You are currently viewing ভারতে প্রথম বিশ্বযুদ্ধ প্রভাব সম্পর্কে প্রশ্ন উত্তর সহ

ভারতে প্রথম বিশ্বযুদ্ধ প্রভাব সম্পর্কে প্রশ্ন উত্তর সহ

প্রথম বিশ্বযুদ্ধ (WWI বা WW1), এছাড়াও বিশ্বযুদ্ধ-১, বা মহাযুুুুদ্ধ হিসাবে পরিচিত, একটি বৈশ্বিক যুদ্ধ যা ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় এবং ১১ নভেম্বর ১৯১৮ পর্যন্ত স্থায়ী ছিল

ভারতের প্রথম বিশ্বযুদ্ধ প্রভাব সম্পর্কে প্রশ্ন উত্তর সহ

প্রশ্ন:১৯১৪ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের (দিল্লি/মাদ্রাজ/কলকাতা/লাহোর) অধিবেশনে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি অকুণ্ঠ আনুগত্যের প্রস্তাব গৃহীত হয় এবং সকল শক্তি নিয়োজিত করে ব্রিটিশ সরকারকে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

উত্তর : মাদ্রা

প্রশ্ন:গান্ধিজি দক্ষিণ আফ্রিকায় আন্দোলন করেছিলেন (দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার জন্য/দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভারতীয়দের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য/বর্ণ বৈষম্যের বিরুদ্ধে)।

উত্তর: বর্ণবৈষম্যের বিরুদ্ধে।

প্রশ্নঃগাখিজি নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন করেন (দক্ষিণআফ্রিকায়/পাড়াবে/আমেদাবাদে/লাহোরে)।

উত্তর- দক্ষিণ আফ্রিকায়।

প্রশ্নঃ ভারতে গান্ধিজির প্রথম আন্দোলন ছিল (খিলাফৎ আন্দোলন /খেড়া আন্দোলন/অসহযোগ আদোলন/চম্পারণ সত্যাগ্রহ)

উত্তর- চম্পারণ সভ্যগ্রহ।

প্রশ্ন:চম্পারণ কৃষিবিল’ পাশ হয় (১৯১৫/১৯১৬/১৯১৭/১৯১৮) খ্রিস্টাব্দে।

উত্তর-১৯১৭

প্রশ্নঃগুজরাটের খেড়া আন্দোলনের সময় গান্ধিজির অন্যতম সহযোগি ছিলেন (বল্লভ ভাই প্যাটেল/ডাওহরলাল নেহৰু/সুভাষচন্দ্র বসু/আচার্য কৃপালনি)।

উত্তর- ভাই প্যাটেল।

প্রশ্ন: ১৯১৮ খ্রিস্টাব্দের শ্রমিক আন্দোলনে সরকার শ্রমিকদের বেতন (৫০ শতাংশ/৬০ শতাংশ / ৩৫ শতাংশ /২৫ শতাংশ) বৃদ্ধি করতে বাধ্য হন।

উত্তর-৩৫ শতাংশ

প্রশ্নঃ”তিন কঠিয়া’ প্রথার অবসান ঘটে (চম্পারণ সত্যাগ্রহের/খেড়া সত্যাগ্রহের/আমেদাবাদ সত্যাগ্রহের/অসহযোগ আন্দোলনের)

উত্তর-চম্পারণ সত্যাগ্রহের।

প্রশ্নঃ অ্যানি বেসান্ত ভারতে হোমরুল লীগ স্থাপন করেন ১৯১৬ খ্রিস্টাব্দের (মার্চ মাসে/এপ্রিল মাসে/সেপ্টেম্বর মাসে/নভেম্বর মাসে)।

উত্তর-সেপ্টেম্বর মাসে।

প্রশ্ন : বাল গঙ্গাধর তিলক ভারতে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন ১৯১৬ খ্রিস্টাব্দের (ফেব্রুয়ারি মাসে/মার্চ মাসে/এপ্রিল মাসে/সেপ্টেম্বর মাসে)।

