You are currently viewing সাধারন জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর

সাধারন জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর

সাধারন জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ এই পোষ্টে সাধারন জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত সাধারন জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন চাকুরী পরীক্ষায় কাজে আসবে। এটিও পড়ুন –  সাধারন জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর পার্ট – ২

সাধারন জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর

  • ভারতীয় জাতীয় সংগীত গাইতে কত সময় লাগে?
    উত্তরঃ –৫২ সেকেন্ড।
  • জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
    উত্তরঃ -৩:২
  • প্রথম ভারতীয় টেস্ট শতরানকারী ব্যাটসম্যান কে?
    উত্তরঃ লালা অমরনাথ (১১৮, বনাম ইংল্যান্ড, মুম্বাইয়ে ১৯৩৩-৩৪ এ )
  • ইন্টারন্যাশনাল হকি বোর্ড কত সালে গঠিত হয়?
    উত্তরঃ –১৯০০ সালে।
  • অলিম্পিকে হকি অন্তর্ভুক্ত হয় কত সালে?
    উত্তরঃ –১৯০৮ সালে, লন্ডনে।
  • ফুটবল প্রথম বিশ্বকাপের নাম কী ছিল?
    উত্তরঃ ভিক্টোরিয়া কাপ (তারপর এর নাম হয় জুলেরিমে কাপ)
  • প্রথম কোন ভারতীয় World Billiards Trophy জয়লাভ করেন?
    উত্তরঃ —উইলসন জোন্স।
  • ‘পথের পাঁচালী’ ছায়াছবির সিনেমাটোগ্রাফার কে ছিলেন?
    উত্তরঃ —সুব্রত মিত্র।
  • চীন ও তাইওয়ান দ্বীপ কত সালে আলাদা রাষ্ট্র হয়?
    উত্তরঃ —১৯৪৯ সালে।।
  • বিশ্বের দীর্ঘতম ইংরাজী অভিধান কোনটি?
    উত্তরঃ  -১২ খন্ডের Oxford English Dictionary ১৫৪৮৭ পাতার।
  • বিশ্বে আয়তনে দীর্ঘতম শহরের নাম কী?
    উত্তরঃ লন্ডন (৭০০ বর্গমাইল)।
  • দিল্লীতে পাতাল রেল কবে চালু হয়?
    উত্তরঃ –২০০২ সালের ১৭ সেপ্টেম্বর।
  • ভারতবর্ষে প্রথম কবে ও কোথায় ডাকটিকিট প্রকাশিত হয়?
    উত্তরঃ —১৮৫২ সালে করাচিতে।
  • কত সালে ভারতে ডাক বিভাগ (Postal Depart ment) প্রতিষ্ঠিত হয়?
    উত্তরঃ —১৮৫৪ সালে।
  • ডাক বিভাগ পিন কোড অনুসারে সমগ্র ভারতকে মােট কটি অঞ্চলে ভাগ করে?
    উত্তরঃ —৮টি।
  • ভারতে Railway Recruitment Board- কয়টি আছে?
    উত্তরঃ —১৯টি।
  • ‘বার্বি পুতুলের প্রস্তুতকারক সংস্থার নাম কী ?
    উত্তরঃ —ম্যাটাল টয়েজ ইন্ডিয়া।।
  • তামিল ভাষায় কবি সম্মেলনকে কী বলে?
    উত্তরঃ – সঙ্গম।
  • সন্ধ্যাকর নন্দী’ নিজেকে কি বলতেন?
    উত্তরঃ -কলিকাল বাল্মিকী।
  • কোন দেশের ডাকটিকিটে সে দেশের নাম থাকে | ?
    উত্তরঃ — ব্রিটেন।
  • কোন দেশে প্রতি বছর রাষ্ট্রপতি পরিবর্তন হয়?
    উত্তরঃ সুইজারল্যান্ডে।

