You are currently viewing পশ্চিমবঙ্গের জাতীয় সড়ক (NH) এর তালিকা PDF সহ

পশ্চিমবঙ্গের জাতীয় সড়ক (NH) এর তালিকা PDF সহ

পশ্চিমবঙ্গের জাতীয় সড়ক (NH):  জাতীয় সড়ক ৬০ বা ৬০ নং জাতীয় সড়ক ভারতের একটি জাতীয় সড়ক। এই সড়কটি বালাসোরে ৫ নং জাতীয় সড়কের জংশন থেকে ২ নং জাতীয় সড়ক পর্যন্ত প্রসারিত। এই সড়ক জলেশ্বর, দাঁতন, বেলদা, খড়গপুর, শালবনী, বিষ্ণুপুর, বাঁকুড়া, গঙ্গাজলঘাটী, মেজিয়া ও রানিগঞ্জের উপর দিয়ে গেছে।

চাঁদিপুর বালাসোর থেকে ১৭ কিলোমিটার (১১ মাইল) দূরে অবস্থিত। শেওড়াফুলি-কামারকুণ্ডু-তারকেশ্বর-আরামবাগ রোড বিষ্ণুপুরে ৬০ নং জাতীয় সড়কের সঙ্গে মিলিত হয়েছে। দুর্গাপুর-বাঁকুড়া রোড (৯ নং রাজ্য সড়ক) বাঁকুড়ায় ৬০ নং জাতীয় সড়কের সঙ্গে মিলিত হয়েছে। ৬০ নং জাতীয় সড়কের দৈর্ঘ্য ৩০৫ কিলোমিটার (১৯৫ মাইল); এর মধ্যে ৫৭ কিলোমিটার (৩৫ মাইল) ওড়িশায় এবং ২৪৮ কিলোমিটার (১৫৪ মাইল) পশ্চিমবঙ্গে।

পশ্চিমবঙ্গের জাতীয় সড়ক (NH) এর তালিকা PDF সহ

জাতীয় সড়ক বিস্তৃতি দৈর্ঘ্য (কিমি.)
2নং দিল্লি – কলকাতা 1465 কিমি
6নং হাজারি – কলকাতা 1949 কিমি
31 নং সেবক – গ্যাংটক 92 কিমি
34নং ডালখোলা – বারাসাত- কলকাতা 44 কিমি
35নং বারাসাত – বনগাঁ (বাংলাদেশ সীমান্ত) 61 কিমি
41 নং কোলাঘাট – হলদিয়া 51 কিমি
55নং শিলিগুড়ি – দার্জিলিং 77  কিমি
60নং বালাসাের – আসানসোল 305 কিমি
60 এক্সটেন রানীগঞ্জ -মৌরিগ্রাম 141 কিমি
60এ নং বাঁকুড়া- পুরুলিয়া 100 কিমি
80নং মােকামা – ফারাক্কা 310  কিমি
81 নং কোরা – মালদা  
117 নং কোনা এক্সপ্রেসওয়ে – বকখালি ভায়া ডায়মন্ড হারবার) 133  কিমি
151 নং করিমগঞ্জ – বাংলাদেশ সীমান্ত 14 কিমি

এটিও পড়ুন – ঠাণ্ডা লড়াই সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ

File Details:

File Name: পশ্চিমবঙ্গের জাতীয় সড়ক (NH) এর তালিকা

File Format: PDF

No of Page: 1

File Size: 808 KB

Download LinkLink 1 || Link 2 |Download PDF

This Post Has One Comment

Leave a Reply