You are currently viewing ভারতবর্ষের বিভিন্ন মন্দির ও নির্মাতা এর তালিকা

ভারতবর্ষের বিভিন্ন মন্দির ও নির্মাতা এর তালিকা

ভারতবর্ষের বিভিন্ন মন্দির ও নির্মাতাঃ এই পোষ্টে ভারতবর্ষের বিভিন্ন মন্দির ও নির্মাতা তালিকা শেয়ার করা হল। নিম্নে ভারতবর্ষের বিভিন্ন মন্দির ও নির্মাতা এর তালিকা দেওয়া হল।

হিন্দু মন্দির হল হিন্দুদের দেব-উপাসনার স্থান। ‘মন্দির’ বা ‘দেবালয়’ বলতে বোঝায় ‘দেবতার গৃহ’। মানুষ ও দেবতাকে একত্রে নিয়ে আসার জন্য হিন্দুধর্মের আদর্শ ও ধর্মবিশ্বাস-সংক্রান্ত প্রতীকগুলির দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মিত ভবন বা স্থানকেই ‘মন্দির’ বলা হয়। জর্জ মিশেলের মতে, হিন্দু মন্দির এমন একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে মায়ার জগৎ থেকে মানুষ তীর্থযাত্রী বা পূণ্যার্থীর বেশে জ্ঞান ও সত্যের জগতের সন্ধানে আসেন

ভারতবর্ষের বিভিন্ন মন্দির ও নির্মাতা এর তালিকা

মন্দির নির্মাতা
বৃহদেশ্বর রাজেন্দ্র চোল
রাজরাজেশ্বর দ্বিতীয় রাজরাজ
চোলেশ্বর বিজয়ালয়
করঙ্গ নাথ প্রথম প্রান্তিক
বেচুগোপাল উমাদেবী
হাজাররাম কৃষ্ণদেব রায়
বিঠৃল স্বামী কৃষ্ণদেব রায়
পট্টভি রাম অচ্যুত রায়
বিদ্যাশংকর হরিহর ও বুক্ক
বীরভদ্ ইকারী নায়ক রাজবংশ
বিরুপাক্ষ মান্ডপ বংশ
কৃষ্ণ
লক্ষ্মীদেবী

 

হোয়সল বংশীয় রাজবংশ

এগুলিও পড়ুন

This Post Has One Comment

Leave a Reply