ডাকটিকিট একখন্ড কাগজ যা ডাক মাসুল হিসেবে ব্যবহৃত হয়। নানা বর্ণের এই ডাক টিকিট গুলোতে ফুটে ওঠে দেশের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি, বরেণ্য ব্যক্তিত্ব, ইত্যাদি বিষয় ফুটে ওঠে। প্রতিটি দেশের ডাক ব্যবস্থায় ডাক-টিকিটের ব্যবহার আছে। তাই প্রতি বছর প্রচুর পরিমাণ ডাকটিকেট প্রকাশ পায়।
পৃথিবীর বিভিন্ন দেশের ডাকটিকিট এর নাম তালিক
দেশ | ডাক টিকিটে দেওয়া নাম |
সোমালিয়া | BENADIR |
লেবানন | GRAND LIBAN |
সুইজারল্যান্ড | HELVETIA |
পোল্যান্ড | POLSKA |
হাঙ্গেরি | MAGYAR POSTA |
জার্মানি | DEUTSCHE POST |
মরক্কো | MAROC |
লাইবেরিয়া | INLAND |
গ্রিস | HELLAS |
ফিনল্যাণ্ড | SUOMI |
সুইডেন | SVERIGE |
রাশিয়া | MAPKKA |
এটিও জেনে নিন- ভারতের প্রথম ডাক পরিষেবা কখন ও কিভাবে শুরু হয়।