You are currently viewing 2022 কালী পূজার সময় ও তারিখ, শ্রী শ্রী মা শ্যাম পূজার সময় ও সুচি

2022 কালী পূজার সময় ও তারিখ, শ্রী শ্রী মা শ্যাম পূজার সময় ও সুচি

কালী পূজার সময়ঃ কালী পূজা কী? কালীপূজা বা শ্যামাপূজা হিন্দু দেবী কালীর পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। প্রধানত বাঙালি হিন্দুদের মধ্যে এই উৎসব উপলক্ষে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষিত হয়। বাংলায় গৃহে বা মন্দিরে প্রতিষ্ঠিত কালীপ্রতিমার নিত্যপূজা হয়ে থাকে। কার্ত্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত সাংবাৎসরিক দীপান্বিতা কালীপূজা বিশেষ জনপ্রিয়। এই দিন আলোকসজ্জা ও আতসবাজির উৎসবের মধ্য দিয়ে সারা রাত্রিব্যাপী কালীপূজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দীপান্বিতা কালীপূজার দিনটিতে ভারতের অন্যান্য জায়গায় দীপাবলি উৎসব পালিত হয়। সর্বভারতীয় ক্ষেত্রে এই দিন লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হলেও বাঙালি, অসমীয়া ও ওড়িয়ারা এই দিন কালীপূজা করে থাকেন। এছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ফলহারিণী কালীপূজাও যথেষ্ট জনপ্রিয়। সোর্স – উইকিপিডিয়া.

কালী পূজার সময় ও তারিখ

2022 সালে কালী পূজা হবে 24 অক্টোবর রোজ সোমবার (Kali Puja on Monday, October 24, 2022) নিম্নে মা শ্যমা পূজা ( কালীপূজার ) সময় ও তিথি শেয়ার করা হল। [ ২০২২ কালী পূজার সময় ও তারিখ , শ্রী শ্রী মা শ্যাম পূজার সময় ও সুচি ]

2022 কালী পূজার সময় ও তারিখ

উৎসবের নাম উৎসবের বার উৎসবের দিন
কালী পুজা সোমবার ২৪ অক্টোবর, ২০২২
২০২২ মা শ্যামা পূজার তারিখ 
Kali Puja Nishita Time – 11:40 PM to 12:31 AM, Oct 25
Duration – 00 Hours 51 Mins
Amavasya Tithi Begins – 05:27 PM on Oct 24, 2022
Amavasya Tithi Ends – 04:18 PM on Oct 25, 2022

2021 কালী পূজার সময় ও তারিখ

উৎসবের নাম উৎসবের বার উৎসবের দিন
কালী পুজা বৃহস্পতিবার 4 নভেম্বর, ২০২১
২০২০ মা শ্যামা পূজার তারিখ 

14 November 2020 (Sunday)

শ্যামা পূজার সময়ঃ 
কালী পূজার নিশি সময় ( Kali Puja Nishita Time )  = 22:55 to 23:45
Duration = 0 Hours 50 Mins
Amavasya Tithi Begins = 12:23 on 27 October 2019
Amavasya Tithi Ends = 09:08 on 28 October 2019

এখানে ২০২২ কালী পূজার সময় ও তারিখ , শ্রী শ্রী মা শ্যাম পূজার সময় ও সুচি

Leave a Reply