প্যান কার্ডের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনো পাননি, বা হায়িয়ে গেছে কিংবা নতুন ই-প্যান কার্ড চান? তাদের জন্য প্যান কার্ড ডাউনলোড ও রিপ্রিন্ট যেভাবে করবেন এই পোষ্ট। প্যান কার্ড ডাউনলোড ও রিপ্রিন্ট যেভাবে করবেন এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন কীভাবে আপনি প্যান কার্ড ডাউনলোড করতে পারেবন।
প্যান কার্ড রিপ্রিন্ট করার জন্য আবেদন করবেন কী ভাবে? (Request for Reprint of PAN Card )
- nsdl এবং ইউটিআইটিএসএল (utiitsl) -এর পোর্টালে গিয়ে ‘রিপ্রিন্ট প্যান কার্ড’ অপশনে যেতে হবে। যদি প্যান কার্ডে উল্লেখ থাকা তথ্যে কোনও বদল আপনি না চান, তবেই এই পদ্ধতিতে রিপ্রিন্ট করতে পারেন।
- PAN কার্ড রিপ্রিন্ট করাতে খরচ হবে মাত্র ৮.২৬ টাকা।
- এমনিতে প্যান কার্ড বৈধ পরিচয়পত্র হিসেবে গৃহীত হলেও ঠিকানার প্রমাণপত্র নয়। তবে প্যান কার্ডে যে ঠিকানার উল্লেখ থাকে, সেই ঠিকানাতেই নতুন কপি আসবে।
- আবেদন করার সময় নিজের প্যান কার্ড নম্বর এবং সাল সহ জন্মের মাস এবং তারিখ উল্লেখ করতে হবে আপনাকে। এনএসডিএল মারফত আবেদন করলে আপনার আধার নম্বর উল্লেখ করাও বাধ্যতামূলক।
এটিও পড়ুন – প্যান কার্ডের জন্য অনলাইন আবেদনের পদ্ধতি Latest 2020
ই-প্যান কার্ড
আয়কর দফতরের নতুন নিয়ম অনুযায়ী, প্যান কার্ডের হার্ড কপিই জমা দিতে বা দেখাতে হবে, এমনটা বাধ্যতামূলক নয়। সফট কপি অর্থাৎ ই-প্যান কার্ডেও কাজ চলতে পারে। কিন্তু সেখানে হার্ড কপির স্ক্যান করা প্যান কার্ড গ্রাহ্য হবে না।
কীভাবে পাবেন ই- প্যান কার্ড
- প্রথমে onlineservices.nsdl.com এই ওয়েবসাইট এ গিয়ে যাবতীয় তথ্য দিতে হবে যেমন- ১) পুরনো প্যান কার্ড নাম্বার ২) আপনার আঁধার নাম্বার ৩) এবং জন্ম মাস ও বছর।
- উক্ত তথ্য গুলি সঠিক ভাবে পূর্ণ করে ক্যাপচা কোড দেওয়ার পর Submit বটানে ক্লিক করতে হবে।
- এরপর মোবাইল কিংবা ইমেল এ একটি OTP আসবে।
- এরপর সার্ভিস চার্জ পে করা হলে আপনি Acknowledgement Number পাবেন। ঐ Acknowledgement Number দিয়ে আপনি প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন।
- ই-প্যান ডাউনলোড করার জন্য প্রথমে https://www.onlineservices.nsdl.com/paam/MPanLogin.html এই ওয়েব সাইট যেতে হবে।
- এর পর Acknowledgement Number ও ক্যাপচা কোড দিয়ে Submit করলে মোবাইলে OTP আসবে।
- OTP দিয়ে সবমিট করলে আপনি প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন।
এটিও পড়ুন – প্যান কার্ড ? কেন করবেন এই কার্ড