উত্তর : এপ্রিল মাসে।

প্রশ্ন:’নিউ ইন্ডিয়া’ পত্রিকা প্রকাশ করেন (অ্যানি বেশান্ত/বাল গঙ্গাধর তিলক গান্ধিজি/লালা লাজপৎরায়)।

উত্তর-অ্যানি বেশান্ত।

প্রশ্নঃ ‘মারাঠা’ ও ‘কেশরী’ পত্রিকার মাধ্যমে তিলক (অসহযোগআন্দোলনের/খিলাফৎআন্দোলনের/হোমবুলআন্দোলনের) আদর্শ প্রচার করেন।

উত্তর : হোমবুল আন্দোলনের।

প্রশ্ন :(হোমবুল আন্দোলন/খিলাফৎআন্দোলন/অসহযোগ আন্দোলন)এর সময় থেকে তিলক জননেতা রূপে স্বীকৃতি লাভ করেন।

ভারতে প্রথম বিশ্বযুদ্ধ প্রভাব সম্পর্কে প্রশ্ন উত্তর সহ

উত্তর : হোমবুল আন্দোলন।

প্রশ্ন : ‘লোকমান্য’ উপাধিতে ভূষিত হন (বালগঙ্গাধর তিলক’লালা লাজপৎ রায়/মহাত্মাগান্ধী/গোপালকৃষ্ণ গোখলে)।

উত্তর : বাল গঙ্গাধর তিলক।

প্রশ্ন : অ্যানি বেশান্ত ১৯১৭ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের (মাদ্রাজ অধিবেশনে/কলকাতা অধিবেশনে/দিল্লি অধিবেশনে/লাহোর অধিবেশনে) সভাপতি পদে নির্বাচিত হন।

উত্তর-উত্তর কলকাতা অধিবেশনে।

প্রশ্ন:ভারতে হোমরুল আন্দোলন শুরু হয় (১৯১৫/১৯১৬/১৯১৭/১৯১৯) খ্রিস্টাব্দে।

উত্তর : ১৯১৬ খ্রিঃ।

প্রশ্ন: মন্টেও-চেমসফোর্ড শাসন সংস্কারের ভিত্তিতে (১৯০৯/১৯১৭/১৯১৯/১৯৩৫) খ্রিস্টাব্দের ‘ভারত শাসন আইন পাশ হয়।

উত্তর : ১৯১৯ খ্রিঃ।

প্রশ্ন : মন্টেও ছিলেন (ভারত সচিব/ভারতের গভর্ণর জেনারেল/ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী/বিচারপতি)।

উত্তর ঃভারত সচিব।

প্রশ্ন :মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনকার্যকর হয় (১৯১৯/১৯২০/১৯২১/১৯২২)খ্রিস্টাব্দে।

উত্তর : ১৯২১।

এটিও পড়ুন – মালভুমি সম্পর্কিত জানা অজানা তথ্য

প্রশ্ন: রাওলাট আইন পাশ হয় (১৯১৯-এর ১৮ মার্চ/১৯১৮-র ১৭ ফেব্রুয়ারি/১৯১৯-এর ৩০ মার্চ ১৯১৮এর ১৩ এপ্রিল)।

উত্তরঃ ১৯১৯-এর ১৮ই মার্চ।

প্রশ্ন: রাওলাট আইনের প্রতিবাদে প্রথমে ১৯১৯ খ্রিঃ (১৮ মার্চ/৩০ মার্চ/২২ মার্চ/৩ এপ্রিল) ধর্মঘটের দিন ধার্য করা হয়, পরে ৬ এপ্রিল স্থির করা হয়।

উত্তর : ৩০ মার্চ।

প্রশ্ন :গান্ধিজি রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ১৯১৯-এর (এপ্রিল মাসে/মে মাসে/জুন মাসে/জুলাই মাসে) স্থগিত বলে ঘোষণা করেন।

উত্তর : জুলাই মাসে।

প্রশ্ন: জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে (১৯১৯-এর ৬ এপ্রিল/১৯১৯-এর ৩০ মার্চ ১৯১৯-এর ১৩ এপ্রিল)।

