আপনাদের প্যান কার্ড না থাকলে প্যান কার্ডের জন্য অনলাইন আবেদনের পদ্ধতি পোষ্টি আপনার খুব কাজে আসবে। প্যান কার্ডের জন্য অনলাইন আবেদনের পদ্ধতি এই পোষ্টের মাধ্যমে আপনি কীভাবে প্যান কার্ডের জন্য আবেদন করবেন তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। [ এটিও পড়ুন – প্যান কার্ড ? কেন করবেন এই কার্ড ]
প্যানের অনলাইন আবেদনের পদ্ধতি
- প্যান কার্ডের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু করতে আপনার সঙ্গে অবশ্যই ১০৫ টাকার ডিডি/চেক বা ক্রেডিট কার্ড থাকতে হবে, অনলাইন ফি জমা দেওয়ার জন্য।
- অনলাইনে প্যানের জন্য আবেদন করতে https://tin.tin.nsdl.com/pan/form49A.html বা http://www.utitsl.co.in/utitsl/uti/newapp/newpanapplication.jsp -তে ক্লিক করুন
- প্রথমে — ওয়ার্ড/সার্কেল, রেঞ্জ, কমিশনার, এরিয়া কোড, এও কোড, রেঞ্জ কোড এবং এও নম্বর সংক্রান্ত তথ্য পূরণ করুন।
- উপরে উল্লেখিত তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে https://tin.tin.nsdl.com/pan/servlet/AOSearch?alpha=A&display=N ক্লিক করুন।
- এই তথ্য আয়কর অফিস থেকেও পাওয়া যাবে
- বিস্তারিত তথ্য হাতের কাছে রেখে ফর্ম পূরণ করা শুরু করুন।
- ফর্মে আপনার অফিসেরও ঠিকানা দিতে হবে। যদি আপনার কোনও অফিসের ঠিকানা না থাকে তবে এ জন্য আপনি আপনার অন্য যে কোনও ঠিকানা ব্যবহার করতে পারেন
- ফর্ম ভর্তি করা হয়ে গেলে সেটি জমা (সাবমিট) করুন
- মিলিয়ে দেখে নিন আপনি যে তথ্য দিয়েছেন তা সঠিক কিনা। যদি তথ্য সঠিক হয়, তবে পাতার নীচে যে কোডটি দেখাচ্ছে সেটি দিয়ে ‘কনর্ফাম’-এ ক্লিক করুন।
- উপরিক্ত পদ্ধতি সম্পন্ন হলে স্বীকৃতি (অ্যাকোনলেজমেন্ট) নম্বর একটি ফর্ম চলে আসবে
- এই স্বীকৃতি নম্বর হল আপনার প্যান কার্ড আবেদনের জন্য অনন্য নম্বর
- প্যান কার্ডে জন্য আপনার আবেদনের অবস্থা জানতে এই স্বীকৃতি নম্বরটি ব্যবহার করুন
- অ্যাকোনলেজমেন্ট ফর্মটি সেভ করে রাখুন ও প্রিন্ট নিন
- এই স্বীকৃতি ফর্মের প্রিন্টে আপনার সদ্য তোলা রঙিন পাসপোর্ট ফটো আটকান এবং সই করুন (নির্দিষ্ট বক্সের মধ্যে, যেন বক্সের লাইন স্পর্শ না করে)
- অ্যাকোনলেজমেন্ট ফর্ম সই করার জন্য কালো বল পেন ব্যবহার করুন
- এই আবদনের সঙ্গে আপনার পরিচয়ের প্রমাণপত্রের ফটোকপি, ঠিকানার প্রমাণের ফটো কপি এবং আবেদনের ফি হিসাবে ১০৫ টাকা ডিমান্ড ড্রাফট জুড়ে দিন
- ডিডি/ চেকের পিছনে আপনার নাম এবং স্বীকৃতি নম্বর লিখে দিন
- যদি আপনি চেকের মাধ্যমে ফি জমা দেন তবে যে কোনও এইচডিএফসি ব্যাঙ্কে জমা করুন
- এনএসডিএল অফিসে আপনার আবেদনটি পাঠানোর আগে মিলিয়ে নিন আবেদনের সঙ্গে নিম্নলিখিত নথিগুলি জুড়েছেন কিনা :
- অ্যাকোনলেজমেন্ট ফর্ম (ছবি এবং সই সহ)
- পরিচয় প্রমাণপত্রের ফটোকপি
- ঠিকানার প্রমাণপত্রের ফটোকপি
