You are currently viewing পদার্থের অবস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

পদার্থের অবস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

পদার্থের অবস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ এই পোষ্টে পদার্থের অবস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হল। পদার্থের অবস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পোষ্টে পদার্থের অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। এটিও পড়ুন – সংবিধানের 6 টি মৌলিক অধিকার

পদার্থের অবস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • শিলা ও খনিজ মৌল কোন মৌলের উপস্থিত সর্বাধিক?—সিলিকন।
  • বায়ুতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত-৪ : ১।
  • জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত – ২; ১।
  • ম্যাগনেসিয়াম ফিতাকে কার্বন-ডাই-অক্সাইডে পাওয়া যায় সেটি কী?-ম্যাগনেসিয়াম  অক্সাইড
  • সিঁদুরে ব্যবহৃত মৌলের নাম-সীসা।
  •  ব্যথা কমানোর জন্য কোন জৈব যৌগ ব্যবহৃত হয়—অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড।
  • বেলুনে যে গ্যাস থাকে—হিলিয়াম।
  • রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়—ক্লোরো-ফ্লোরো-কার্বন (CFC)।
  • সিলিকন কার্বাইড ব্যবহৃত হয়-শক্ত জিনিস কাটার কাজে।
  • যে উপাদানটি সব অ্যাসিডে থাকে—হাইড্রোজেন (H)।
  • যে খনিজে রেডিয়াম আছে—পিচব্লেন্ড।
  • লাফিং গ্যাসের নাম হল—নাইট্রাস অক্সাইড।
  • যে ধাতু অন্য ধাতুর সহিত অ্যামালগাম মিশ্রণ তৈরী করে—পারদ।
  • জলে বেশী পরিমাণে দ্রবীভূত হয় যে পদার্থ—চিনি।
  • সোডিয়াম ধাতু সংরক্ষণ করা হয়—কেরোসিনে।
  •  ননস্টিক রান্নার বাসন প্রলেপ থাকে—টেফলন।
  • বিদ্যুতের কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী—অভ্র।
  • মুদ্রা ধাতু নয়-দস্তা ও সোনা।
  •  ট্রানজিস্টার তৈরী হয়—সিলিকন ও জার্মেনিয়াম।
  • অপটিক ফাইবার ব্যবহৃত হয়–সংযােগ রক্ষার জন্য।
  • সিমেন্টে জিপসাম ব্যবহৃত হয়—জমাট বাঁধা রোধ করার জন্য।
  • রেয়ন এর রাসায়নিক নাম সেলুলোজ।।
  •  পেট্রোলিয়াম আগুন নেভাতে ব্যবহৃত হয়—খুঁড়াে পদার্থ।
  • গাঢ় নীল রং কাঁচের মধ্যে প্রবেশ করতে গেলে যার উপস্থিতি দরকার—কোবাল্ট অক্সাইড।
  • যে কাঁচ লেন্স ও প্রিজমের ব্যবহৃত হয় তার নাম—ফ্লিন্ট গ্লাস।
  • টেপ রেকর্ডারের ফিতায় যার প্রলেপ থাকে—ফোরাম্যাগনেটিক পাউডার।
  •  সূর্যে ছাতার রং হওয়া উচিত—উপরে সাদা এবং ভিতরে কালো।।
  • খাওয়ার জলে গামা রশ্মি আছে কিনা তা যে যন্ত্রের সাহায্যে জানা যায়—সিনটিলেনস কাউন্টার।
  •  বুলেট প্রুফ জিনিস তৈরীর জন্য যে পলিমার ব্যবহৃত হয়—পলিইথিলিন।
  • অ্যাসিড বৃষ্টিতে থাকে—নাইট্রাস এবং সালফার ডাই অক্সাইড।
  • গ্রীণ হাউস এফেক্ট’ এর অর্থ—সৌরশক্তির সংবন্ধন পরিবেশের কার্বন-ডাই-অক্সাইড় দ্বারা।
  • যে জ্বালানী খুব পরিবেশ দূষণ ঘটায়—হাইড্রোজেন জ্বালানী।

এটিও পড়ুন – প্রাণীদেহের রোগ ও রোগের স্থান সমূহ জেনে নিন

Leave a Reply