You are currently viewing ঐতিহাসিক বই ও তার লেখক

ঐতিহাসিক বই ও তার লেখক

ঐতিহাসিক বই ও তার লেখকঃ এই পোষ্টে ঐতিহাসিক বই ও তার লেখক শেয়ার করা হল। আপনারা যারা ঐতিহাসিক বই ও তার লেখক এর নাম জানতে চান তাদের জন্য এই পোষ্ট খুব উপকার হবে বলে মনে করি । জেনে নিন –  ধর্মগ্রন্থ এবং ধর্মপ্রবর্তক সম্পর্কিত তথ্য।

ঐতিহাসিক বই ও তার লেখক

  • শ্রীমদ্ভাগবত এর লেখক কে?
    উত্তরঃ- মালাধর বসু।
  • রাজতরঙ্গিনী কাব্যের এর লেখক কে?
    উত্তরঃ- কলহন
  • রামচরিত এর লেখক কে?
    উত্তরঃ- সন্ধ্যাকর নন্দী
  • রামচরিত মানস এর লেখক কে?
    উত্তরঃ- তুলসী দাস
  • গৌড়বাহ এর লেখক কে?
    উত্তরঃ- বাপতি
  • স্বপ্নবাসবদত্তা এর লেখক কে?
    উত্তরঃ- ভাস
  • দশকুমার চরিত এর লেখক কে?
    উত্তরঃ- দন্ডী
  • মুদ্রারাক্ষস দেবী চন্দ্রগুপ্ত এর লেখক কে?
    উত্তরঃ- বিশাখ দত্ত
  • কাব্যাদর্শ এর লেখক কে?
    উত্তরঃ- দন্ডী
  • চৈতন্যমঙ্গল এর লেখক কে?
    উত্তরঃ- জয়ানন্দ
  • মনসামঙ্গল এর লেখক কে?
    উত্তরঃ- কবি বিজয়গুপ্ত
  • ইন্ডিকা এর লেখক কে?
    উত্তরঃ- মেগাস্থিনিস
  • তুজুকি বাবর এর লেখক কে?
    উত্তরঃ- বাবর
  • হুমায়ুন নামা এর লেখক কে?
    উত্তরঃ- গুলবদন
  • তুজুক-ই-জাহাঙ্গীর এর লেখক কে?
    উত্তরঃ- জাহাঙ্গীর
  • আকবরনামা এর লেখক কে?
    উত্তরঃ- আবুল ফজল
  • তহকিক-ই-হিন্দ এর লেখক কে?
    উত্তরঃ- আল বেরুনী
  • রাহেলা এর লেখক কে?
    উত্তরঃ- ইবনে বতুতা
  • কথাসরিৎসাগর এর লেখক কে?
    উত্তরঃ- সোমা দেব ভট্ট
  • মৃচ্ছকটিক এর লেখক কে?
    উত্তরঃ-  শূদ্রক
  • কিরান-উস-সাদাহীন এর লেখক কে?
    উত্তরঃ- আমির খসরু
  • চৈতন্যচরিতামৃত এর লেখক কে?
    উত্তরঃ- কৃষ্ণদাস কবিরাজ
  • লাইফ ডিভাইন এর লেখক কে?
    উত্তরঃ- অরবিন্দ ঘোষ
  • ডিভাইন কমেডি এর লেখক কে?
    উত্তরঃ- দান্তে
  • ব্রহ্মসিদ্ধান্ত এর লেখক কে?
    উত্তরঃ- ব্রহ্মগুপ্ত
  • ভারত আত্মা এর লেখক কে?
    উত্তরঃ- বিপিনচন্দ্র পাল।
  • তবকাত-ই-নাসিরী  এর লেখক কে?
    উত্তরঃ- মিনহাজ উস সিরাজ
  • মহাভাষ্য এর লেখক কে?
    উত্তরঃ- পতঞ্জলি
  • সত্যার্থ প্রকাশ এর লেখক কে?
    উত্তরঃ- স্বামী দয়ানন্দ সরস্বতী :
  • চণ্ডীমঙ্গল এর লেখক কে?
    উত্তরঃ- মুকুন্দরাম
  • বৃহৎ সংহিতা এর লেখক কে?
    উত্তরঃ- বরাহমিহির

