টোকিও প্যারা অলিম্পিক ২০২০
টোকিও প্যারা অলিম্পিক ২০২০ ভারত তার ক্যাম্পেন শেস করল ১৯ টি মেডেল জিতে, যার মধ্যে পাঁচটি সোনা , আটটি রুপো এবং ছ’টি ব্রোঞ্চ । প্যারা অলিম্পিক গেমস্-এর সিঙ্গল এডিশনে এটি ভারতের সবথেকে বেশি মেডেল পাওয়া । ১৬২ টি দেশের মধ্যে ভারত ২৪ তম স্থান অধিকার করে।
-
ইন্ডিয়ান ফ্ল্যাগ বহনকারী (Indian Flag Bearers)
✉ টোকিও প্যারা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বয়েছিলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার টেকচাঁদ।
✉ শ্যুটার অবনি লেখারা সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বয়েছিলেন।
-
প্যারা অলিম্পিক ২০২০-তে ভারত:
✉ ভারত ৫৪ জন প্যারা অ্যাথলিটকে এই গেমস্-এ পাঠিয়েছিল। এরা ৯টি বিভিন্ন রকম খেলায় নিযুক্ত ছিলেন।
✉ ভারত ১৯৫৮ সালে মোট ১২টি মেডেল জিততে সক্ষম হয়েছিল।
✉ ২০২০ প্যারা অলিম্পিক-এ ভারতীয় থিমটি ছিল ‘কর দে কামাল-তু’, এই গানটির রচয়িতা হলেন সঞ্জীব সিং, যিনি একজন লক্ষীর অসাধারণ ক্রিকেট খেলোয়াড়।
-
টোকিও প্যারা অলিম্পিক ২০২০-এর ভারতীয় মেডেল বিজেতাদের তালিকা:
সোনাঃ
✉ অ্যাথলেটিক: সুমিত আন্টিল (পুরুষ জেভলিন থ্রো) ✉ ব্যাডমিন্টন: প্রমোদ ভগত্ (পুরুষ সিঙ্গল),
✉ ব্যাডমিন্টন: কৃষ্ণ নাগার (পুরুষ সিঙ্গল), ✉ শ্যুটিং: মনীশ নাওয়াল (মিক্সড ৫০ মিটার পিস্তল),
✉ শ্যূটিং: অবনি লেখারা (মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং।
রুপোঃ
✉ অ্যাথলেটিক: জগেশ কাথুনিয়া (পুরুষ ডিসকাস থ্রো), ✉ অ্যাথলেটিক: নিশাদ কুমার (পুরুষ হাইজাম্প)
✉ অ্যাথলেটিক: মারিয়াপ্পান থাঙ্গাভেলু (পুরুষ হাইজাম্প), ✉ অ্যাথলেটিক: প্রবীন কুমার (পুরুষ হাইজাম্প),
✉ অ্যাথলেটিক: দেবেন্দ্র ঝাঝারী (পুরষ জ্যাভলিন থ্রো), ✉ ব্যাডমিন্টন: সুহাস যতিরাজ (পুরুষ সিঙ্গলস),
✉ প্রশ্যুটিং: সিংহরাজ আধানা (মিক্সড ৫০ মিটার পিস্তল), ✉ টেবেল টেনিস: ভাবিনা প্যাটেল (মহিলা সিঙ্গলস)
ব্রোঞ্জঃ
✉ আর্চারী হরবিন্দর সিং (পুরুষ ব্যক্তিগত ইভেন্ট), অ্যাথলেটিক: ✉ সারদ কুমার (পুরুষ হাইজাম্প),
✉ অ্যাথলেটিক: সুন্দর সিং গুরজার (পুরুষ জেভ্লুন থ্রো), ✉ ব্যাডমিন্টনঃ মনোজ সারকার (পুরুষ সিঙ্গলস),
✉ শ্যুটিং: অবনি লেখারা (মহিলা ৫০ মিটার রাইফেল থ্রি পজিসন)
-
টোকিও প্যারা অলিম্পিকের নিরিখে গুরুত্বপূর্ন তথ্যঃ-
✉ টোকিও প্যারা অলিম্পিক হল ১৬ তম গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক গেমস্। যেটি ২৪ আগষ্ট থেকে ৫ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত চলেছিল এবং জাপানের টোকিও শহরে সংগঠিত হয়েছিল।
✉ এই টোকিও প্যারা অলিম্পিকে ব্যাডমিন্টন এবং টওন্ডো খেলা দুটি প্রথমবারের জন্য সংযুক্ত করা হয়।
✉ এই টোকিও প্যারা অলিম্পিক-এ চিন শীর্ষস্থান অধিকার করে সর্বমোট ২০৭টি মেডেল জিততে চিন সক্ষম হয়। ১২৪টি মেডেল জিতে ইউনাইটেড কিংডম দ্বিতীয় স্থান অধিকার করে। ইউ.এস.এ১০৪টি জিতে তৃতীয় স্থান দখল করে। ধারাবাহিক ভাবে চিন পাঁচবার প্যারা অলিম্পিক গেমস-এ সোনা এবং সর্বমোট মেডেল ট্যালিতে প্রথম স্থান বহাল রাখল।
✉ সমাপ্তি অনুষ্ঠানকে ‘Harmonious Cacophony’ বলে অভিহিত করা হয়েছে। সংগঠনকারী থিমটি বর্ণনা করেছেন— ‘World inspired by the paralympics one where Differences shine’.
এটিও জেনে নিনঃ জীব বিজ্ঞান সংক্রান্ত 50 টি যন্ত্রের ব্যবহার
File Name: টোকিও প্যারা অলিম্পিক ২০২০ প্রবন্ধ রচনা
File Format: PDF
PDF File Name: টোকিও প্যারা অলিম্পিক ২০২০ প্রবন্ধ রচনা
PDF File Size: 345 KBPS
No of Page: 03
Download Link: টোকিও প্যারা অলিম্পিক ২০২০