You are currently viewing জলপাইগুড়ি জেলা সম্পর্কিত 500 প্রশ্ন ও উত্তর

জলপাইগুড়ি জেলা সম্পর্কিত 500 প্রশ্ন ও উত্তর

জলপাইগুড়ি জেলাঃ এই পোষ্টে জলপাইগুড়ি জেলা সম্পর্কিত জানা অজানা ৫০০+ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। উক্ত জেলা সম্পর্কিত প্রশ্ন ও উত্তরগুলি বিভিন্ন চাকরী পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কাজে আসবে।

জলপাইগুড়ি জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ভাগে অবস্থিত। জেলাটির পূর্বে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা,পশ্চিমে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা, উত্তরে ভুটান রাষ্ট্র এবং দক্ষিণে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা এবং বাংলাদেশ-এর পঞ্চগড় জেলা অবস্থিত ।

জলপাইগুড়ি জেলা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রঃ জলপাইগুড়ি জেলার আয়তন কত? উঃ ৬,২২৭ বর্গ কিমি।

প্রঃ জলপাইগুড়ি জেলায় কৃষি জমির পরিমাণ কত?

উঃ প্রতি হাজার হেক্টরে ৩২১.৫১ ভাগ।

প্রঃ জলপাইগুড়ি জেলার সীমানাগুলি লেখ।

উঃ উত্তরে দার্জিলিং ও ভুটান, দক্ষিণে কোচবিহার ও বাংলাদেশ, পূর্বে আসাম রাজ্য ও পশ্চিমে দার্জিলিং জেলা।

প্রঃ জলপাইগুড়ি জেলার লােকসংখ্যা কত?

উঃ ৩৪,০৩,২০৪ জন।

প্র : জলপাইগুড়ি জেলায় সাক্ষর লােকের সংখ্যা কত?

উঃ ১৮,৩৯,০৩৬ জন।

প্রঃ লােকবসতির ঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত?

উঃ ৫৪৭ জন।

প্রঃ জলপাইগুড়ি জেলার জেলা সদর কোনটি? উঃ জলপাইগুড়ি।

প্রঃ জলপাইগুড়ি জেলার মহাকুমা কটি ও কি কি?
উঃ দুটি ; জলপাইগুড়ি (সদর) ও আলিপুরদুয়ার।

প্রঃ জলপাইগুড়ি জেলায় পুরসভা কটি?

উঃ তিনটি।

প্রঃ জলপাইগুড়ি জেলায় কটি থানা ও ব্লক আছে?

উঃ থানা ২২টি ও ব্লক ১৩টি।

প্র : গম উৎপাদনে জলপাইগুড়ি জেলা পশ্চিমবঙ্গের মধ্যে কততম স্থান অধিকার করে?

উ। সপ্তম স্থানে।

প্রঃ কোল ফল উৎপাদনে জলপাইগুড়ি জেলা প্রথম স্থানাধিকারী?

উঃ আনারস।

প্রঃ পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনে জলপাইগুড়ি কোন স্থান অধিকার করে?

উঃ থিতীয়।

প্রঃ জলপাইগুড়ি জেলার কয়েকটি নদীর নাম লেখ।

উঃ তিস্তা, তোর্সা , জলঢাকা, রায়ড়া, মুজনাই, করুলা, পরণা ও নেওড়া।

প্রঃ জলপাইগুড়ি জেলার বাধ প্রকল্প দুটির নাম কি?

উঃ তিস্তা বাঁধ প্রকল্প ও সঙ্গোশ নদী প্রকল্প। প্র। সিপুলা পর্বতের উচ্চতা কত?

উঃ ১৮০০ মিটার।

প্রঃ জলপাইগুড়ি জেলায় কি কি পাহাড় আছে?

উঃ চেঙ্গমারী, লঙ্কাপারহাট, জয়ন্তী।

প্র : জলপাইগুড়ি জেলার অভয়ারণ্যটির নাম লেখ।

উঃ জলদাপাড়া অভয়ারণা।

প্র : জলদাপাড়া অভয়ারণ্যে কি কি প্রণী আছে?

উঃ একশৃঙ্গী গণ্ডার, বাইসন, চিতাবাঘ ও হাতি।

প্র : বক্সাদুয়ার ব্যাঘ প্রকল্পে কি কি প্রাণী দেখা যায় ?

উ : বাঘ, বার্কিং ডিয়ার, চিতল হরিণ, বাইসন ও নানান পাখি।

প্রঃ জলপাইগুড়ি জেলার কয়েকটি দর্শনীয় স্থানের নাম লেখ।

উঃ জলপেশ্বর মন্দির ও বক্সা পাহাড়ে ব্রিটিশ  আমলে তৈরি বন্দীদের দুর্গ।

প্র : জলপাইগুড়ি জেলায় কটি গ্রাম পঞ্চায়েত আছে?

উঃ ১৪৮টি।

প্রঃ দুধ উৎপাদনে জলপাইগুড়ি জেলা কততম স্থানাধিকারী?

