You are currently viewing অনলাইন আধার কার্ড ডাউনলোড পদ্ধতি Latest 2020

অনলাইন আধার কার্ড ডাউনলোড পদ্ধতি Latest 2020

আপনাদের যদি আঁধার কার্ড হারিয়ে গিয়ে থাকে কিংবা ডাউনলোড করে রাখতে চান? অনলাইন আধার কার্ড ডাউনলোড পদ্ধতি পোষ্টি আপনার কাজে আসবে বলে মনে করি। অনলাইন আধার কার্ড ডাউনলোড পদ্ধতি এই পোষ্টের মাধ্যে আপনি নিজে নিজে মোবাইল কিংবা কম্পিউটার থেকে ডাউনলোড করতে পারবেন। [ এটিও পড়ুন- প্যান কার্ড ডাউনলোড ও রিপ্রিন্ট যেভাবে করবেন Latest 2020]

আধার কার্ড

আধার ইউআইডিএআই কর্তৃক দ্বারা প্রদত করা একটি 12-অঙ্কের যাচাইযোগ্য সনাক্তকারী নম্বর যা ভারতের নাগরিকদের বিনামূল্যে প্রদান করা হয়।

অনলাইনে আধার কার্ড ডাউনলোড করার পদ্ধতি

১) প্রথমে ইউআইডিএআইয়ের ওয়েবসাইট : www.uidai.gov.in-এ যান।

২) সেখানে ‘মাই আধার’ ট্যাবে ‘ডাউনলোড আধার’ অপশনটিতে ক্লিক করুন।

৩)  অ্যাকনলেজমেন্ট স্লিপে উল্লেখিত এনরোলমেন্ট আইডি অথবা ১২ ডিজিটের আধার নম্বর দিতে হবে। অথবা ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডি এবং ক্য়াপচা কোড দিন।

৪) ‘সেন্ড OTP-তে ক্লিক করুন’। এই ওটিপি (OTP) ১০ মিনিট পর্যন্ত বৈধ থাকে।

৫) ওটিপি (OTP) দেওয়ার পর ‘ভেরিফাই অ্যান্ড ডাউনলোড’-এ ক্লিক করলেই আধার ডাউনলোড হয়ে যাবে।

এটিও পড়ুন – প্যান কার্ড ? কেন করবেন এই কার্ড

ডাউনলোড করা আঁধার যেভাবে ওপেন করবে?

ডাউনলোড হওয়া পিডিএফ (PDF) ফাইলটি পাসওয়ার্ড সুরক্ষিত। ফাইলের পাসওয়ার্ড হল আধার কার্ডে আপনার যে নাম উল্লেখ রয়েছে, তার প্রথম চারটি অক্ষর এবং ‘YYYY’ ফর্ম্যাটে আপনার জন্মের বছরটি দিতে হবে। ধরুন, আপনার নাম RAM, এবং আপনার জন্মসাল 1980, তবে আপনার পাসওয়ার্ড হবে বড়ো হাতের ‘RA1980’।

Leave a Reply