প্রধান শস্য উৎপাদনকারী রাজ্য PDF সহ

প্রধান শস্য উৎপাদনকারী রাজ্য PDF সহ

প্রধান শস্যঃ-  শস্য বলতে চাষাবাদযোগ্য উদ্ভিদ অথবা কৃষিজাত উৎপাদিত পণ্যকে বুঝায়। বীজ, শাকসব্জি কিংবা ফলমূল – এগুলো সবই শস্যরূপে চিহ্নিত। কৃষির সাথে সম্পৃক্ত কৃষক শস্য উৎপাদন করে থাকেন। উৎপাদিত শস্য কৃষিজাত পণ্যের অবিচ্ছেদ্য অংশ। একই ধরনের উৎপাদিত বৃহৎ পরিমাণের খাদ্যসম্ভার, কাপড়-চোপড় ইত্যাদি তৈরীতে সহায়ক উদ্ভিদকূলকে শস্য নামে অভিহিত করা হয়। শস্য মূলত অ-প্রাণীজাত প্রজাতি কিংবা বিভিন্ন উদ্ভিদজাত ফসল যা খাদ্য, গবাদিপশুর শুকনো খাদ্য, জ্বালানী কিংবা অন্য কোন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্যে উৎপাদন করা হয়। 

              প্রধান শস্য উৎপাদনকারী রাজ্য PDF সহ ?

                          শস্য    প্রধান উৎপাদনকারী রাজ্য
   তামাক (Tobacco) পাঞ্জাব, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ।
   বার্লি (Barley) উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, ঝাড়খণ্ড,পাঞ্জাব।
   জোয়ার (Jower) কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ।
   বাজরা (Bajra) উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট ও হরিয়ানা।
   বাদাম (Groundnut) অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট।
   কাজুবাদাম (Cashew nuts) তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ।
   নারকেল (Coconut) কর্ণাটক, কেরালা, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু।
   রেপসিড ও সরষে (Rapeseed & Mustard) পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থান।
   ভূট্টা (Maize) বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব ও রাজস্থান।
   রেশম (Silk) পশ্চিমবঙ্গ, কর্ণাটক, কেরালা।
   হলুদ (Turmeric) তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা।
   ছোট এলাচ (Cardamom) কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু ও সিকিম।
   গোলমরিচ (Pepper) কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ু।
   আদা (Ginger) উত্তরপ্রদেশ, মেঘালয়, কেরালা।

 

এটিও পড়ুনঃ-দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রবন্ধ 1000 শব্দের মধ্যে

Download:- প্রধান শস্য উৎপাদনকারী রাজ্য PDF সহ

PDF Page:- 1

PDF Size: 385 KB

DOWNLOAD LINK: [I] । DOWNLOAD LINK:- [II] ।

This Post Has One Comment

  1. Pingback: ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র এর তালিকা PDF সহ? - KmdInfo

Leave a Reply