উঃ দ্বাদশ

প্রঃ গরুমারা অভয়ারণ্য কোথায় অবস্থিত।

উঃ জলপাইগুড়ি জেলায়।
প্রঃ জলপাইগুড়ি জেলায় সাক্ষরতার হার কত শতাংশ?

উঃ ৬৩.৬২ শতাংশ।

এটিও পড়ুন – দার্জিলিং জেলা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

 

প্রঃ জলপাইগুড়ি জেলার সীমানা উল্লেখ করাে?

উঃ পূর্বে অসম; দক্ষিণে কোচবিহার জেলা ও বাংলাদেশ রাষ্ট্র, উত্তর ও পশ্চিমে দা্জিলিং জেলা ও ভুটান রাষ্ট্র।

প্রঃ জলপাইগুড়ি জেলার আয়তন কত? উঃ ৬,২২৭ বর্গকিমি।

প্রঃ জলপাইগুড়ি জেলার জনসংখ্যা কত?

উঃ ৩৪,০৩,২০৪ জন; পুরুষ—১৭,৫৩, ২৭৮ জন; মহিলা১৬,৪৯,৯২৬ জন।

প্রঃ জলপাইগুড়ি জেলার সাক্ষরতার হার কত?

উঃ ৬৩ ৬২ শতাংশ।

প্রঃ জলপাইগুড়ির প্রাচীন নাম কী ছিল?

উঃ বৈকুণ্ঠপুর।

প্রঃ জলপাইগুড়ি জেলার কয়েকটি পাহাড়ের নাম লেখাে।

উঃ ভুটান সীমান্তে আছে সিলা পর্বত। এছাড়া ভুটানের ডুয়ার্স পর্বতমালার অংশ বিশে আছে চেঙ্গমারী, লঙ্কা পাড়হাট ও জয়ন্তী অঞ্চলে।

প্রঃ জলপাইগুড়ি জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কটি?

উঃ ১৪৮টি।

প্রঃ জলপাইগুড়ি শহরটিকে কোন নদী মাঝামাঝি ভাগ করেছে?

উঃ করলা নদী।

প্রঃ জলপাইগুড়ি জেলার পুরসভা কটি ও কী কী?

উঃ তিনটি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মাল।

প্রঃ জলপাইগুড়ি জেলার কোন্ নদীকে ত্রাসের নদী বলে?

উঃ তিস্তা নদী।

প্রঃ জলপাইগুড়ি জেলার কয়েকটি অভয়ারণ্যের নাম লেখাে।

উঃ জলদাপাড়া অভয়ারণ্য, মূর্তি বনাঞ্চল ও গরুমারা অভয়ারণ্য এবং বব্রদুয়ার ব্যাঘ্র প্রক

প্রঃ জলপাইগুড়ি জেলার কয়েকটি দর্শনীয় স্থানের নাম লেখাে।

উঃ জলপেশ্বর মন্দির ও বক্ৰপাহাড়ে ব্রিটিশ আমলে তৈরি বন্দিদের দুর্গ।

প্রঃ জলপাইগুড়ি জেলার কয়েকটি কৃষিজ দ্রব্যের নাম লেখাে।

উঃ ধান, গম, আনারস, কমলালেবু ও পার্ট।

প্রঃ জলপাইগুড়ি জেলার দুটি নদী বাঁধ প্রকল্পের নাম লেখাে।

উঃ তিস্তা বাঁধ প্রকল্প ও সঙ্কোশ নদী প্রকল্প।

প্রঃ তিস্তা নদীর উৎপত্তি স্থান কোথায়?

উঃ তিস্তার উত্তর সিকিমের হিমবাহ থেকে জন্ম হয়েছে।

প্রঃ তাের্সা নদীর উৎপত্তি স্থান কোথায় ?

উঃ তাের্সা নদীর উৎপত্তি তিব্বতের চুম্বি উপত্যকায়।

প্রঃ জলপাইগুড়ি জেলার মহকুমা কয়টি ও কী কী?

উঃ তিনটি। যথা-জলপাইগুড়ি সদর, আলিপুরদুয়ার এবং মাল।

প্রঃ এই জেলার সঙ্গে সম্পর্কিত নদীসমূহের নাম কী?

উঃ তিস্তা, জলঢাকা, তাের্সা, কালজানি, রায়ডাক, সঙ্কোশ প্রভৃতি নদী।

প্রঃ জলপাইগুড়ি জেলার প্রধান জাতীয় সড়ক কোনটি?

উঃ ৩১নং সড়ক।

প্রঃ জলপাইগুড়ি জেলার গড় বৃষ্টিপাত বাৎসরিক প্রায় কত সেন্টিমিটার?

উঃ প্রায় ৪০০ সেন্টিমিটারের বেশি।

প্রঃ জলপাইগুড়ি জেলার কটি থানা ও কটি ব্লক আছে?

উঃ ২২টি থানা ও ১৩টি ব্লক। প্রঃ জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উঃ তিস্তা নদীর পশ্চিম পাড়ে।

এটিও পড়ুন – ইতিহাস জিকে 200 প্রশ্ন উত্তর – History GK in Bengali

 

Leave a Reply