CSC ServicesGovt Services

ডিজিটাল সেভা মোবাইল অ্যাপ, কমন সার্ভিস সেন্টার অ্যাপ CSC App

ডিজিটাল সেভা

CSC ডিজিটাল সেভা মোবাইল অ্যাপঃ আপনারা যারা ডিজিটাল সেভা ( কমন সার্ভিস সেন্টার ) চালান তাদের জন্য মোবাইল অ্যাপ চালু করল সিএসসি ই গভর্নেস সার্ভিস ইন্ডিয়া লিমিটেড ( CSC E-Governance Services India LimitedBusiness ) । এতদিন অনেক কমন সার্ভিস এর যে কোন পরিষেবা দিয়ে গেলে কম্পিউটার জরুরী ছিল। কিন্তু মোবাইল অ্যাপ চালু হওয়াতে কমন সার্ভিসের প্রায় সব কাজ মোবাইল দিয়ে করা যাবে। 

ডিজিটাল সেভা মোবাইল অ্যাপ

কীভাবে CSC মোবাইল ডাউনলোড করবেন।

  • প্রথমে গুগল প্লে স্টোরে যান ।
  • এরপর ( Digital Seva – CSC E-Governance) সার্চ করুন। কিংবা এখানে ক্লিক করুন 
  •  এরপর Install এ ক্লিক করুন।

ডাউনলোড করার পর যা করতে হবে

  • মেনুতে ক্লিক করে Login এ ক্লিক করুন।
  • আপনার CSC ID এবং Password দিয়ে লগইন করুন।
  • এরপর যা যা করতে চান তাই করতে পারবেন।

বেস্ট CSC প্রয়োজনীয় ডিভাইস

এগুলিও পড়ুন

Leave a Response

সাবক্রাইব করে পাশে থাকুন 😷

30,000+ আমাদের পরিবারে যুক্ত হয়েছেন। আপনিও সাবক্রাইবার করে যুক্ত হোন।