- ১০৫ টাকার ডিমান্ড ড্রাফট
- খামের উপরে লিখুন ‘অ্যাপ্লিকেশন ফর প্যান- অ্যাকোনলেজমেন্ট নম্বর’ (যেমন, অ্যাপ্লিকেশন ফর প্যান-৮৮১০১০১০০০০০৯৭)
- এনএসডিএলে আবেদন পাঠান, ঠিকানা
ইনকাম ট্যাক্স প্যান সার্ভিসেস ইউনিট, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোসিটরি লিমিটেড, তৃতীয় তল, স্যাফায়ার চেম্বারস, ব্যানের টেলিফোন এক্সচেঞ্জের কাছে, ব্যানের, পুনে ৪১১০৪৫, মহারাষ্ট্র।
(Income Tax PAN Services Unit, National Securities Depository Limited, 3rd Floor, Sapphire Chambers, Near Banner Telephone Exchange, Banner, Pune – 411045 (Maharashtra))
- অনলাইন আবেদন করার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট অফিসে আপনার অ্যাকোনলেজমেন্ট ফর্ম, ডিম্যান্ড ড্রাফ্ট ও অন্য নথি পৌঁছনো উচিত
- প্যান কার্ডের জন্য সমস্ত প্রক্রিয়া শুরু হবে আপনার পাঠানো নথি যাচাই এবং ডিডি/চেকের মাধ্যমে পাঠানো আবেদনের ফি হাতে পাওয়ার পর
- আবেদনর অবস্থা জানতে ই-মেল করুন , এসএমএস করুন প্যান স্বীকৃতি নম্বর, ৫৩০৩০ নম্বরে, https://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html ক্লিক করেও আপনার আবদনের অবস্থা জানতে পারেন।
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন https://tin.tin.nsdl.com/pan/form49A.htmlhttp://www.utitsl.co.in/utitsl/uti/newapp/newpanapplication.jsp
ম্যানুয়াল পদ্ধতিতে প্যান কার্ডের জন্য আবেদন
অনলাইনের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতেও প্যান কার্ডের জন্য আবেদনের ব্যবস্থা রয়েছে। যেহেতু সকলে অনলাইনের বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল নন বা ততটা দক্ষ নন। তাছাড়া দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও এখনও সেভাবে তার বিস্তৃতি ঘটে নি। তাই যারা এই অনলাইন বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল নন বা যাদের কাছে সেই সুবিধা নেই, তারা যাতে আবেদন করতে পারেন সে কারণে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদনের ব্যবস্থাও রাখা হয়েছে। ম্যানুয়াল পদ্ধতি আবেদনের জন্য ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন বা স্থানীয় প্যান অফিসে গিয়ে আবেদন পত্র সংগ্রহ করতে পারেন। আপনার নিকটবর্তী প্যান অফিসের হদিশ পাওয়ার জন্য ওয়েবসাইট লিঙ্ক নিচে দেওয়া হয়। সংশ্লিষ্ট লিঙ্কটিতে ক্লিক করে নিকবর্তী প্যান অফিসটি খুঁজে নিতে পারেন।
ম্যানুয়াল পদ্ধতিতে প্যান কার্ডের জন্য আবেদন ক্ষেত্রে যে যে জিনিসগুলি হাতের কাছে রাখবেন :
- সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ফটো
- কালো বল পেন (প্রথমে ফর্মটি পেনসিল দিয়ে পূরণ করে নিন।এতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে।পরে তা মুছে দিন।)
