You are currently viewing একনজরে ভারতীয় ভূগোল সম্পর্কিত জানা অজানা তথ্য

একনজরে ভারতীয় ভূগোল সম্পর্কিত জানা অজানা তথ্য

একনজরে ভারতীয় ভূগোলঃ এই পোষ্টে একনজরে ভারতীয় ভূগোল সম্পর্কিত জানা অজানা তথ্য শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে একনজরে ভারতীয় ভূগোল সম্পর্কিত জানা অজানা তথ্য PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – সংবিধানের কী এবং সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য

একনজরে ভারতীয় ভূগোল সম্পর্কিত জানা অজানা তথ্য

  • ভারতের প্রথম Solar City হল আনন্দপুর সাহিব
  • শুভ্রা ট্রেক দেখতে পাওয়া ইন্দাস মহাসাগরে।
  • হাভারত লেখ হল একটি পর্বতমালা।
  • মাতাতিলা বহুমুখী নদী পরিকল্পনা গড়ে উঠেছে বেখােরা নদীর উপর।
  • পল্লিভারাল পরিকল্পনাটি কেরালা রাজ্যে মদিরাপূজা নদীর ওপর গড়ে উঠেছে।
  • চার্জ দোয়াবটি চেনাব ও ঝিলাম নদীর মধ্যবর্তী অংশে
  • শতদ্রু নদীর উৎপত্তি হয়েছে ধরম পাস থেকে।
  • Back Waters-বলা হয় কেরালা রাজ্যকে।
  • কুওয়াৎ উল ইসলাম নামের জৈন মন্দিরটি দিল্লীতে।
  • পৃথিবীর উচ্চতম সড়কপথ হল লেহ মানালি সড়ক (এর অপর নাম খারদুংলা সড়ক)
  • ভারতের গ্লাসগো নামে বিখ্যাত হল হাওড়া শহর।
  • ভারতে প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশে।
  • ভারতের সহযােগিতায় তৈরী নেপালের সড়ক পথটির নাম-ত্রিভুবন।
  • ভারত সরকারের সহযােগিতায় ভূটানে পরিকল্পিত জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম—‘চুখা’।

এটিও পড়ুন – ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলির তালিকা

  • পূর্ব ভারতের মণিপুর রাজ্যটিকে ‘মনির দেশ’ ও ক্ষুদ্র স্বর্গ বলা হয়।
  • ভারতের সাথে ভূটানের সংযােগকারী সীমান্ত শহর হল ফুন্টশোলিং।।
  • ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল মালদ্বীপ।
  • মণিপুর রাজ্যের মেতে সেই অধিবাসীরা নিজেদের কুভলি পার্ক’ নামে ডাকেন।
  • বিশ্বের দক্ষিণতম শহর হল ‘পুন্টা আরেনাস।
  • সজেন্টিনা’ কথাটির অর্থ হল ‘রুপার দেশ।
  • মালদ্বীপ’ দেশের সরকারী নাম দিভেহি জ্বরয়া’।
  • “জিম্বাবুয়ে দেশের নামের অর্থ ‘পাথরের বাড়ি।
  •  নেপালে শিবালিক পর্বতশ্রেণী ‘চুরিয়া মুরিয়া’ নামে বিখ্যাত।
  • হিজ পর্বত কে জাপানী আল্পস বলা হয়।
  • ফৈজাবাদ’ হল একটি স্যটেলাইট উপনগরী।
  • ডানকান প্যাসেজ অবস্থিত গ্রেট আন্দামান ও লিটল
  • আন্দামান এর মধ্যে। তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিবাব করে চীন।
  • ভারতের মধ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয় কর্ণাটকে।  পৃথিবীর মধ্যে ব্রাজিল।
  • দক্ষিণের ধান ভান্ডার বলা হয় তামিলনাড়ু (বিশেষত থাঞ্জাভুর জেলা)।
  • মাউন্ট এভারেস্টের তিব্বতী ভাষায় ‘চোমোলুংমা’ বলা হয়। একে P15, শৃঙ্গ বলা হয়।
  • আফ্রিকার হট/শিং বলা হয় সোমালিয়া দেশটি।
  • এশিয়া মহাদেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎকেন্দ্র অবস্থিত গুজরাতের লাম্বা।
  • ভারতের রাজ্যগুলির মধ্যে কেরল সবচেয়ে বেশী কাজুবাদাম রপ্তানী করে।
  • পৃথিবীর দীর্ঘতম নদী- নীল, বৃহত্তম আমাজন, সবচেয়ে খরস্রোতা নদী- রাইন।
  • কানাডার টরেন্টো শহরকে বলা হয় ‘গোডাউন’।
  • মুম্বাই শহরটি যে সাতটি দ্বীপ নিয়ে গঠিত সেগুলি হল- কোলবা, ফোর্ট, বায়ুকুলা, পারেল, ওরলি, মাতুঙ্গা ও মহিম।
  • পৃথিবীতে ইউরেনিয়ামের সর্বোচ্চ ভান্ডার কানাডাতে অবস্থিত।
  • আয়তনের দিক থেকে সবথেকে বেশি বন আছে মধ্যপ্রদেশে।
  • প্রাচ্যের প্যারিস’ বলা হয় চীনের সাংহাই বন্দর ও ইরানের তেহরানে।
  • আড়ম্বর পূর্ণ প্রসদময়ী নগরী  (City of Magnificent Building) বলা হয় ওয়াশিংটনকে।
  • পুসকাস’ তৃণভূমি দেখা যায় হাঙ্গেরিতে।
  • পম্পাস’ তৃণভূমি দেখা যায় আর্জেন্টিনাতে।
  • ভেল্ড” তৃণভূমি দেখা যায় দক্ষিণ আফ্রিকায়।
  • প্যাটাগেনিয়া মরুভূমি দেখা যায় আর্জেন্টিনা।
  • গিবসন’ মরুভূমি দেখা যায় অস্ট্রেলিয়াতে।
  • তাকলামাকান’ মরুভূমি রয়েছে চীনে।
  • পৃথিবীর সবচেয়ে বেশী মিলেট উৎপন্ন হয় ভারতে।
  • ভারতের উট গবেষণাগারটি রাজস্থানের বিকানের-এ অবস্থিত।
  • কাবেরী নদী দক্ষিণ ভারতের কর্ণাটক ‘বস গিরি পর্বত থেকে উৎপন্ন হয়েছে।
  • Elephant Falls, Bidon Falls, Sweet Falls, Wipps Falls শিলং শহরের চারিদিকে এই চারটি জলপ্রপাত আছে।
  • ভারতের সবচেয়ে দামী মশলা জাফরান পাওয়া যায় কাশ্মীরে।
  • আন্দামান দ্বীপপুঞ্জ মােট ২৬৫টি দ্বীপ ও নিকোবর দ্বীপপুঞ্জ মােট ৫৮টি দ্বীপ নিয়ে গঠিত।
  • নায়াগ্রা জলপ্রপাতের কাছে অবস্থিত ব্রীজটির নাম রেনকো ব্রীজ।
  • ভারতের কর্ণাটক ও কেরালা রাজ্যে কোকো চাষ হয়।
  • Peoples Square অবস্থিত হল চীনের সাংহাই শহরে।
  •  

