প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতিঃ জীববিজ্ঞানে অঙ্গ (Organ বা যন্ত্র) হলো একগুচ্ছ কলা যা নির্দিষ্ট একটি বা অনেকগুলি কাজ সম্পন্ন করে। সাধারণত কলা সমূহ প্রধান ও স্পোরাডিক কলায় বিভক্ত। প্রধান কলা হলো ওই সকল কলা যারা কোন অঙ্গের জন্য নির্দিষ্ট। যেমন, হৃৎপিণ্ডের প্রধান কলা হলো হৃৎপেশী। অন্যদিকে স্পোরাডিক কলাসমূহ হলো স্নায়ু, রক্ত, যোজক কলা ইত্যাদি।
চলন ও গমন কাকে বলে
একই স্থানে অবস্থান করে জীবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে। অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের স্থানান্তরণকে গমন বলে।
প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি তালিকা PDF সহ
প্রাণীর নাম | গমন অঙ্গ | গমন পদ্ধতি |
অ্যামিবা | ক্ষণপদ | অ্যামিবয়েড গতি |
টিকটিকি | পা | ক্রলিং |
শামুক | মাংসল পদ | স্লিপিং |
তারামাছ | টিউব ফিট | লুপিং |
ব্যাঙ | পা | ক্রলিং, সাঁতার, লাফিয়ে চলা |
কেঁচো | সিটা | ক্রিপিং লুপিং, সামার সল্টিং ফ্ল্যাজেলা গতি |
হাইড্রা | কর্ষিকা | গমন পদ্ধতি |
ইউগ্লিনা | ফ্ল্যাজেলা | অ্যামিবয়েড গতি |
প্যারামিসিয়াম | সিলিয়া | সিলিয়ারি চলন |
হাইড্রা | কর্সিকা | লুপিং ও সমারসল্টিং |
কেঁচো | সিটি | ক্রিপিং |
আরশোলা | পা ও ডানা | ফ্লাইং ও ওয়াকিং |
শামুক | মাংসল পদ | স্লিপিং |
তারা মাছ | নালী পদ | লুপিং |
মাছ | পাখনা | সন্তরণ |
ব্যাঙ | পা | লিপিং, সুইমিং, ক্রলিং |
পাখী | পা ও ডানা | ফ্লাইং, ওয়াকিং |
মানুষ | পা ও হাত | ওয়াকিং, রানিং, সুইমিং, ক্রলিং |
এটিও পড়ুন – অভিব্যক্তি বা বিবর্তন সম্পর্কিত প্রশ্ন উত্তর ও PDF সহ
Pingback: ভারতের ব্যাঘ্র প্রকল্প এর তালিকা - KmdInfo