কলকাতা বা কোলকাতা ([kolkata] () হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। দক্ষিণ এশিয়ায় কলকাতা ৩য় বৃহৎ অর্থনীতির শহর।[১]
কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য ও তার তালিকা PDF সহ
স্থাপত্য | নক্সা-পরিকল্পনা | অন্যান্য তথ্য |
কলকাতা যাদুঘর (১৯৩৭) | ওয়াল্টার বি গ্রানভিল (নক্সা) | স্তম্ভগুলি কোরাস্থিয়ান রীতিতে নির্মিত। |
বসু বিজ্ঞান মন্দির (১৯১৭) | জগদীশ চন্দ্র বসু (পরিকল্পনা) | রবীন্দ্রনাথ ঠাকুর উদ্বোধন করেন। |
এশিয়াটিক সোসাইটি (১৭৮৪) | ক্যাপ্টেন লক (নক্সা), উইলিয়াম্ জোনস (প্রতিষ্ঠাতা, সভাপতি) | এই প্রতিষ্ঠানে ১৯১৪ সালে ভারতের কংগ্রেসের গোড়াপত্তন হয়। |
জি.পি.ও (১৮৬৪) | ওয়াল্টার গ্রানভিল (স্থপতি) | নব্য ক্লাসিক্যাল স্থাপত্য নিদর্শন। |
জব চার্নকের সমাধি (১৬৯৫) | চার্লস আয়ার (নির্মাতা)-চার্নকের জামাতা | রোমান ভাষ্কর্যের অনুকরণে নির্মিত। |
আর্মেনিয়াম গীর্জা | পারস্যের গ্যাভস্তের (স্থপতি) | কলকাতার প্রাচিনতম গীর্জা। |
শহিদ মিনার (১৮৪৮) |
চার্লস নোয়েল রবিনসন (নক্সা) |
উচ্চতা ১৫২ ফুট, সিঁড়ির ধাপ ২১৮ টি মিশরীয় শিল্পরীতিতে নির্মিত। |
রাজভবন (১৮০৩) | রবার্ট অ্যাডাম (নির্মাতা) | বর্তমান রাজ্যপালের বাসভবন। |
সেন্ট এন্ড্রুজ গীর্জা | ড. ব্রাইস (পরিকল্পনা ও প্রতিষ্ঠাতা) | ভিত্তিপ্রস্তর করেন লর্ড হেস্টিংস স্তম্ভগুলি গ্রীসের ডোরিস প্রদেশের শিল্পরীতিতে তৈরি। |
অ্যালবার্ট হল | কেশবচন্দ্র সেন (উদ্যোক্তা) | ব্রিটিশ যুবরাজের কলকাতাকে স্মরণীয় করার জন্য তৈরি করা হয়েছিল। |
মহাজাতি সদন (১৯৩৯) | সুভাষচন্দ্র বসু (উদ্যোক্তা) | ভিত্তিপ্রস্তর করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ‘জাতীয় নিকেতন’ বলে চিহ্নিত। |
এটিও জেনে নিনঃ ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করার নিয়ম
File Name: কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য ও তার তালিকা PDF সহ
File Format: PDF
PDF File Name: কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য ও তার তালিকা PDF সহ
PDF File Size:345 KBPS
No of Page:01
Download Link: কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য