উত্তর: ১৯১৯-এর ১৩ই এপ্রিল।

প্রশ্ন: জালিয়ানওয়ালাবাগের হত্যকাণ্ডের প্রতিবাদে (মহাত্মা গান্ধি/জওহরলাল নেহরু /চিত্তরঞ্জন দাস/রবীন্দ্রনাথ ঠাকুর) ‘নাইট’ উপাধি পরিত্যাগ করেন।

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ ব্রিটিশ সরকার ‘কাইজার-ই-হিন্দ’ উপাধি দিয়েছিল (গান্ধি জিকে/মহম্মদ আলি জিন্নাহকে/খান আবদুল গফ্ফর খানকে/বল্লভভাই প্যাটেলকে)।

উত্তর : গান্ধিজিকে।

প্রশ্ন : ভারতে খিলাফৎ আন্দোলন শুরু হয় (১৯১৯/১৯২১/১৯২২/১৯২৪) খ্রিস্টাব্দে।

উত্তর: ১৯১৯।

প্রশ্ন :  ভারতে ‘খিলাফৎ দিবস’ পালন করা হয় (১৯১৯-এর ২৬ মার্চ/১৯২১-এর ২৬ জানুয়ারি/১৯১৯-এর ১৭ অক্টোবর/১৯২১-এর ১৭ জানুয়ারি)।

উত্তর: ১৯১৯-এর ১৭ই অক্টোবর।

প্রশ্ন : ১৯১৯ খ্রিস্টাব্দে দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় খিলাফৎ অধিবেশনে সভাপতি হন (মহম্মদ অলি জিন্নাহ/গান্ধিজি/আবদুল গফ্ফর খান/মৌলানা আবুল কালাম আজাদ)।

উত্তরঃ গান্ধিজি

প্রশ্ন : ১৯২০ খ্রিস্টাব্দের (নাগপুর অধিবেশনে/কলকাতা অধিবেশনে/লক্ষ্ণৌ অধিবেশনে/দিল্লি অসহযোগ আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

উত্তর : নাগপুর অধিবেশনে।

প্রশ্নঃ বরদৌলি সত্যাগ্রহের সময় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে (জওহরলাল নেহরু /সিতারামাইয়া/গান্ধিজি) সদার’ উপাধিদান করেন। চিঞ্জন দাস/পট্টডি।

উত্তরঃ গান্ধিজি

প্রশ্নঃ চৌরিচৌরা হত্যাকাণ্ড ঘটে (১৯২০ খ্রিস্টাব্দের ২২শে সেপ্টেম্বর/১৯১৯ খ্রিস্টাব্দে ১০ই খ্রিস্টাব্দে ৮ই মার্চ/১৯২২ খ্রিস্টাব্দে ৫ই ফেব্রুয়ারি)।

প্রশ্ন:(১৯২৪ খ্রিস্টাব্দে/১৯২৫ খ্রিস্টাব্দে/১৯২৭ খ্রিস্টাব্দে/১৯২৩ খ্রিস্টাব্দে) মুস্তাফা কামাল পাশার নেতৃত্বে তুরস্কে খলিফা পদের অবসান ঘটলে খিলাফৎ আন্দোলন অপ্রয়োজনীয় হয়ে পড়ে।

উত্তর: ১৯২৪ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: স্বরাজ্যদল প্রতিষ্ঠিত হয় (১৯২২ খ্রিস্টাব্দে/১৯২৩ খ্রিস্টাব্দে/১৯২৪ খ্রিস্টাব্দে/১৯২৫ খ্রিস্টাব্দে)।

উত্তর : ১৯২৩ খ্রিস্টাব্দে।

ভারতে প্রথম বিশ্বযুদ্ধ প্রভাব সম্পর্কে প্রশ্ন উত্তর সহ

প্রশ্নঃ স্বরাজা দলের সম্পাদক ছিলেন (চিত্তরঞ্জন দাস/মতিলাল নেহেরু/মুভাষচন্দ্র বোস/জওহরলাল।

