাঁধ।
৫। লয়েড বাঁধ।
৬। সানফ্রান্সিসকোর গ্র‍্যান্ড ব্রীজ।
৭। আলেকজান্দ্রিয়ার সমাধি ক্ষেত্র (ভূগর্ভ)

২০০৭ সালের হিসেবে
১। আগ্রার তাজমহল।
২। চীনের প্রাচীর।।
৩। পেট্রায় গোলাপী ধ্বংসাবশেষ।
৪। ব্রাজিলের যীশুর মূর্তি।
৫। ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ।
৬। মায়া সভ্যতার প্রাচীন শহর।।
৭। রোমের কলোসিয়াম।

এটিও পড়ুন – লগারিদমের সুত্র (গণিতরে লগারিদম সুত্রাবলী)

This Post Has 2 Comments

  1. বাংলা নববর্ষে কামনা করছি …
    .
    ভালো করে ভোটটা হোক,
    বাঙ্গালী এবার খোট্টা হোক ।।।

Leave a Reply