- প্রদেয় ফি-র চেক বা ডিমান্ড ড্রাফ্ট
- ডাউন লোড করা বা প্যান অফিস থেকে সংগ্রহ করা আবেদন পত্র
- প্যান আবেদন ফর্ম নম্বর ৪৯এ-র ডাউনলোডের জন্য …এখানে ক্লিক করুন
- কালো বল পেন দিয়ে আবেদন পূরণ করুন। আপনার রঙিন ফটো আটকান এবং নির্দিষ্ট বক্সে সই করুন
- ৪৯এ ফর্ম পূরণ করা সংক্রান্ত নির্দেশাবলীর জন্য …এখানে ক্লিক করুন
- প্রয়োজনীয় নথি এবং ফি-র ডিডি/চেক জুড়ে দিন
- স্থানীয় প্যান কেন্দ্রে গিয়ে আপনার আবেদন জনা করুন
- আপনার নিকটবর্তী প্যান আবেদন সংগ্রহ কেন্দ্রের হদিশ পেতে …এখানে ক্লিক করুন
আধার কার্ডের সাহায্যে প্যান কার্ড ১০ মিনিটে
প্যান কার্ড পেতে লম্বা-চওড়া ফর্ম ভরার প্রয়োজন নেই। আপনার কাছে যদি আধার থাকে, তাহলে মাত্র ১০ মিনিটে e-PAN কার্ড পেয়ে যাবেন। এটি দিয়েই এমনিতে কাজ চলে যাবে, কিন্তু চাইলে আপনি ৫০ টাকা দিয়ে ল্যামিনেট করা প্যান কার্ড পেতে পারেন।
কীভাবে আবেদন করবেন
১. প্রথমে incometaxindiaefiling.gov.in ওয়েবসাইটে যান ও সেখানে ‘Quick Links’-এর আওতায় ‘Instant PAN’ through ‘Aadhaar’ সেকশনে ক্লিক করুন।
২. ‘Get New PAN’- যেখানে লেখা আছে, সেটিকে ক্লিক করুন।
৩. এরপর আপনার আধার নম্বরটি সেখানে দিন। একই সঙ্গে ক্যাপচাটি ভরে ফেলুন।
৪. আপনার আধারের সঙ্গে যেই ফোন নম্বরটি লিঙ্ক করা আছে, সেখানে একটি ওটিপি (এককালীন পাসওয়ার্ড) আসবে।
৫. ওটিপিটিকে ইনপুট করতে হবে নির্দিষ্ট স্থানে। একই সঙ্গে আধারের ডিটেইলস জানাতে হবে।
৬. চাইলে ই-মেল আইডিকেও প্যান কার্ডের সঙ্গে যুক্ত করে নিতে পারেন।
৭. এই e-KYC-র তথ্য UIDAI-র সঙ্গে আদানপ্রদান করার পর e-PAN পেয়ে যাবেন। পুরো প্রক্রিয়াটি করতে দশ মিনিটের বেশি লাগা উচিত নয়।
৮. Check Status/ Download PAN অপশনটির মাধ্যমে আপনি ই-আধারের পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। এ ছাড়াও ইমেল রেজিস্টারড থাকলে ওখানে ই-আধারটি চলে যাবে আপনি সেই অপশনটি ক্লিক করে।
তবে এই e-প্যান কার্ডের সুবিধা নাবালকরা পাবেন না। এছাড়াও যাদের আগে কোনও দিন প্যান কার্ড ছিল না তারাই এই সুযোগ পাবেন। এই পরিষেবা ব্যবহার করার জন্য ফোন নম্বরের সঙ্গে আধারের সংযুক্তীকরণ হয়ে থাকা অত্যন্ত প্রয়োজনীয়। একই সঙ্গে আধার কার্ডে নির্ভুল ভাবে জন্মতারিখটি থাকাটিও প্রয়োজনীয়।
প্যান কার্ড পরিষেবা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ লিঙ্ক
- এনএসডিএল …এখানে ক্লিক করুন
- ইউটিআইটিএসএল …এখানে ক্লিক করুন
- প্যান আবেদনের অবস্থা জানতে …এখানে ক্লিক করুন
- আপনার প্যান সম্পর্কে বিস্তারিত জানতে …এখানে ক্লিক করুন
- অভিযোগ জানাতে …এখানে ক্লিক করুন
- অভিযোগের অবস্থা জানতে …এখানে ক্লিক করুন
সুত্রঃ ইনকামট্যাক্স ডিপার্টমেন্ট, ভারতবর্ষ