দাঁত মেরুদণ্ডী প্রাণীদের মুখে অবস্থিত একটি অঙ্গ। এটি খাদ্য চর্বণ ও কর্তনের (কাটা) কাজে ব্যবহৃত হয়। অধিকাংশ প্রাণীর দেহে দাঁতই হচ্ছে কঠিনতম অঙ্গ।[১]
দন্তোদ্গমের প্রকার ও তার তালিকা PDF সহ
প্রকার |
বৈশিষ্ট্য |
হোমোডন্ট (Homodont ) | দাঁতগুলি যখন একই রকমের হয়। মাছ, উভচর, সরীসৃপ প্রাণিদের দাঁত এই রকম। |
হেটারোডন্ট (Heterodont) | দাঁতগুলি যখন ভিন্ন প্রকারের হয়। যেমন—কৃদক (Incisor), ছেদক (Canine), পুরঃ পেষক (Premolar), এবং পেষক (Molar), স্তন্যপায়ীদের দাঁত এইরকম। |
প্লিউরোডন্ট (Pleurodont ) | দাঁতগুলি যখন দুপাশ থেকে চোয়ালের রিমে সংলগ্ন থাকে। কতিপয় গিরগিটি এবং স্তন্যপায়ীদের এরূপ দাঁত থাকে। |
থেকোডন্ট (Thecodont ) | দাঁতগুলির মূলদেশ চোয়ালের গভীরে প্রোথিত থাকে। বিশেষ করে চোয়ালের অস্থির সকেটে বসানো থাকে। স্তন্যপায়ী প্রাণীদের এইরকম দাঁত। |
অ্যাক্রোডন্ট (Acrodont) | এক্ষেত্রে দাঁতগুলি চোয়ালের অস্থির কিনারায় একেবারে সেঁটে থাকে। উভচর ও সরীসৃপদের দাঁত এরকম। |
মনোফাইওডেন্ট (Monophyodont ) | যখন সারাজীবন ধরে এক রকমের দাঁত উপস্থিত থাকে। |
ডাইফিওডন্ট (Diphyodpont) | যখন সারাজীবনে দুবার দাঁত ওঠে–দুধে দাঁত এবং স্থায়ী দাঁত। যেমন স্তন্যপায়ী প্রাণীদের দাঁত। |
পলিফাইওডন্ট (Polyphyodont) | যখন সারা জীবনে অনেকবার দাঁত ওঠে। যেমন— সরীসৃপ ইত্যাদি প্রাণীর দাঁত। |
লোফোডন্ট (Lophyodont ) | পেষক ও পুরঃপেষকের শিখরে যখন এনামেলের রিজ উপস্থিত থাকে। গোরু, ঘোড়া, হাতি প্রভৃতি প্রাণীর দাঁত এই রকমের। |
এটিও জেনে নিনঃ ইংরাজী থেকে বাংলায় অনুবাদ করার নিয়ম
File Name: দন্তোদ্গমের প্রকার ও তার তালিকা PDF সহ
File Format: PDF
PDF File Name: দন্তোদ্গমের প্রকার ও তার তালিকা PDF সহ
PDF File Size: 346 KBPS
No of Page: 01
Download Link: দন্তোদ্গমের প্রকার