You are currently viewing খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর

খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর

খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই পোষ্ট। আপনারা যারা খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর লেখা খুঁজছেন আশা করি এই পোষ্ট তাদের খুব কাজে আসবে। খেলাধুলার কথা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর পার্ট ১ এখানে [ এটিও পড়ুন – ভারতীয় ইতিহাস সম্পর্কিত জিকে । 

 

খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্ন : রাজীব খেলরত্ন পেলেন কে?
উত্তরঃ সাইনা নেহওয়াল, ২০১০।
প্রশ্ন : ২০১০ সালে এশিয়া কাপ জয়ী কারা?
উত্তর : ভারত, শ্রীলঙ্কাকে হারিয়ে।
প্রশ্ন : টেস্টে প্রথম ৫০০ উইকেট লাভ করেন কোন ভারতীয়?
উত্তর : অনিল কুম্বলে।
প্রশ্ন : প্রথম মহিলা এশিয়া কাপ হকি জেতে কারা?
উত্তর : ভারত ১-০ গোলে জাপানকে হারিয়ে জেতে (২০০৪)।
প্রশ্ন : বিশ্ববিখ্যাত ফুটবল সম্রাট ব্রাজিলের পেলে কলকাতায় কবে খেলেন ?
উত্তর ঃ ১৯৭৭ সালে মোহনবাগানের বিরুদ্ধে ইডেন মাঠে কসমস ক্লাবের হয়ে খেলেছিলেন?
প্রশ্ন : একদিনের ক্রিকেটে প্রথম ৪০০ রান করে কোন্ কোন দল?
উত্তর : অস্ট্রেলিয়া প্রথমে ৪৩৪/৪ করে, জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৩৮/৯ করে।
প্রশ্ন : একদিনের ম্যাচে সবচেয়ে বেশী রান করে কোন্ দল?
উত্তরঃ শ্রীলঙ্কার ৪৪৩ রান নেদারল্যান্ডের বিরুদ্ধে।
প্রশ্ন : কোন ভারতীয় মহিলা ক্রিকেটার প্রথম দশ উইকেট নেন টেস্টে?
উত্তরঃ ঝুলন গোস্বামী ইংল্যান্ডের বিরুদ্ধে। (৫+৫) উইকেট।
প্রশ্ন : ২০১০ সালে কোন দুই বাঙালি এভারেস্ট শীর্যে ওঠেন?
উত্তর ঃ বসন্ত সিংহরায় ও দেবাশীষ বিশ্বাস।

প্রশ্ন : সর্বকনিষ্ঠ এভারেস্ট জয়ী কে?
উত্তর : মার্কিন কিশাের জর্ডন রােমেরাে। মাত্র ১৩ বছর বয়সে।
প্রশ্ন : বর্তমানে আই. সি. সি. প্রেসিডেন্ট কে?
উত্তর : ভারতের শারদ পাওয়ার। প্রশ্ন : ২০১১ সালে ভারতীয় ক্রিকেট দলের কোচ হলেন কে?
উত্তরঃ জিম্বাবুয়ের প্রাক্তন খেলোয়াড় ডানকান ফ্লেচার।

