চাকুরীর জন্য এখনো যেসব পদে আবেদন করতে পারবেনঃ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের চাকুরীর জন্য এখনো যেসব পদে আবেদন করতে পারবেন তার তালিকা প্রকাশ করা হল। প্রয়োজনে উক্ত তলিকাটি PDF ডাউনলোড করে রেখে দিতে পারেন। এর আগের সপ্তাহে কোন কোন পদে দরখাস্ত নেওয়া হচ্ছিল না দেখে থাকলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন।
| পদ | যোগ্যতা | শেষ তারিখ | ওয়েবসাইট |
| ডি. আর. ডি. ও তে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস | গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা | ১৪-১০-২০ | www.drdo.gov.in |
| ইন্ডিয়ান অয়েলে আফিসার ও ইঞ্জিনিয়ার | গ্র্যাজুয়েট | – | www.iocl.com |
| রেলে হল্ট এজেন্ট | মাধ্যমিক পাস | ১৮-১০-২০ | www.er.indianrailways.gov.in |
| চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার রিসার্চ স্টেনো, সুপারভাইজার | – | ৩১-১০-২০ | www.cnci.org.in |
| বোম্বে হাই কোর্টে সিস্টেম অফিসার | গ্র্যাজুয়েট | ৮-১০-২০ | www.bhc.gov.in |
| নেভিতে ক্যাডেট অফিসার | উচ্চ মাধ্যমিক | ২০-১০-২০ | www.joinindiannavy.gov.in |
| সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউটে অ্যাসিস্ট্যান্ট | ডিপ্লোমা, গ্র্যাজুয়েট | ২৫-১০-২০ | www.cmpdi.co.in |
| মিশ্ৰ ধাতু নিগমে অ্যাসিস্ট্যান্ট | ডিপ্লোমা | ৩-১০-২০ | https://midhani-india.in |
| সি.এস.আই.আর.-এ প্রােজেক্ট অ্যাসিস্ট্যান্ট | গ্র্যাজুয়েট ডিপ্লোমা | ৯-১০-২০ | www.cimfr.nic.in |
| স্টেট ব্যাঙ্কে অফিসার | গ্র্যাজুয়েট পােস্ট-গ্র্যাজুয়েট | ৮-১০-২০ | www.sbi.co.in |
| ডি.আর.ডি.ও.-তে অ্যাপ্রেন্টিস | আই,টি,আই, | 8-১০-২০ | www.apprenticeshipindia.org |
| বিহার স্টেট মিল্ক কো অপারেটিভে অ্যাসিস্ট্যান্ট | গ্র্যাজুয়েট | ৭-১০-২০ | www.sudha.coop |
| চন্ডিগড় পি.জি.আই.এম.ই. তে সায়েন্টিস্ট-বি | পোস্ট-গ্র্যাজুয়েট | ২-১০-২০ | www.icmr.nic.in |
এটিও পড়ুন – ঐতিহাসিক বই ও লেখকের নামের তালিকা

