You are currently viewing প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি তালিকা PDF সহ
huge

প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি তালিকা PDF সহ

প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতিঃ জীববিজ্ঞানে অঙ্গ (Organ বা যন্ত্র) হলো একগুচ্ছ কলা যা নির্দিষ্ট একটি বা অনেকগুলি কাজ সম্পন্ন করে। সাধারণত কলা সমূহ প্রধান ও স্পোরাডিক কলায় বিভক্ত। প্রধান কলা হলো ওই সকল কলা যারা কোন অঙ্গের জন্য নির্দিষ্ট। যেমন, হৃৎপিণ্ডের প্রধান কলা হলো হৃৎপেশী। অন্যদিকে স্পোরাডিক কলাসমূহ হলো স্নায়ু, রক্ত, যোজক কলা ইত্যাদি।

চলন ও গমন কাকে বলে

একই স্থানে অবস্থান করে জীবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে। অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের স্থানান্তরণকে গমন বলে।

প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি তালিকা PDF সহ

প্রাণীর নাম গমন অঙ্গ গমন পদ্ধতি
অ্যামিবা ক্ষণপদ অ্যামিবয়েড গতি
টিকটিকি পা ক্রলিং
শামুক মাংসল পদ স্লিপিং
তারামাছ টিউব ফিট লুপিং
ব্যাঙ পা ক্রলিং, সাঁতার, লাফিয়ে চলা
কেঁচো সিটা ক্রিপিং লুপিং, সামার সল্টিং ফ্ল্যাজেলা গতি
হাইড্রা কর্ষিকা গমন পদ্ধতি
ইউগ্লিনা ফ্ল্যাজেলা অ্যামিবয়েড গতি
প্যারামিসিয়াম সিলিয়া সিলিয়ারি চলন
হাইড্রা কর্সিকা লুপিং ও সমারসল্টিং
কেঁচো সিটি ক্রিপিং
আরশোলা পা ও ডানা ফ্লাইং ও ওয়াকিং
শামুক মাংসল পদ স্লিপিং
তারা মাছ নালী পদ লুপিং
মাছ পাখনা সন্তরণ
ব্যাঙ পা লিপিং, সুইমিং, ক্রলিং
পাখী পা ও ডানা ফ্লাইং, ওয়াকিং
মানুষ পা ও হাত ওয়াকিং, রানিং, সুইমিং, ক্রলিং

এটিও পড়ুন – অভিব্যক্তি বা বিবর্তন সম্পর্কিত প্রশ্ন উত্তর ও PDF সহ

This Post Has One Comment

Leave a Reply