You are currently viewing পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত শহর ও সংলগ্ন নদীর তালিকা PDF সহ।(List of some famous cities and adjoining rivers of West Bengal with PDF)1
পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত শহর ও সংলগ্ন নদীর তালিকা PDF সহ

পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত শহর ও সংলগ্ন নদীর তালিকা PDF সহ।(List of some famous cities and adjoining rivers of West Bengal with PDF)1

১১৩টি পুরসভা: আলিপুরদুয়ার, আরামবাগ, অশোকনগরকল্যাণগড়, বাদুড়িয়া, বহরমপুর, বৈদ্যবাটি, বালি, বালুরঘাট, বনগাঁ, বাঁকুড়া, বাঁশবেড়িয়া, বরানগর, বারাসত, বর্ধমান (উত্তর), ব্যারাকপুর, বারুইপুর, বসিরহাট, বেলডাঙা, ভদ্রেশ্বর, ভাটপাড়া, বিধাননগর, বীরনগর, বিষ্ণুপুর, বোলপুর, বজবজ, চাকদহ, চাঁপদানি, চন্দ্রকোণা, কাঁথি, দাঁইহাট।[১]

পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত শহর ও সংলগ্ন নদীর তালিকা PDF সহ

নদী তীরবর্তী শহর জেলা নদীর নাম
জলপাইগুড়ি জলপাইগুড়ি তিস্তা ও কল্পা করলা
শিলিগুড়ি দার্জিলিং মহানন্দা ও বালাসন
আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালজানি
কোচবিহার কোচবিহার তোর্সা
দুর্গাপুর বর্ধমান দামোদর
কাটোয়া বর্ধমান ভাগীরথী ও অজয় ও
ইলামবাজার বীরভূম কোপাই
কলকাতা কলকাতা হুগলি
রানিগঞ্জ বর্ধমান দামোদর
ইংরেজবাজার মালদা ময়ুরাক্ষী
সিউড়ি বীরভূম ময়ূরাক্ষী
কোলাঘাট পূর্ব মেদিনীপুর রূপনারায়ণ
মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কংসাবতী
বাঁকুড়া বাঁকুড়া গন্ধেশ্বরী ও ধলকিশোর (বা দ্বারকেশ্বর)
মালদা মালদা মহানন্দা
আসানসোল বর্ধমান দামোদর
বর্ধমান বর্ধমান বাঁকানালা ও দামোদর
ব্যারাকপুর উঃ ২৪ পরগনা হুগলি
চন্দননগর হুগলি হুগলি
হলদিয়া পূর্ব মেদিনীপুর হুগলি ও তার উপনদী হলদি
বহরমপুর মুর্শিদাবাদ ভাগীরথী
ত্রিবেণী হুগলি হুগলি (গঙ্গা)
পুরুলিয়া পুরুলিয়া কাঁসাই ও কংসাবতী
ইসলামপুর উঃ দিনাজপুর মহানন্দা
শান্তিপুর/চাকদহ নদিয়া চূর্ণি
ইটাহার উঃ দিনাজপুর মহানন্দা
তমলুক, ঘাটাল পূর্ব মেদিনীপুর রূপনারায়ণ কোলাঘাট, মহিষাদল
সাঁইথিয়া বীরভূম ময়ূরাক্ষী
লাভপুর বীরভূম বক্রেশ্বর ও কোপাই এর মিলনস্থলে
রামপুরহাট বীরভূম দ্বারকা
পলাশী/নবদ্বীপ নদিয়া ভাগীরথী
কেঁদুলী বর্ধমান অজয়
বালুরঘাট দক্ষিণ দিনাজপুর আত্রাই (আত্রেয়ী)
শান্তিপুর নদিয়া ভাগীরথী
রানাঘাট নদিয়া চুৰ্নী
বনগাঁ উঃ ২৪ পরগনা ইছামতী
বসিরহাট/টাকী উঃ ২৪ পরগনা ইছামতী (পশ্চিম শাখা)
তারাপীঠ বীরভূম দ্বারকা
ধূপগুড়ি জলপাইগুড়ি জলঢাকা
ফারাক্কা মুর্শিদাবাদ গঙ্গা
কল্যাণী নদিয়া হুগলি
দক্ষিণেশ্বর উঃ ২৪ পরগনা হুগলি
হাসনাবাদ উঃ ২৪ পরগনা ইছামতী
ক্যানিং দঃ ২৪ পরগনা মাতলা
মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হুগলি
নৈহাটি উঃ ২৪ পরগনা হুগলি
মাথাভাঙ্গা কোচবিহার জলঢাকা
চুঁচুড়া হুগলি হুগলি
বালিম্পং দার্জিলিং তিস্তা
তুফানগঞ্জ কোচবিহার রায়ডাক
ময়নাগুড়ি জলপাইগুড়ি ধরলা

 

এটিও জেনে নিনঃ ছাত্র সমাজের সামাজিক দায়িত্ব ও কর্তব্য রচনা 

File Name: পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত শহর ও সংলগ্ন নদীর তালিকা PDF সহ

File Format:PDF

PDF File Name: পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত শহর ও সংলগ্ন নদীর তালিকা PDF সহ

PDF File Size: 345 KBPS

No of Page: 02

Download Link: পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত শহর 

Leave a Reply