You are currently viewing কথাসাহিত্য ও ছোটগল্পের তালিকা PDF সহ? (Fiction and short stories)
কথাসাহিত্য ও ছোটগল্পের তালিকা PDF সহ

কথাসাহিত্য ও ছোটগল্পের তালিকা PDF সহ? (Fiction and short stories)

কথাসাহিত্য ও ছোটগল্পঃ ছোটগল্প (বিকল্প বানান: ছোট গল্প) কথাসাহিত্যের একটি বিশেষ রূপবন্ধ যা দৈর্ঘ্যে হ্রস্ব, এবং একটি ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত। ছোটগল্পের আকার কী হবে সে সম্পর্কে কোন সর্বসম্মত সিদ্ধান্ত নেই। সব ছোটগল্পই গল্প বটে কিন্তু সব গল্পই ছোটগল্প নয়।।[1]

               কথাসাহিত্য ও ছোটগল্পের তালিকা PDF সহ

ছোট গল্পকার গল্পের নাম
রবীন্দ্রনাথ ঠাকুর শুভা, সমাপ্তি, নষ্টনীড়, দেনাপাওনা, শাস্তি, ছুটি, পোষ্টমাস্টার, বলাই, | ব্যবধান, দালিয়া, কাবুলিওয়ালা, আপদ, নিশীথে, কঙ্কাল, সে, ভিখারিণী, রবিবার, শেষকথা, ল্যাবরেটরী, গিন্নি, হালদার গোষ্ঠী, গুপ্তধন, অতিথি, মাস্টারমশাই ।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

 

বিন্দুর ছেলে, মেজদিদি, দর্পচূর্ণ, রামের সুমতি, বোঝা, লালু, অভাগীর স্বর্গ, বিচার, পরেশ, আধারে আলো, কোরেল, মন্দির, দেওঘরের স্মৃতি, হরিচরণ, আলো ও ছায়া, একাদশ বৈরাগী, মহেশ ।
প্রভাতকুমার মুখোপাধ্যায় দেবী, মাতৃহীন, খোকার কান্ড, আদরিনী, কুড়ানো মেয়ে, কাশীবাসিনী, ফুলের মূল্য, হীরালাল, বলবান জামাতা, পোষ্টমাস্টার, প্রণয়-পরিণাম, বি.এ. পাশ কয়েদী ।
নারায়ন গঙ্গোপাধ্যায় বীতংস, হাড়, টোপ, নব্রুচরিত, সৈনিক, রেকর্ড, বনতুলসী, ইতিহাস, ভাঙা-চশমা, জান্তব, দুঃশাসন, দুর্ঘটনা, বন-জ্যোৎস্না, ফলশ্রুতি ।
বিভূতিভূষণ মুখোপাধ্যায় রানুর প্রথম ভাগ, বরযাত্রী, সার্টিফিকেট, পীতু, কুইনঅ্যান, চৈতালী, বর্ষায়, হৈমন্তী, সম্পত্তি ।
বনফুল/বলাইচাঁদ

মুখোপাধ্যায়

মানুষ, বুধী, বিদ্যাসাগর, ক্যানভাসার, অক্ষমের আত্মকথা, তাজমহল, তিলোত্তমা, ছোটোলোক, দুধের দাম, নাথুনির মা ।
প্রেমেন্দ্র মিত্র

 

শুধু কেরাণী, পোনাঘাট পেরিয়ে, মোটবারো, পুন্নাম, ভবিষ্যতের ভার, সাগরসঙ্গম, কুয়াশায়, হয়তো, মহানগর, স্টোভ ।
জগদীশ গুপ্ত পয়োমুখম, হাড়, শঙ্কিতা অভয়া, অরুপের রাস, রসাভাস ।
রাজশেখর বসু

 

লম্বকর্ণ, কচিসংসদ, গা-মানুষ জাতির কথা, ভূশণ্ডীর মাঠ, হনুমানের স্বপ্ন, বিরিঞ্চিবাবা, জাবালি · স্বয়ম্বরা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড ।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না, তারিনী মাঝি, ডাইনী, রসকলি, কালাপাহাড়, জলসাঘর, অগ্রদানী, নারী  ও নাগিনী ।

 

মানিক বন্দ্যোপাধ্যায় আত্মহত্যার অধিকার, প্রাগৈতিহাসিক, হারানের নাতজামাই, সরীসৃপ, শিল্পী, দুঃশাসনীয় ।

 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁইমাচা, মেঘমল্লার, মৌরীফুল, যাত্রা-বদল ।

 

সমরেশ বসু আদাব, পাড়ি, কিমলিস ।

এটিও জেনে নিনঃ- একাদশীর উপবাস এর সময় তালিকা 2022 হইতে 2023 পর্যন্ত

File Name: কথাসাহিত্য ও ছোটগল্পের তালিকা PDF সহ

File Format: PDF

PDF File Name: কথাসাহিত্য ও ছোটগল্পের তালিকা PDF সহ

Total Page: 1

PDF Size:385 KBPS

Download Link: –[কথাসাহিত্য ও ছোটগল্প]

This Post Has One Comment

Leave a Reply