উদ্ভিদ জগৎ সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর

উদ্ভিদ জগৎ এর একটি বড় গোষ্ঠী যাদের অধিকাংশই সালোকসংশ্লেষনের মাধ্যমে শর্করা-জাতীয় খাদ্য তৈরি করতে পারে এবং এরা চলাচল করতে পারে না। বৃক্ষ, গুল্ম, বিরুৎ ইত্যাদি উদ্ভিদ জগতের অন্তর্গত। পৃথিবীতে প্রায় ৩৫০,০০০ প্রজাতির উদ্ভিদ আছে বলে ধারণা করা হয়।

উদ্ভিদ জগৎ সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর

উদ্ভিদ জগৎ

প্রশ্নঃ উদ্ভিদের প্রাণ আছে তা কে আবিস্কার করেন?

উত্তরঃ আচার্য জগদীশচন্দ্র বসু।

প্রশ্নঃ উদ্ভিদ কাকে বলে?

উত্তরঃ যা মাটি ভেত করে উপরে ওঠে।

প্রশ্নঃ গাছ কতাে রকমের আছে?

উত্তরঃ প্রায় ৩ লক্ষ ৫০ হাজার রকমের।

প্রশ্নঃ  কোন গাছের জল পথিক পান করে ?

উত্তরঃ পান্থপাদপ গাছের।

প্রশ্নঃ কোন গাছ একবার মাত্র ফল দেয়?

উত্তরঃ কলাগাছ।

প্রশ্নঃ কোন গাছের ডাল থেকে ঝুরি নামে?

উত্তরঃ বট গাছের।

প্রশ্নঃ কোন গাছ মিষ্টি?

উত্তরঃ আখ গাছ।

প্রশ্নঃ কোন গাছ প্রাণী ভক্ষণ করে?

উত্তরঃ কলসপত্রী গাছ।

প্রশ্নঃ কোন্ কোন্ গাছের কাণ্ড থেকে গাছ বের হয়?

উত্তরঃ আখ, হলুদ, আদা প্রভৃতি।

প্রশ্নঃ  কোন্ গাছের পাতা তেলতেলে?

উত্তরঃ কচু গাছের পাতা।

প্রশ্নঃ কোন্ গাছের পাতা ঢেউখেলানাে ?

উত্তরঃ দেবদারু গাছের পাতা।

প্রশ্নঃ ‘ধূনা’ কি থেকে হয়?

উত্তরঃ শাল গাছের আঠা থেকে।

প্রশ্নঃ গদ’ কি থেকে হয়?

উত্তরঃ বাবলা গাছের আঠা থেকে।

প্রশ্নঃ ‘গাছের রান্নাঘর কাকে বলে?

উত্তরঃ পাতাকে।

প্রশ্নঃ কোন্ গাছ সবচেয়ে বেশিদিন বাঁচে?

উত্তরঃ ইউগাছ।

প্রশ্নঃ কোন্ গাছের পাতা থেকে বংশবৃদ্ধি হয়?

উত্তরঃ পাথরকুচি গাছের।

প্রশ্নঃ কোন গাছের পাতা নেই?

উত্তরঃ ফণী মনসার।

প্রশ্নঃ পিপারমেন্ট কি?

উত্তরঃ জাপানের মিন্ট নামক গাছের রস থেকে তৈরি হয় পিপারমেন্ট।

প্রশ্নঃ  হিং কি?

উত্তরঃ পারস্য ও আফগানিস্থানের বেরুলা জাতীয় এক প্রকার গাছের আঠা।

প্রশ্নঃ সবচেয়ে বড় ঘাস কি?

উত্তরঃ বাঁশ।

প্রশ্নঃ সবচেয়ে শক্ত কাঠ কি?

উত্তরঃ লােহা কাঠ।

প্রশ্নঃ দারুচিনি কি?

উত্তরঃ একজাতীয় গাছের ছাল।

প্রশ্নঃ কুইনাইন কি থেকে তৈরি হয়?

উত্তরঃ সিঙ্কোনা গাছের ছাল থেকে।

প্রশ্নঃ কোন্ গাছ খুব তাড়াতাড়ি বাড়ে?

উত্তরঃ বাঁশ গাছ। এক রাত্রে এরা ৩০ সেমি. পর্যন্ত বাড়ে।

প্রশ্নঃ কোন গাছ খুব আস্তে আস্তে বাড়ে?

উত্তরঃ লাইকেন গাছ। এই গাছ ৩০ বছরে এক হাতও বাড়ে না।

প্রশ্নঃ পৃথিবীতে কোন্ রঙের ফুল সবচেয়ে বেশি?

উত্তরঃ লাল রঙের।

প্রশ্নঃ সবচেয়ে বেশি দিন ফল দেয় কোন গাছ?

উত্তরঃ ন্যাসপাতি গাছ। প্রায় ৩০০ বছর বাঁচে ও ফল দেয়।

প্রশ্নঃ পৃথিবীতে সব চেয়ে প্রাচীন গাছ কোথায় দেখা যায়?

