You are currently viewing ভারতীয়দের মধ্যে প্রথম মহিলাগণ

ভারতীয়দের মধ্যে প্রথম মহিলাগণ

ভারতীয়দের মধ্যে প্রথম মহিলাগণ এই পোষ্টে ভারতীয়দের মধ্যে প্রথম মহিলাগণ নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যারা ভারতীয়দের মধ্যে প্রথম মহিলাগণ এর তালিকা খুঁজছেন আশা করি তাদের খুব কাজে আসবে। [ এটিও পড়ুন – ভারতীয়দের মধ্যে প্রথম পরুষ ব্যক্তিগণ ]

ভারতীয়দের মধ্যে প্রথম মহিলাগণ

প্রশ্ন : প্রথম অ্যাডভোকেট হন ?
উত্তর ঃ রেজিনা গুহ।
প্রশ্ন : প্রথম ইংলিশ চ্যানেল পার হন ?
উত্তর ঃ আরতি সাহা।
প্রশ্ন : প্রথম ২বার ইংলিশ চ্যানেল পার হন ?
উত্তর ঃ আরতি সাহা (চক্রবর্তী)।
প্রশ্ন : প্রথম রাষ্ট্রদূত ?
উত্তর : বিজয়লক্ষ্মী পণ্ডিত।
প্রশ্ন : প্রথম বিলাত যান?
উত্তর ঃ রাজকুমারী বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন : প্রথম ইঞ্জিনিয়ার হন ?
উত্তর : ইলা মজুমদার।
প্রশ্ন : প্রথম এম. এ. পাশ করেন ?
উত্তর ঃ চন্দ্রমুখী বসু।
প্রশ্ন : প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী হন?
উত্তর : সুচেতা কৃপালিনী।।
প্রশ্ন : প্রথম প্রধানমন্ত্রী হন?
উত্তর : ইন্দিরা গান্ধী।
প্রশ্ন : প্রথম মেয়র হন?
উত্তর : সুলোচনা মোদী।
প্রশ্ন : প্রথম পাইলট হন?
উত্তর : দুর্বা বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন : প্রথম ডি. এস. সি ডিগ্রি পান
উত্তর : অসীমা চট্টোপাধ্যায়।

প্রশ্ন : প্রথম ব্যারিস্টার হন?

উত্তর ও কর্ণেলিয়া সোরাবজি। |
প্রশ্ন: প্রথম মহাকাশে যান?
উত্তর : কল্পনা চাওলা।
প্রশ্ন : প্রথম নোবেল পুরস্কার পান?
উত্তর : মাদার টেরেসা।।
প্রশ্ন : প্রথম রাজ্যপাল হন? |
উত্তর ঃ শ্রীমতি সরোজিনী নাইডু।
প্রশ্ন : প্রথম এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?

উত্তর ঃ অধ্যাপিকা বাচেন্দ্রী পাল সিং।
প্রশ্ন: প্রথম দিল্লীর সিংহাসনে রাজত্ব করেন ?
উত্তর ঃ সুলতান ইলতুৎমিসের কন্যার সুলতানা রাজিয়া।।
প্রশ্ন : প্রথম ভারত ছাড়ো আন্দোলনের শহীদ ?
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা।।
প্রশ্ন : প্রথম এয়ার ভাইস মার্শাল কে?
উত্তর : পদ্মা বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন : প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর ঃ প্রতিভা দেবী সিং পাটিল।
প্রশ্ন : প্রথম লোকসভার অধ্যক্ষ কে?
উত্তরঃ শ্রীমতী মীরা কুমার।।

এটিও পড়ুন –পৃথিবীর সপ্তম আশ্চর্য সম্পর্কিত জানা অজানা

This Post Has 2 Comments

Leave a Reply