You are currently viewing ভূমিকম্প সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

ভূমিকম্প সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

ভূমিকম্প সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তরঃ এই পোষ্টে ভূমিকম্প সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর শেয়ার করা হল। আশা করি সকল শিক্ষার্থী বন্ধুদের ভূমিকম্প সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর এই পষ্টটি কাজে আসবে। এটিও পড়ুন – গ্রহ ও উপগ্রহ সম্পর্কিত প্রশ্ন উত্তর

ভূমিকম্প কী?

ভূ-অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূ-পৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূ-ত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এই রূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে।

ভূমিকম্প সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

প্রশ্নঃ- কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের খবর জানা যায়?
উত্তরঃ ভূমিকম্প লেখ যন্ত্র বা সিস্‌মোগ্রাফ ।
প্রশ্নঃ- কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা যায়?-
উত্তরঃ রিখটার স্কেল।
প্রশ্নঃ- পৃথিবীর কোন দেশে সর্বাধিক ভূমিকম্প হয়?
উত্তরঃ- জাপান।
প্রশ্নঃ- ভূমিকম্পের কেন্দ্র ভূ-পৃষ্ঠের অভ্যন্তরে কতটা নীচে থাকে?-
উত্তরঃ  ১৬ কিমি।
প্রশ্নঃ- ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অল
উত্তরঃ — উত্তর পূর্ব ভারতের পার্বত্য অকুল।
প্রশ্নঃ- সুনামি কী?
উত্তরঃ – ভূমিকম্পের ফলে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস সুনামি বলে।
প্রশ্নঃ- পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প প্রবণ বলয় কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগরের উভয় তীরবর্তী অঞ্চল।

প্রশ্নঃ- কলকাতায় ভূমিকম্প ১৭৩৭ সালে
উত্তরঃ —আনুমানিক ৩ লক্ষ হত ( হত সর্বাধিক।
প্রশ্নঃ- শিলং-এ ভূমিকম্প ১৮৯৭ সালে
উত্তরঃ —১৫০০ মৃত (তীব্রতা সর্বাধিক-৭)
প্রশ্নঃ- মহারাষ্ট্রের লাটুর ও ওসলামাবাদ (৭.০) ভূমিকম্প কত সালে এবং আহত কত?
উত্তরঃ  ১৯৯৩ সালে ৩০,০০০ হত
প্রশ্নঃ-গুজরাটের ভুজ ও আমেদাবাদ (৬.৯) ভূমিকম্প কত সালে এবং আহত কত?
উত্তরঃ ২০০১ সালে ১,৫০,০০০ হত।

এটিও পড়ুন – ভূগোল সম্পর্কিত প্রশ্ন উত্তর – গুরুত্বপূর্ণ ভূগোল জিকে 1000+

Leave a Reply