চোল বংশঃ চোল রাজবংশ ছিল একটি তামিল রাজবংশ। দক্ষিণ ভারতের কোনো কোনো অঞ্চলে এই সাম্রাজ্যই ছিল সর্বাপেক্ষা দীর্ঘকালীন সাম্রাজ্য। চোল রাজবংশের প্রথম নথিভুক্ত উল্লেখ পাওয়া যায় খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে লিখিত সম্রাট অশোকের শিলালিপিতে। বিভিন্ন অঞ্চলে এই রাজবংশের শাসন খ্রিষ্টীয় ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত স্থায়ী হয়েছিল।
চোল বংশ সম্পর্কিত প্রশ্ন উত্তর
- কার নেতৃত্বে চোল শক্তির উত্থান ঘটে?
উত্তরঃ- বিজয়ালয়ের নেতৃত্বে চোল শক্তির উত্থান ঘটে। - চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর- প্রথম রাজেন্দ্র চোল । - চোলদের অন্যতম কৃতিত্ব কী?
উত্তর- নৌ-শক্তির প্রতিষ্ঠা।
এগুলিও পড়ুন