You are currently viewing জীববিদ্যা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন

জীববিদ্যা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন

জীববিদ্যাঃ এই অধায়ে জীববিদ্যা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। উক্ত প্রশ্নগুলি বিভিন্ন চাকুরি পরীক্ষায় কাজে আসে। বাংলার বিখ্যাত কবিদের উপাধি PDF সহ এর আগের পোষ্টে শেয়ার করা হয়েছে। নিম্নে জীববিদ্যা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর PDF সহ শেয়ার করা হল।

জীববিদ্যা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন

  • কোন বিজ্ঞানী বসন্ত রোগের প্রতিষেধক টিকা আবিষ্কার করেন – এডওয়ার্ড জেনার।
  • দণ্ডাকার ব্যাকটিরিয়াকে কী বলে- ব্যাসিলাস।
  • পদ্ম কোন শ্রেণির উদ্ভিদ-জলজ বীরুৎ শ্রেণির।
  • মরুভূমির প্রাণীদের শুষ্কমল ত্যাগ করে কেন
  • ক্যাঙ্গারুরপেটের তলায় যে থলি থাকে, তাকে কী বলে – মারসুপিয়াম।
  •  যন্ত্রের মাধ্যমে, সুস্থ মানুষের দেহ থেকে রোগীর শরীরে রক্ত সঞ্চালন করার প্রক্রিয়া প্রথম কবে শুরু হয় ১৮১৮ সালে।
  • কুনাে ব্যাঙের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে – তিনটি
  • চোখের কোন অংশ তারারন্ধ্র ছােট ও বড় হতে সাহায্য করে – আইরিস।
  • নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল কী – অ্যানাবেনা।
  • কোন স্তর থেকে হৃদপিণ্ডের কপাটিকা তৈরি হয়- মেসােকার্ডিয়াম।
  • নিম পাতার মধ্যে শতকরা কত ভাগ শর্করা থাকায় তা তেতাে হয় – ১০০ ভাগ।
  • আলেকজান্ডার ফ্লেমিং কোন ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেন- পেনিসিলিয়াম নােটেটাম।
  • বিজ্ঞানের যে শাখায় মাটি সম্পর্কে আলােচনা করা হয়, তাকে কী বলে পেডােলজি – মৃত্তিকা বিজ্ঞান বা,
  • মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে গ্যাস উৎপাদনকারী অঙ্গকে কী বলে রেডগ্রন্থি।
  • বহুদিন ধরে অ্যাসিডিটি চলতে থাকলে পাকস্থলীর কী ক্ষতি হয় ক্ষত বা, আলসার।

এগুলিও পড়ুন

 

This Post Has One Comment

Leave a Reply