ইন্টারভিউ-র একটি গুরুত্বপূর্ণ বিষয়ঃ কখনােই বাের্ডকর্তাদের সঙ্গে বিতর্কে জড়াবেন না। অনেক সময় আপনার ধৈর্য ও আপনি সামান্য ব্যাপারে উত্তেজিত হয়ে পরেন কি-না তারও পরীক্ষা নেওয়া হতে পারে। কারণ আপনি যদি হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে পরেন তা হলে তার প্রভাব স্কুলের ছাত্রছাত্রীদের ওপর পরবে। তাই বাের্ড সদস্যরা আপনাকে যেভাবেই প্রশ্ন করুক-না-কেন, আপনার আচরণ হবে ভদ্র, বিনয়ী ও সংযত।
এটিও পড়ুন – জব ইন্টারভিউ এর সময় নিয়ােগকর্তারা যা যা খোঁজ করেন