You are currently viewing দার্জিলিং জেলা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

দার্জিলিং জেলা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

দার্জিলিং জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা। এটি রাজ্যের উত্তর অংশে অবস্থিত। দার্জিলিং জেলা মনোরম শৈলশহর ও দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। দার্জিলিং এই জেলার সদর শহর। কালিম্পং, কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর তিন প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র।

দার্জিলিং জেলা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

প্রঃ দার্জিলিং জেলার আয়তন কত?

উঃ ৩,১৪১ বর্গ কিমি

প্রঃ দার্জিলিং জেলায় প্রতি ১০০০ হেক্টর জমিতে কুষিজমির ভাগ কত?

প্রঃ দার্জিলিং জেলার সীমানায় কোর্ন কোন জেলা, জ্যে বা দেশ অবস্থিত? উঃ উত্তরে সিকিম রাজ্য, দক্ষিণে বিহারের পূর্ণিয়া ও উত্তর দিনাজপুর, পূর্বে ভুটান

দেশ ও জলচ্ছড়ি ও পশ্চিমে নেপাল। প্রদার্জিলিং জেলার জনসংখ্যা কত?

উঃ ১৬,০৫,৯০০ জন।

প্রঃ দার্জিলিং জেলার সাক্ষরের হার কত?

উঃ ৭২.৮৭ শতাংশ।

প্রঃ দার্জিলিং জেলায় প্রতি বর্গ কিমিতে কতজন লােক বসবাস করে?

উঃ ৫১০ জন।

প্রঃ দার্জিলিং জেলার জেলা সদর কোনটি?

উঃ দার্জিলিং ও শিলিগুড়ি।

প্রঃ দার্জিলিং জেলার মহাকুমা কটি ?

উঃ ৪টি।

এটিও পড়ুন – পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম এবং ব্যস্ততম

প্রঃ দার্জিলিং জেলায় পুরসভা কটি?

উঃ ৫টি।

প্রঃ দার্জিলিং জেলায় কতগুলি থানা আছে?

উঃ ২৭টি।

প্রঃ চা উৎপাদনে দার্জিলিং জেলা কোন্ স্থান অধিকার করে?

উঃ প্রথম স্থান।

প্রঃ দাজিলিং জেলায় আনুমানিক কত টন ধান উৎপন্ন হয়?

উঃ ৫২,৯০০ টন।

প্রঃ দার্জিলিং জেলায় চাষ হয় এমন দুটি ফল কি কি?

উঃ কমলালেবু, আনারস।

প্রঃ পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী কোনটি ?

উত্তরঃ তিষ্ঠা।

প্রঃ তিস্তা নদীর উৎস কোথায় ?

উঃ সিকিমের জেমু হিমবাহ।
প্রঃ দার্জিলিং জেলার কয়েকটি নদীর নাম লেখ।

উঃ জলঢাকা, গিস, মােচি, নবচু।

প্রঃ দার্জিলিং জেলার একটি পর্বতের নাম লেখ।

উঃ মহালধিরাম পর্বত। প্রঃ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?

উঃ সান্দাকফু (৩,৬৩০ মিটার)।

প্র ও তিস্তা নদীর ডান পাড়ে কোন্ শহর অবস্থিত?

উ : শিলিগুড়ি।

প্রঃ ‘ডুয়ার্স অঞ্চল কোগুলি অঞ্চলকে বলা হয়?

উঃ কালিম্পং, লাভা গরুবাথান সহ ভুটান রাষ্ট্রকে বলে ‘ডুয়ার্স

প্রঃ ‘তরাই অঞ্চল কোন অঞ্চলগুলিকে বলা হয়?

উঃ শিলিগুড়ি ও জলপাইগুড়ি।

প্রঃ দার্জিলিং জেলার জলবিভাজিকাটির নাম লেখ।

উঃ ‘সেঞ্চল মহালধিরাম জলবিভাজিকা।

দার্জিলিং জেলা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

প্রঃ দার্জিলিং জেলার সীমারেখা বর্ণনা করাে।

উঃ পূর্বে ভুটান রাষ্ট্র এবং জলপাইগুড়ি জেলা; পশ্চিমে নেপাল রাষ্ট্র; উত্তরে সিকিম রাজ্য; দক্ষিণে বাংলাদেশ রাষ্ট্র বিহার ও পশ্চিম দিনাজপুর জেলা।

প্রঃ দার্জিলিং জেলার আয়তন কত বর্গকিমি ?