এটিও পড়ুন – পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ

  • ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়?
    উত্তরঃ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।
  • ভারতীয় ধ্রুপদী নৃত্য সমূহের প্রকৃত উৎস কী?
    উত্তরঃ —ভরতমুনির নাট্যশাস্ত্র।
  • ভারতনাট্যম এর প্রচলন কোথায় হয়?
    উত্তরঃ — দক্ষিণ ভারতে। প্রধানত তামিলনাড়ুতে। এটি একক নৃত্য। কেবল মহিলারাই নাচেন।
  • ভারতনাট্যম এর কয়েকজন বিখ্যাত নটী?
    উত্তরঃ – রুক্মিণী দেবী আরুন্দেল, বালা সরস্বতী, সাঁওতালি, মৃণালিনী সারাভাই, যামিনী কৃত মূর্তি, সোনাল মানসিং, সারাভাই, যামিনী কৃত মূর্তি, সোনাল মানসিং, বৈজয়ন্তীমালা বালি, সংযুক্তা পানিগ্রাহী।
  • কথাকলি নাচের প্রচলন কোথায় ?
    উত্তরঃ – কেরল।।
  • কথাকলি নাচের কয়েকজন বিখ্যাত শিল্পী ?
    উত্তরঃ – রাগিনী দেবী, শান্তা রাও, মৃণালিনী সারাভাই, রীতা গাঙ্গুলী, কৃষ্ণা নাইয়ার, গোপীনাথন।
  • নাসার যে মহাকাশযানটি ধূমকেতু টেম্পল এর গায়ে আছড়ে পড়ে তাকে চূর্ণ করল তার নাম কী?
    উত্তরঃ- Deep Impact
  • খ্যাতনামা পপস্টার ম্যাডোনার সাম্প্রতিকতম মিউজিক অ্যালবাম টির নাম কী?
    উত্তরঃ- Confession On a Dance Floor
  • দক্ষিণ কোরিয়া Seol National University-র বিজ্ঞানীরা যে কুকুরের ক্লোন নির্মাণ করেছেন তার নাম কী?
    উত্তরঃ-  – স্ন্যাপি।
  • মহাকাশযান ডিসকভারি -র মহাকাশ সফরের সাংকেতিক নাম কী ছিল?
    উত্তরঃ-  – STG ১১৪
  • সম্প্রতি প্রয়াত পিটার জেনিংস এর নাম কিসের সঙ্গে জড়িত?
    উত্তরঃ- – TV. Anchor
  •  ভারতের প্রথম বাণিজ্যিক ভিত্তিতে নির্মিত টেলি যোগাযোগের উপগ্রহ টির নাম কি?
    উত্তরঃ-  INSAT ২E
  •  সম্প্রতি অন্ধ্রপ্রদেশের কোন মণ্ডলে UNGC বিশাল পরিমাণ প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারের সন্ধান পেয়েছে?
    উত্তরঃ- কেজি বেসিন অঞলে।
  •  পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যে হ্যারিকেন ঝড় আছড়ে পড়েছিল তার নাম কী?
    উত্তরঃ- – ডেমরি।।
  • ইরাকের বর্তমান রাষ্ট্রপতি কে?
    উত্তরঃ-  —জালাল তালাবানি। |
  • ইন্দোনেশিয়া সালেম শিল্পগোষ্ঠী এগজিকিউটিভ ডিরেক্টর কে?
    উত্তরঃ- – বিনা সন্তোষী।
  • জাতীয় সংহতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০০৪ সালের ইন্দিরা গান্ধী পুরস্কার কে পেলেন?উত্তরঃ- মহাশ্বেতা দেবী।
  • ২০০৫ সালের ম্যানবুকার পুরস্কার পেয়েছেন কে?

    উত্তরঃ- আইরিশ ঔপন্যাসিক জন ব্যানভিল তাঁর ‘দ্য সি’ উপন্যাসের জন্য।

  • তালিবানদের হাতে অপহৃত ও পরে নিহত ভারতীয় ট্রাকচালককে?
    উত্তরঃ- – মনিয়াপ্লন রমন কুট্টি।
  • ২০০৫ এর ৭ থেকে ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা বিমানঘাঁটিতে যে ভারত মার্কিন যৌথ বিমান মহড়া হয় তার নাম কী ?
    উত্তরঃ- —Cape India ২০০৫।

এগুলিও পড়ুন –

Leave a Reply