    জয়পুর শহরের পূর্ব নাম ছিল অম্বর।

  • New Holland দেশটির বর্তমান নাম অস্ট্রেলিয়া।
  • এলাহাবাদ শহরের প্রাচীন নাম প্রয়াগ।
  • নেপালে বিমানবন্দর’ ইতালিতে অবস্থিত।
  • মাকোপােলাে ভারতের লাক্ষাদ্বীপ Island of Females বলে অভিহিত করেন।

এগুলিও পড়ুন

 

  • নদী বিষয়ক আন্তর্জাতিক গবেষণাগার কেন্দ্র International River Institute, Philippines
  • ভারতের আসাম রাজ্য সর্বাধিক চা উৎপন্ন করে আর কলকাতা’ বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তনি করা হয়।
  • “সান্তা আনা” উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্তিত বায়ু।
  • পম্পেরো হল আর্জেন্টিনার পম্পাস তৃণাঞ্লে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু।
  • ভারতের বৃহত্তম কয়লাখনি হল ঝরিয়া।
  • ভারতে সবচেয়ে বেশী পাওয়া যায় বিটুমিনাস শ্রেণীর কয়লা।
  • পৃথিবীর দীর্ঘতম হ্রদ হল আফ্রিকার ট্যাঙ্গানিক।
  • প্রাচ্যের ডান্ডি বলা হয় বাংলাদেশের নারায়ণগঞ্জ।
  • পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু (৩৫৩০ মি.)।
  • অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ।
  • দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ঋষি (৩১৩০মি.)।
  • পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে সিংগালিলা শৈলশিরা।
  • বীরভূম জেলার দুবরাজপুরের মামা ভাগ্নে” পাহাড় (১০০ মি.) গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত।
  • ‘পাগলা ঝােরা’ প্রস্রবণটি দার্জিলিং হিমালয়ের ঘুম পাহাড়ের নিকটবর্তী মহালধিরাম পর্বত থেকে উৎপন্ন।
  • নীল নদের উচ্চ অববাহিকায় নানারকম ঘাস, লতা ও কচুরীপানায় ভর্তি জলাশয়গুলিকে Sudd বলে।
  • পৃথিবীর বৃহত্তম বাঁধ হল ‘উচ্চ আসােয়ান বা (Aswan High Dam) নীলনদের ওপর।
  • আসােয়ান বাঁধের নিকটে অবস্থিত Lake Nasser মিশরের বৃহত্তম জলাশয়।
  • লন্ডন বন্দর পৃথিবীর অন্যতম বৃহৎ পুনঃরপ্তানি বর্ণ হিসেবে খ্যাত।
  • বৃটেনের শিল্প নদী বলা হয় টেমস নদীকে।
  • ইউরোপের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হল নীপার নদী ওপর অবস্থিত নিপ্রােস্টয়।

এগুলিও পড়ুন

Leave a Reply