উত্তর : মতিলাল নেহরু।

প্রশ্ন : সাইমন কমিশন গঠিত হয় (১৯২১ খ্রিস্টাব্দে/১৯২৩ খ্রিস্টাব্দে/১৯২৫ খ্রিস্টাব্দে/১৯২৭ খ্রিস্টাব্দে)।

উত্তর : ১৯২৭ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ সাইমন কমিশনের সদস্যরা ভারতে আসেন (১৯২৭-এর ৮ই মার্চ/১৯২৮-এর ৩রা ফেব্রুয়ারী/১৯২৩ এর ৮ই ডিসেম্বর/১৯২২ এর ৭ই ফেব্রুয়ারি)।

উত্তর : ১৯২৮ খ্রিস্টাব্দে ৩’রা ফেব্রুয়ারী।

প্রশ্নঃ সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় (১৯২৭ খ্রিস্টাব্দে/ ১৯২৮ খ্রিস্টাব্দে/১৯৩০ খ্রিস্টাব্দে/১৯৩১ খ্রিস্টাব্দে)।

উত্তরঃ ১৯৩০ খ্রিস্টাব্দে।

প্রশ্ন :  বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হয় (১৯২৩-এর ১লা জুন/১৯২৩-এর ১লা সেপ্টেম্বর/১৯২২-এর ১লা জুলাই/১৯২০-র ১লা আগস্ট)।

উত্তর : ১৯২০-র ১লা আগস্ট।

প্রশ্নঃ  নেহরু রিপোর্ট প্রকাশিত হয় (১৯২৮-এর ১০ই আগস্ট/১৯২৭-এর ২২ শে নভেম্বর/১৯৩০-এর ১৭ই জুন/১৯৩১-এর ১৫ই জুলাই)।

উত্তর : ১৯২৮-এর ১০ই আগস্ট।

প্রশ্নঃ পুণাচুক্তি স্বাক্ষরিত হয় (গান্ধিজি ও আরউইনের মধ্যে/গান্ধিজি ও জওহরলাল নেহরুর মধ্যে/জিন্নাহ ও গান্ধিজির মধ্যে/গান্ধিজি ও ড. আম্বেদকরের মধ্যে)।

উত্তর : গান্ধিজি ও ড. আম্বেদকরের মধ্যে।

প্রশ্নঃ ১৯২৯ খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেসের (লাহোর অধিবেশনে/মাদ্রাজ অধিবেশনে/দিল্লি অধিবেশনে/কলকাতা অধিবেশনে) পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয়।

প্রশ্ন : লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন (মহাত্মাগান্ধি/মৌলানা আবুল কালামনেহরু/বল্লভভাই প্যাটেল)।

উত্তর-উত্তলাল নেহৰু আজাদ/জওহরলাল।

প্রশ্ন : গান্ধিজি আইন অমান্য আন্দোলন শুরু করেন (১৯২৯ খ্রিস্টাব্দে/১৯৩০ খ্রিস্টাব্দে/১৯৩১ খ্রিস্টাব্দে/১৯৩২ খ্রিস্টাব্দে)।

উত্তর: ১৯৩০ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : গান্ধি-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় (১৯৩০-এর ৭ই জুলাই/১৯৩১-এর ২৬ শে জানুয়ারী/১৯৩১-এর ৫ই মার্চ/১৯৩২-এর ২রা আগস্ট)।

উত্তর : ১৯৩১, ৫ই মার্চ।

প্রশ্ন : লণ্ডনে অনুষ্ঠিত তিনটি গোল টেবিল বৈঠকের মধ্যে কংগ্রেস (প্রথম/দ্বিতীয়/তৃতীয়) গোলটেবিল বৈঠকে যোগদান করে।

উত্তর : দ্বিতীয়।

প্রশ্ন: ১৯৩১ খ্রিস্টাব্দে লণ্ডন বৈঠকে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন (লালা লাজপত রায়/গান্ধিজি/মতিলাল নেহৰু)।

উত্তরঃ গান্ধিজি

প্রশ্ন : ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড (১৯৩০ খ্রিস্টাব্দে/১৯৩১ খ্রিস্টাব্দে/১৯৩২ খ্রিস্টাব্দে/১৯৩৩ খ্রিস্টাব্দে) সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ নীতি ঘোষণা করেন।

