You are currently viewing পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আঞ্চলিক লোকনৃত্য ও তার তালিকা PDF সহ।(Regional folk dance of different districts of West Bengal and its list with PDF)1
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আঞ্চলিক লোকনৃত্য ও তার তালিকা PDF সহ

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আঞ্চলিক লোকনৃত্য ও তার তালিকা PDF সহ।(Regional folk dance of different districts of West Bengal and its list with PDF)1

লোকনৃত্য ছন্দ শাস্ত্রের কঠোর রীতি অনুসরণ করে না। লোকনৃত্যের গতি, ছন্দ, অঙ্গ কৌশল অনেকটা বাস্তব জীবনের কাছাকাছি। প্রায় সব দেশের লোকনৃত্যের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো দলবদ্ধতা। লোকনৃত্যের ক্ষেত্রে বিশেষ পোশাক পরিধান করার কোন বাধ্যবাধকতা নেই।[  [১]

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আঞ্চলিক লোকনৃত্য ও তার তালিকা PDF সহ

তাডিন মূলত আদিবাসীদের দৈনন্দিন জীবনের দুঃখ দুর্দশার কাহিনি।
ডোমনি মালদা জেলায় এই নৃত্য লক্ষ্য করা যায়।
চাং উত্তরবঙ্গের নাগা উপজাতিদের নৃত্য।
আলকাপ মূলত মালদা, মুর্শিদাবাদ জেলায় গ্রীষ্মকালে শিবের গাজনের সময় এই নৃত্য পরিবেশিত হয়।
রণ-পা মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, প্রভৃতি জেলার লোকনৃত্য।
দাঁশায় সাঁওতালদের দাঁশায় পরবের সময় এই নৃত্য লক্ষ্য করা যায়।
রায়বেঁশে মূলত মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানের লোকনৃত্য।
পাতানাচ মূলত পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের লোকনৃত্য।
ছৌ মূলত পুরুলিয়া জেলায় এই লোকনৃত্য বিশেষভাবে পরিলক্ষিত হয়।
পাইক পুরুষ ও নারী উভয় অংশগ্রহণকারী একপ্রকার সামরিক নৃত্য।
ঢালি একধরণের সামরিক নৃত্য।

 

এটিও জেনে নিনঃ সবজি সংরক্ষণ করার পদ্ধতি

File Name: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আঞ্চলিক লোকনৃত্য ও তার তালিকা PDF সহ

File Format:PDF

PDF File Name: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আঞ্চলিক লোকনৃত্য ও তার তালিকা PDF সহ

PDF File Size: 346 KBPS

No of Page: 01

Download Link: [VI]

Leave a Reply