এটিও পড়ুন – ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য

  • কাদম্বরী এর লেখক কে?
    উত্তরঃ- বানভট্ট
  • চন্দ্রচূড় এর লেখক কে?
    উত্তরঃ- উমাপতি ধর
  • দানসাগর, অদ্ভুতসাগর এর লেখক কে?
    উত্তরঃ- বল্লাল সেন।
  • পবনদূত এর লেখক কে?
    উত্তরঃ- ধোয়ী।
  • গীতগোবিন্দ এর লেখক কে?
    উত্তরঃ- জয়দেব
  • অষ্টাধায়ী এর লেখক কে?
    উত্তরঃ- পাণিনি
  • প্রজ্ঞা পারমিতা এর লেখক কে?
    উত্তরঃ- অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান
  • এলাহাবাদ প্রশস্তি এর লেখক কে?
    উত্তরঃ- হরিসেন
  • পঞ্চসিদ্ধান্তিকা এর লেখক কে?
    উত্তরঃ- বরাহমিহির
  • বি ক্রমাংক দেব চরিত এর লেখক কে?
    উত্তরঃ- বিলহন
  • সফরনামা এর লেখক কে?
    উত্তরঃ- ইব্রাহিম কাইয়ুম।
  • সি-ইউ-কি এর লেখক কে?
    উত্তরঃ-  হিউয়েন সাঙ,
  • পারমিতা, মাধ্যমিক সূত্র এর লেখক কে?
    উত্তরঃ- নাগার্জূন
  • হর্ষচরিত এর লেখক কে?
    উত্তরঃ- বানভট্ট।
  • পোলধ্যায়, সূর্যসিদ্ধান্ত এর লেখক কে?
    উত্তরঃ- আর্যভট্ট
  • বর্তমান ভারত এর লেখক কে?
    উত্তরঃ- স্বামী বিবেকানন্দ
  • প্রাচ্য ও পাশ্চাত্য এর লেখক কে?
    উত্তরঃ- স্বামী বিবেকানন্দ
  • পরিব্রাজক এর লেখক কে?
    উত্তরঃ- স্বামী বিবেকানন্দ
  • তারিখ-ই-ফিরোজশাহী এর লেখক কে?
    উত্তরঃ- বাদাউনি
  •  অন্নদামঙ্গল এর লেখক কে?
    উত্তরঃ- ভারতচন্দ্র রায়গুণাকর
  • বিদ্যাসুন্দর এর লেখক কে?
    উত্তরঃ- ভারতচন্দ্র রায়গুণাকর
  • বাসবদত্তা এর লেখক কে?
    উত্তরঃ- মহাকবি সুবন্দু
  • ব্রহ্মসিদ্ধান্ত এর লেখক কে?
    উত্তরঃ- ব্রগুপ্ত
  • অর্থশাস্ত্র এর লেখক কে?
    উত্তরঃ-  কৌটিল্য
  • চরক সংহিতা এর লেখক কে?
    উত্তরঃ- চরক
  • কীর্তি কৌমুদী এর লেখক কে?
    উত্তরঃ-সোমেশ্বর
  • অভিধান এর লেখক কে?
    উত্তরঃ- অমর সিংহ
  • মালবিকাগ্নিমিত্রম এর লেখক কে?
    উত্তরঃ- কালিদাস
  • কুমারসম্ভব, রঘুবংশ এর লেখক কে?
    উত্তরঃ- কালিদাস
  • মেঘদূত, ঋতুসংহার এর লেখক কে?
    উত্তরঃ- কালিদাস

জেনে নিন – President Pranab Mukherjee Short Biography

This Post Has One Comment

Leave a Reply