এটিও পড়ুন – খেলাধুলার কথা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

প্রশ্ন : জাতীয় ফুটবলে পরপর ৬বার সন্তোষ ট্রফি জয় করে কোন দল?
উত্তর : বাংলা। মােট ৩১ বার জয় করে (২০১১)।
প্রশ্ন : ভারতের সেরা দাবা খেলোয়াড় ?
উত্তরঃ বিশ্বনাথন আনন্দ।
প্রশ্ন : ২০১০ এর বিশ্বকাপ ফুটবলের সেরা তারকা কে?
উত্তর : উরুগুয়ের দিয়েগো ফরলান।
প্রশ্ন : কোন ক্রিকেটারকে ‘দ্বিতীয় ডন বলা হচ্ছে?
উত্তর : ভারতের সচিন তেন্ডুলকরকে।
প্রশ্ন ঃ বাস্কেটবলের রাজকুমার কাকে বলা হয়?
উত্তরঃ বাস্কেট খেলার জীবন্ত কিংবদন্তি বলা হয় মাইকেল জর্ডনকে।
প্রশ্ন : প্রথম কোন ভারতীয় দল এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয় ?
উত্তর : কলকাতার ইস্টবেঙ্গল। থাইল্যান্ডের বেক তেরাে সাসানাকে সালে চ্যাম্পিয়ন হয়।
প্রশ্ন : ২০১০ এর কমনওয়েলথ গেমস কততম ? কোথায় হয়?
উত্তর : ১৯তম। দিল্লীতে হয়।
প্রশ্ন : উইজডেনের বিচারে ভারতের বিংশ শতাব্দীর সেরা ক্রিকেটার কে?
উত্তর : কপিলদেব রামলাল নিখাঞ্জ।
প্রশ্ন : টেস্টে ৩০০ রানকারী প্রথম ভারতীয় কে?
উত্তর ও বীরেন্দ্র শেওয়াগ। ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুলতানে টেস্টে সেওয়াগ ৩০৯ রান করেন প্রথম ইনিংসে।
প্রশ্ন : গত এশিয়ান গেমস কোথায় হল?
উত্তর ঃ ২০১০ সালে চীনের গুয়াংঝুতে।
প্রশ্ন : প্রথম অ্যাফ্রো-এশিয়ান গেমস কোথায় হয়?
উত্তর ও ২০০৩ সালে ভারতের হায়দরাবাদে।
প্রশ্ন : টেস্ট ও একদিনের ক্রিকেট মিলে প্রথম ২৫০০০ রান কে করেন?

উত্তর ও সচিন তেন্ডুলকর।।

এটিও পড়ুন-  ভারতীয় ইতিহাস সম্পর্কিত জিকে

প্রশ্ন : ২০১০ সালে কোন কোন ক্রিকেটার ও ফুটবলার অর্জুন পান।
উত্তর ঃ ঝুলন গোস্বামী (ক্রিকেট) ও দীপক মণ্ডল (ফুটবল)।
প্রশ্ন : ২০১১ সালে সত্তোষ ট্রফি জয় করে কারা? রানার্স কারা?
উত্তর : বাংলা (৩১ বার)। রানার্স মণিপুর।
প্রশ্ন :মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ভারতের অধিনায়ক কে?
উত্তর ঃ ঝুলন গোস্বামী।
প্রশ্ন :২০১১ বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দি সিরিজ হন কে?
উত্তর : ভারতের যুবরাজ সিং। এছাড়াও চারবার ম্যাচের সেরা হন।
প্রশ্ন : ২০১০ কমনওয়েলথ গেমসে সেরা খেলোয়াড় কে?
উত্তরঃ ভারতের গগন নারাং।
প্রশ্ন :  ১১৫তম আই. এফ. এ. শীল্ড, জয় করে কারা ?
উত্তরঃ গােয়ার চার্চিল ব্রাদার্স। শীল্ড জয়ের শতবর্ষে মোহনবাগান রানার্স হয়। ৪র্থ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন ও রানার্স কারা?
উত্তর ঃ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন, ড্যানিয়েল ভিট্টোরির নেতৃত্বাধীন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রানার্স।
প্রশ্ন :  ২০১১ জাতীয় লীগ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দল?
উত্তরঃ  সালগাঁওকর।
এগুলিও পড়ুন –

ট্যাগঃ খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর, জেনে নিন খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর, না জানলে জেনে নিন খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর, ডাউনলোড খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর, খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF, খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর 2020

This Post Has 2 Comments

  1. Raju patra

    mahalaya 9 তারিখে না 19 তারিখে?একটু বুঝে শুনে পোস্ট দেওয়া ভালো,কারণ এটা অনেকে দেখে অনেকে বিশ্বাস করে!ধন্যবাদ!!!

  2. Ajoy Ghosh

    মাঁ দুর্গা কে আমার শত শত প্রণাম ।

Leave a Reply