উঃ ৩১৪৯ বর্গ কিলােমিটার।

প্রঃ দার্জিলিং জেলার জনসংখ্যা কত?

উঃ ১৬,০৫,৯০০ জন; পরুষ—৮,২৬,৩৩৪ জন; মহিলা—৭,৭৯,৫৬৬ জন।

প্রঃ “দার্জিলিং শব্দটির অর্থ কী?

উঃ ‘দার্জিলিং শব্দটি নেপালী ভাষা থেকে এসেছে। দরাজ” কথাটির অর্থ বজ্র এবং লিং অর্থ থান। সুতরাং দার্জিলিং-এর অর্থ হল বজ্রপাতের স্থান।

প্রঃ দার্জিলিং জেলার উত্তরে কোন রাজ্য অবস্থিত?
উঃ সিকিম রাজ্য।
প্রঃ দার্জিলিং জেলার সাক্ষর লােকের সংখ্যা কত?

উঃ ১০,২৯,৫৬১ জন।

প্রঃ দার্জিলিং-এর ভূপ্রকৃতি কেমন ?
উঃ পার্বত্য অঞ্চল।
প্রঃ দার্জিলিং জেলার ‘ক্যাসক্রপ বা নগদ ফসলের নাম লেখাে।
উঃ চা।
প্রঃ দার্জিলিং জেলার দুটি উল্লেখযােগ্য হ্রদের নাম কী?

উঃ রায়তাল এবং মিরিক।

প্রঃ তরাই শব্দটি কোথা থেকে এসেছে? উঃ ‘তরাই শব্দটি পারসিক শব্দ।

প্রঃ দার্জিলিং জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র কোনটি?

উঃ শিলিগুড়ি।
প্রঃ দার্জিলিং জেলার সঙ্গে সম্পর্কিত নদীসমূহ কী কী?

উঃ তিস্তার কয়েকটি উপনদী, মহানন্দা, বালাসন, রঙ্গিত নদী।

প্রঃ দার্জিলিং জেলার কটি মহাকুমা আছে?

উঃ চারটি। (দার্জিলিং সাবে, কালিম্পং, কার্সিয়াং ও শিলিগুড়ি)

প্রঃ দার্জিলিং জেলায় কী কী উপজাতি রয়েছে?

উঃ এই জেলায় নেপালী, তিব্বতী, ভুটিয়া, মুণ্ডা, কোল, রাজবংশী প্রভৃতি ধরনের উপজাতিদের প্রাধান্য রয়েছে।

প্রঃ দার্জিলিং জেলায় একটি ভেষজ উদ্ভিদের চাষ হয়, সেটি কী ?

উঃ সিঙ্কোনা।

প্রঃ দার্জিলিং জেলার কয়েকটি উল্লেখযােগ্য পর্যটন কেন্দ্রের নাম করাে।

উঃ টাইগার হিল, মংপু, উচ্চতম রেল স্টেশন ‘ঘুম’, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু, মিরিক লেক, শৈল শহর কালিম্পং, কার্সিয়াং প্রভৃতি।

প্রঃ দার্জিলিং জেলায় সাক্ষরতার হার কত শতাংশ?
উঃ ৭২৮৭ শতাংশ।

প্রঃ দার্জিলিং জেলা কোন শিলা দিয়ে গঠিত?

উঃ দার্জিলিং নাইম নামক শিলায় গঠিত। প্রঃ দার্জিলিং জেলার আবহাওয়া কীরূপ?

উঃ হিমালয়ের নিকটবর্তী হওয়ার জন্য আবহাওয়া শীতল এবং শীতকালের গড় তাপমাত্রা তিন ডিগ্রী সেলসিয়াস।

প্রঃ দার্জিলিং জেলার অরণ্য সম্পদ কীরূপ প্রকৃতির ? উঃ এই জেলায় প্রচুর অরণ্য অঞ্চল রয়েছে। অরণ্যে চাপ, পিতালী, শিশু, ওক, শিরীষ গাছ উল্লেখযােগ্য।

এটিও পড়ুন – শিক্ষা ও পাঠ্যক্রম সংক্রান্ত 500 প্রশ্ন উত্তর

Leave a Reply