দন্তোদ্গমের প্রকার ও তার তালিকা PDF সহ

দন্তোদ্গমের প্রকার ও তার তালিকা PDF সহ।(Types of dentures and their list with PDF)1

দাঁত মেরুদণ্ডী প্রাণীদের মুখে অবস্থিত একটি অঙ্গ। এটি খাদ্য চর্বণ ও কর্তনের (কাটা) কাজে ব্যবহৃত হয়। অধিকাংশ প্রাণীর দেহে দাঁতই হচ্ছে কঠিনতম অঙ্গ।[১]

দন্তোদ্গমের প্রকার ও তার তালিকা PDF সহ

প্রকার

বৈশিষ্ট্য

 হোমোডন্ট (Homodont ) দাঁতগুলি যখন একই রকমের হয়। মাছ, উভচর, সরীসৃপ প্রাণিদের দাঁত এই রকম।
 হেটারোডন্ট (Heterodont) দাঁতগুলি যখন ভিন্ন প্রকারের হয়। যেমন—কৃদক (Incisor), ছেদক (Canine), পুরঃ পেষক (Premolar), এবং পেষক (Molar), স্তন্যপায়ীদের দাঁত এইরকম।
 প্লিউরোডন্ট (Pleurodont ) দাঁতগুলি যখন দুপাশ থেকে চোয়ালের রিমে সংলগ্ন থাকে। কতিপয় গিরগিটি এবং স্তন্যপায়ীদের এরূপ দাঁত থাকে।
 থেকোডন্ট (Thecodont ) দাঁতগুলির মূলদেশ চোয়ালের গভীরে প্রোথিত থাকে। বিশেষ করে চোয়ালের অস্থির সকেটে বসানো থাকে। স্তন্যপায়ী প্রাণীদের এইরকম দাঁত।
 অ্যাক্রোডন্ট (Acrodont) এক্ষেত্রে দাঁতগুলি চোয়ালের অস্থির কিনারায় একেবারে সেঁটে থাকে। উভচর ও সরীসৃপদের দাঁত এরকম।
 মনোফাইওডেন্ট (Monophyodont ) যখন সারাজীবন ধরে এক রকমের দাঁত উপস্থিত থাকে।
 ডাইফিওডন্ট (Diphyodpont) যখন সারাজীবনে দুবার দাঁত ওঠে–দুধে দাঁত এবং স্থায়ী দাঁত। যেমন স্তন্যপায়ী প্রাণীদের দাঁত।
 পলিফাইওডন্ট (Polyphyodont) যখন সারা জীবনে অনেকবার দাঁত ওঠে। যেমন— সরীসৃপ ইত্যাদি প্রাণীর দাঁত।
 লোফোডন্ট (Lophyodont ) পেষক ও পুরঃপেষকের শিখরে যখন এনামেলের রিজ উপস্থিত থাকে। গোরু, ঘোড়া, হাতি প্রভৃতি প্রাণীর দাঁত এই রকমের।

 

এটিও জেনে নিনঃ ইংরাজী থেকে বাংলায় অনুবাদ করার নিয়ম

File Name: দন্তোদ্গমের প্রকার ও তার তালিকা PDF সহ

File Format: PDF

PDF File Name: দন্তোদ্গমের প্রকার ও তার তালিকা PDF সহ

PDF File Size: 346 KBPS

No of Page: 01

Download Link: দন্তোদ্গমের প্রকার 

Leave a Reply