উত্তর : ১৯৩২ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: জেলের মধ্যে ৬৪ দিন অনশন করে মৃত্যুবরণ করেন (যতীন দাস/কানাই ভট্টাচার্য/ভগৎ সিং/বটুকেশ্বর দত্ত)।

উত্তর : যতীন দাস।

প্রশ্ন: ১৯২৮ খ্রিস্টাব্দের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন (সূর্যসেন/ভগৎ সিং/লোকনাথ বল/অনন্ত ঘোষ)।

উত্তর : সূর্য সেন।

প্রশ্নঃ ইণ্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠিত হয় (কানপুরে/লাহোরে/চট্টগ্রামে/পুনায়)।

উত্তর: চট্টগ্রামে।

প্রশ্নঃ কাকোরী ষড়যন্ত্র মামলা শুরু হয় (১৯২৫ খ্রিস্টাব্দে/১৯২৭ খ্রিস্টাব্দে/১৯২৮ খ্রিস্টাব্দে/১৯৩০ খ্রিস্টাব্দে)।

উত্তর: ১৯২৫ খ্রিস্টাব্দে

প্রশ্নঃ মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় (১৯২৮-এর ১৭ই নভেম্বর/১৯২৯-এর ২০শে মার্চ/১৯২৮-এর ৩১ শে ডিসেম্বর/১৯৩১-এর ১২ই মার্চ)।

উত্তর : ১৯২৯-এর ২০ শে মার্চ।

প্রশ্নঃ সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় (১৯২৭-এর ১৮ই জানুয়ারি/১৯২৮-এর ১৮ই মার্চ/১৯৩০ এর ১৮ই এপ্রিল ১৯৩১-এর ১৮ই মে)।

উত্তর: ১৯৩০-এর ১৮ই এপ্রিল।

প্রশ্নঃ (স্যামুয়েল হোর/আর্ণেস্ট ডে/লর্ড ওয়েলিংটন/ওয়েব মিলার) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনকে অভূতপূর্ব সশস্ত্র অভ্যুত্থান’ বলে চিহ্নিত করে একে এক বিরল ঘটনা বলে বর্ণনা করেছিলেন।

উত্তর : স্যামুয়েল হোর।

প্রশ্ন : গভর্ণর স্ট্যানলি জ্যাকসনকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলি করে মারার চেষ্টা করেন (শান্তি /সুনিতি/বীনা দাস/প্রীতিলতা ওয়াদ্দেদার)।

উত্তর : বীণা দাস।

প্রশ্নঃ ১৯২৮ খ্রিস্টাব্দে হিন্দুস্থান সোস্যালিস্ট রিপাবলিকান আর্মি গঠিত হয় (চন্দ্রশেখর আজাদ/বাল গঙ্গাধর তিলক/সূর্য সেন চিত্তরঞ্জন দাশ)-এর নেতৃত্বে।

উত্তর : চন্দ্রশেখর আজাদ।

প্রশ্ন: নওজওয়ান ভারতসভা’ নামে সংগঠনটি তৈরি করেছিলেন (সূর্য সেন/ভগৎ সিং/অনন্ত সিং/জওহরলাল নেহৰু)।

উত্তর : ভগৎ সিং।

এটিও পড়ুন – ভারতের লোকসভার স্পিকার এর তালিকা ও সময়কাল

ট্যাগ- ভারতে প্রথম বিশ্বযুদ্ধ প্রভাব সম্পর্কে প্রশ্ন উত্তর সহ, Download ভারতে প্রথম বিশ্বযুদ্ধ প্রভাব সম্পর্কে প্রশ্ন উত্তর সহ, Free PDF ভারতে প্রথম বিশ্বযুদ্ধ প্রভাব সম্পর্কে প্রশ্ন উত্তর সহ, জেনে নিন ভারতে প্রথম বিশ্বযুদ্ধ প্রভাব সম্পর্কে প্রশ্ন উত্তর সহ,

This Post Has One Comment

Leave a Reply