উত্তরঃ কালিফোর্নিয়ার রেডসিডার গাছ। এর উচ্চতা ১০০ মিটার এবং পরিথি ২৭ মিটার বয়স ৫ হাজার বছরের ওপর।

প্রশ্নঃ কোন্ গাছ বেশি ফল দেয়?

উত্তরঃ আখরােট গাছ। বছরে প্রায় এক লক্ষ ফল দেয়।

প্রশ্নঃ কোন গাছের পাতা সবচেয়ে বড় হয়?

উত্তরঃ ‘ভিকটোরিয়া রিজিয়া’ নামে এক প্রকার জলজ লিলির পাতা সবচেয়ে বড়। আর একটা পাতায় বেড় প্রায় ৪০ ফুট বা ১২ মিটার হয়।

প্রশ্নঃ গাছের বয়স কিভাবে জানা যায় ?

উত্তরঃ গাছের গুড়ি আড়াআড়ি কাটলে ছালের নিচে ভেতরে গােলগােল দাগ দেখা যায়। এই দাগ গুণে গাছের বয়স ঠিক করা যায়।

প্রশ্নঃ  সবচেয়ে বড় ফুলের নাম কি?

উত্তরঃ সুমাত্রা দ্বীপের ম্যাগলেসিয়া আরগলডি নামে এক প্রকার ফুল। এর রং টকটকে লাল।

প্রশ্নঃ কোন গাছের একটি মাত্র ফুল হয়?

উত্তরঃ কলা গাছের।

প্রশ্নঃ পৃথিবীর কত অংশ বৃক্ষ দ্বারা আবৃত?

উত্তরঃ পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ বৃক্ষ দ্বারা আবৃত।

প্রশ্নঃ ভারতের জাতীয় ফুল কি?

উত্তরঃ পদ্ম।

প্রশ্নঃ কোন্ কোন্ ফুল দিনে ফোটে?

উত্তরঃ জবা, গাঁদা সর ধরনের রঙিন ফুল।

প্রশ্নঃ কোন্ কোন ফুল রাতে ফোটে?

উত্তরঃ রজনীগন্ধা, বেল সবরকম সাদা ফুল।

প্রশ্নঃ জলে হয় কোন্ কোন্ ফুল?

উত্তরঃ শালুক, পদ্ম প্রভৃতি।

প্রশ্নঃ কোন রঙের ফুল দেখা যায় না?

উত্তরঃ সবুজ রঙের ফুল।

প্রশ্নঃ কোন্ ফুল সূর্যের দিকে মুখ করে থাকে?

উত্তরঃ সূর্যমুখী।

প্রশ্নঃ কোন ফুলের রঙ সােনার মতাে?

উত্তরঃ গাঁদা, চাপা প্রভৃতি।

প্রশ্নঃ ভারতের জাতীয় ফল কি?

উত্তরঃ আম।

প্রশ্নঃ কি থেকে ফল হয়?

উত্তরঃ ফুল থেকে।

প্রশ্নঃ কোন কোন ফল রসালাে?

উত্তরঃ আম, কাঠাল, আনারস, জামরুল, লিচু, শশা, বেল, কলা, লেবু প্রভৃতি।

প্রশ্নঃ কোন্ কোন ফল শুকনাে?

উত্তরঃ সুপারি, বাদাম।

প্রশ্নঃ কোন কোন ফল সাধারণভাবে অনেক দিন থাকে?

উত্তরঃ সুপারি, নারকেল প্রভৃতি।

প্রশ্নঃ কোন্ কোন ফল বেশি দিন থাকে না?

উত্তরঃ আম, কাঠাল, লিচু প্রভৃতি।

প্রশ্নঃ কোন কোন ফল সারা বছরই পাওয়া যায় ?

উত্তরঃ পেঁপে, কলা, নারকেল প্রভৃতি।

প্রশ্নঃ মিষ্টি ফল কি কি?

উত্তরঃ আম, কাঁঠাল, লিচু, পেঁপে প্রভৃতি।

প্রশ্নঃ টক ফল কি কি ?

উত্তরঃ তেঁতুল, লেবু, চালতা প্রভৃতি।

প্রশ্নঃ  তেতাে ফল কি কি?

উত্তরঃ  উচ্ছে, করলা প্রভৃতি।

এটিও পড়ুন – মনােবিদ্যা সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর

ট্যাগঃ উদ্ভিদ জগৎ, Download উদ্ভিদ জগৎ Question Answers, জেনে নিন উদ্ভিদ জগৎ প্রশ্ন উত্তর, উদ্ভিদ জগৎ সম্পর্কিত জানা অজানা তথ্য। উদ্ভিদ জগৎ প্রশ্ন বিভিন্ন পরীক্ষার জন্য।

This Post Has One Comment

Leave a Reply