কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য ও তার তালিকা PDF সহ

কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য ও তার তালিকা PDF সহ।(Notable architecture of Kolkata and its list with PDF)1

কলকাতা বা কোলকাতা ([kolkata] (এই শব্দ সম্পর্কে) হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। দক্ষিণ এশিয়ায় কলকাতা ৩য় বৃহৎ অর্থনীতির শহর।[১]

কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য ও তার তালিকা PDF সহ

                       স্থাপত্য                   নক্সা-পরিকল্পনা                     অন্যান্য তথ্য
কলকাতা যাদুঘর (১৯৩৭) ওয়াল্টার বি গ্রানভিল (নক্সা) স্তম্ভগুলি কোরাস্থিয়ান রীতিতে নির্মিত।
বসু বিজ্ঞান মন্দির (১৯১৭) জগদীশ চন্দ্র বসু (পরিকল্পনা) রবীন্দ্রনাথ ঠাকুর উদ্বোধন করেন।
এশিয়াটিক সোসাইটি (১৭৮৪) ক্যাপ্টেন লক (নক্সা), উইলিয়াম্ জোনস (প্রতিষ্ঠাতা, সভাপতি) এই প্রতিষ্ঠানে ১৯১৪ সালে ভারতের কংগ্রেসের গোড়াপত্তন হয়।
জি.পি.ও (১৮৬৪) ওয়াল্টার গ্রানভিল (স্থপতি) নব্য ক্লাসিক্যাল স্থাপত্য নিদর্শন।
জব চার্নকের সমাধি (১৬৯৫) চার্লস আয়ার (নির্মাতা)-চার্নকের জামাতা রোমান ভাষ্কর্যের অনুকরণে নির্মিত।
আর্মেনিয়াম গীর্জা পারস্যের গ্যাভস্তের (স্থপতি) কলকাতার প্রাচিনতম গীর্জা।
 

শহিদ মিনার (১৮৪৮)

 

চার্লস নোয়েল রবিনসন (নক্সা)

উচ্চতা ১৫২ ফুট, সিঁড়ির ধাপ ২১৮ টি মিশরীয় শিল্পরীতিতে নির্মিত।
রাজভবন (১৮০৩) রবার্ট অ্যাডাম (নির্মাতা) বর্তমান রাজ্যপালের বাসভবন।
সেন্ট এন্ড্রুজ গীর্জা ড. ব্রাইস (পরিকল্পনা ও প্রতিষ্ঠাতা) ভিত্তিপ্রস্তর করেন লর্ড হেস্টিংস স্তম্ভগুলি গ্রীসের ডোরিস প্রদেশের শিল্পরীতিতে তৈরি।
অ্যালবার্ট হল কেশবচন্দ্র সেন (উদ্যোক্তা) ব্রিটিশ যুবরাজের কলকাতাকে স্মরণীয় করার জন্য তৈরি করা হয়েছিল।
মহাজাতি সদন (১৯৩৯) সুভাষচন্দ্র বসু (উদ্যোক্তা) ভিত্তিপ্রস্তর করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ‘জাতীয় নিকেতন’ বলে চিহ্নিত।

 

এটিও জেনে নিনঃ ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করার নিয়ম

File Name: কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য ও তার তালিকা PDF সহ

File Format: PDF 

PDF File Name: কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য ও তার তালিকা PDF সহ

PDF File Size:345 KBPS

No of Page:01

Download Link: কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য

 

Leave a Reply