কালিয়াগঞ্জ কলেজে ভর্তির আবেদন Kaliyaganj Collage

কালিয়াগঞ্জ কলেজে ( কালিয়াগঞ্জ কলেজ ভর্তির আবেদন শুরু Kaliyaganj Collage:) কালিয়াগঞ্জ কলেজ [Kaliyaganj Collage ] ভর্তির আবেদন শুরু হয়েছে। যারা এই কলেজে ভর্তি হতে ইছুক তাদের ভর্তির বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হল। এবছরে ভর্তি শুরু হয়েছে – ১০ আগস্ট ২০২০ এবং ভর্তির আবেদন শেষ হবে 24/08/2020 মধ্যরাত্রি পর্যন্ত।।

ফর্ম ফিলাপ পদ্ধতি

 ১) ইনটারনেটে কলেজের Website খুলে onlineadmission button-এ ক্লিক করে অথবা কিংবা এখানে ক্লিক করেও আবেদন করতে পারবেন।  ভর্তির বিশদ তথ্যাবলী জেনে নিতে হবে ‘Application Procedure‘-এ ক্লিক করে৷

২) Apply Online এ ক্লিক করলে দুটো Option button আসবে। Apply in Honours এবং Apply in General’। প্রয়ােজন অনুযায়ী Option button-এ ক্লিক করতে হবে। এবারে পছন্দমত Application Form আসবে।

অনলাইনে কালিয়াগঞ্জ কলেজে ভর্তির আরও তথ্য এখানে। 

ভর্তির সময় কী কী লাগবে?

  • Photo
  • documents বা external কোনাে source থেকে Photo এবং অন্যান্য documents browse করে Paste করতে হবে।
  • জন্ম তারিখ বসানাের সময় সতর্ক থাকতে হবে। কারণ, ফর্ম সাবমিট (submit) করার পর Form Correction বাটন ক্লিক করে অন্যান্য বিষয় সংশােধনের সুযােগ থাকলেও জন্মতারিখ সংশােধন করার সুযােগ থাকবে না।

ভর্তির যাবতীয় গাইডলাইন এখানে

গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ

মেধা তালিকা প্রকাশিত হবে?

  • অস্থায়ী মেধা তালিকা 26/08/2020 তারিখ বেলা ১১ টার পর। ( Provisional Merit List Published on 26/08/2020 after 11-00 A.M. )

চুরন্ত মেধা তালিকা প্রকাশ

  • চূড়ান্ত মেধা তালিকা 28/08/2020 তারিখ। (Final Merit List Published on 28/08/2020 after 11-00 A.M)

ই-কাউন্সেলিং হবে?

  • ই-কাউন্সেলিং শুরু হবে 28/08/2020 বেলা 1-00 পর। (E-counselling will be start on 28/08/2020 after 1-00 P.M.)

কোন আপত্তি থাকলে

  • কোন আপত্তি থাকলে জানাতে পারবেন ২৭ আগস্ট ২০২০ ( Objection if any on 27/08/2020 upto 5-00 P.M)

অন্যন্য তথ্য

  • কলেজের অন্যন্য যাবতীয় তথ্য ( নোটিস ) জানতে পারবেন এখানে।
  • Payment Status জনাতে পারবেন এখানে।
  • ফর্ম সংশোধন করতে ( Form Correction) করতে পারবেন এখানে। 
  • মেরিট লিস্ট ( Merit List) জানতে পারবেন এখানে।
  • ভর্তির কোড ( Know Your Admission Code) জানতে পারবেন এখানে।
  • অনলাইনে ভর্তি হওয়ার ওয়েবসাইট – http://onlineadmissionkaliyaganjcollege.org.in/

Courses of Study :The Subjects offered for Science, Arts and Commerce streams 

For any queries contact us at the following address:

For any queries of the Form fill-up –

Phone : (03523) – 258030 / 258100
Mobile : 8759331010 / 9563629275 / 8016958075 / 9434305624
Fax : (03523) – 258030
Website : kaliyaganjcollege.ac.in
e-mail : [email protected]
Dr. Pijush Kumar Das, Principal, Kaliyaganj Colleg

Kaliyagnaj Collage Online Admission

Official Website: http://www.kaliyaganjcollege.ac.in

Online Admission Website: http://onlineadmissionkaliyaganjcollege.org.in/

ট্যাগঃ কালিয়াগঞ্জ কলেজে ভর্তি শিক্ষা বর্ষ – ২০২০, কালিয়াগঞ্জ কলেজে ভর্তির আবেদন।

Leave a Reply