You are currently viewing ভারতের প্রধান প্রধান উপজাতি এর তালিকা PDF সহ
প্রধান প্রধান উপজাতি

ভারতের প্রধান প্রধান উপজাতি এর তালিকা PDF সহ

প্রধান প্রধান উপজাতি : উপজাতিগুলো হলো সাঁওতাল , ওঁরাও , পাহাড়িয়া , মুন্ডা, রাজবংশী, কোচ, খাসিয়া, মনিপুরী, ত্রিপুরা, পাংখো, গারো, হাজং, মারমা , চাকমা,তঞ্চঙ্গ্যা, চাক, সেন্দুজ, ম্রো, খিয়াং, বম (বনজোগী), খুমি, লুসাই (মিজো)।

ভারতের প্রধান প্রধান উপজাতি এর তালিকা PDF সহ

উপজাতির নাম রাজ্যের নাম 
গাল্লোহ উত্তর-পূর্ব হিমালয় অঞ্চল।
গাদ্দি, গুজ্জর, লাহাউলাস হিমাচল প্রদেশ, উত্তর ভারতে।
ভুটিয়া, লোখা, চাকমা পশ্চিমবঙ্গ।
গোল্ড মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, অন্ধ্ৰপ্ৰদেশ।
চুটিয়া, মিকির, এবোরাস, খাসি আসাম।
বৈগা মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট।
ভুটিয়া উত্তরাঞ্চলের গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চল।
গারো মেঘালয়।
খাস উত্তরপ্রদেশের জৌনসোর-বাবর অঞ্চলে।
বাদাগা নীলগিরি (তামিলনাড়ু)।
খাসি, ঢ্যাং আসাম, মেঘালয়, ত্রিপুরা।
কোল, ভীল, গোণ্ড, গাড়ো মধ্যপ্রদেশ।
কুফি, ফো মনিপুর, ত্রিপুরা।
নাগা (আংগামি, সেমা, আও, তাংকুল, লাহোরা) আসাম, নাগাল্যাণ্ড।
কাদার, উরলিস, মোপলাহ কেরালা।
মোনপা, অপাটামিস, এবোরস অরুণাচল প্রদেশ।
ওঙ্গি, জারোয়া, সেন্টিনেলিস, সোমপেন্ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
চেঞু, গোল্ড, কোলাম অন্ধ্ৰপ্ৰদেশ।
সাঁওতাল পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়, ঝাড়খণ্ডের হাজারিবাগ, রাঁচি, পালাম।
ওয়ারলিস মহারাষ্ট্র।
বাক্কারওয়ালস, গুজ্জর জম্মু ও কাশ্মীর।
ইডসা কর্ণাটক।
মার মিজোরাম।
সান্সি পাঞ্জাব।
হো, কৌয়াম, সাঁওতাল, বিরহোর, ওঁরাও ঝাড়খণ্ড, ওডিশা।
কোটা, টোডা, বাদাগাস তামিলনাড়ু (নীলগিরি পর্বতমালা)
মিনা, গাঁথালি, ভীল, বৈগা রাজস্থান।
ওঁরাও, গোল্ড বিহার।
মিনিকয় লাক্ষাদ্বীপ।
লেপচা, ওয়াংচু সিকিম।
মুরিয়া, গোণ্ড ছত্তিশগড়।
অবর অসম, অরুণাচল প্রদেশ।
খন্ড ওড়িশা।
লুসাই ত্রিপুরা।
মিকির অসম
মুন্ডা ঝাড়খণ্ড
রিয়াং ত্রিপুরা
লুসাইন মিজোরাম
রালটেস মিজোরাম
মিরাশ মিজোরাম
হিমারস মিজোরাম
জয়ন্তিয়া মেঘালয়
মেইথেই মণিপুর
সিমা নাগাল্যাণ্ড
লোথা নাগাল্যাণ্ড
সাংটম নাগাল্যাণ্ড
বানজারা রাজস্থান
বাইকা রাজস্থান
ডোগরা জম্মু ও কাশ্মীর
কাদার কেরালা
রকু ছত্তিশগড়
কুরুষ নীলগিরি পর্বত
ডুবলা দাদরা ও নগর হাভেলি
আদি অরুণাচল প্রদেশ
সিংফো অরুণাচল প্রদেশ
মিসমি অরুণাচল প্রদেশ
নিসি অরুণাচল প্রদেশ
তাপিন অরুণাচল প্রদেশ

 

এটিও জেনে নিনঃ বাংলার সংস্কৃতি প্রবন্ধ রচনা

File Name: ভারতের প্রধান প্রধান উপজাতি ও তার তালিকা PDF সহ

File Format:PDF

PDF File Name:ভারতের প্রধান প্রধান উপজাতি ও তার তালিকা PDF সহ

PDF File Size:346 KBPS

No of Page:02

Download Link: ভারতের প্রধান প্রধান উপজাতি

এটিও পড়ুন – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভার তালিকা PDF সহ ?

Leave a Reply