বায়ুর কাজ সম্পর্কিত প্রশ্ন উত্তর

বায়ুর কাজ : এই পোষ্টে বায়ুর কাজ সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে বায়ুর কাজ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – সংবিধানের কী এবং সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য

বায়ুর কাজঃ  যে সব প্রাকৃতিক শক্তি ভূমির পরিবর্তন সাধন করে সেগুলির মধ্যে বায়ু প্রবাহ শক্তি বিশেষ গুরুত্ব পূর্ণ । শুষ্ক মরু অঞ্চল ও সমুদ্র উপকূলবর্তী বৃক্ষহীন ও প্রায় বৃষ্টিহীন অঞ্চলে বায়ুর কাজ সর্বাধিক লক্ষ্য করা যায় ।
বায়ুর কাজ গুলি হল – ১) ক্ষয় কাজ ২) বহন কাজ ও ৩) সঞ্চয় কাজ

বায়ুর কাজ সম্পর্কিত প্রশ্ন উত্তর

  • আমেরিকা যুক্তরাষ্ট্রের সোনোরান মরুভূমিতে কী দেখা যায়?
    উত্তরঃ- ‘জুগ্যান’ দেখা যায়।
  • আরবের মরুভূমিতে কি দেখা যায়?
    উত্তরঃ- ইয়ারদাঙ দেখা যায়।
  • আফ্রিকার সাহারা মরুভূমিতে কী দেখা যায়?
    উত্তরঃ-  গৌর দেখা যায়।
  • আফ্রিকার কালাহারি, অস্ট্রেলিয়ার মরুভূমি এবং ভারতের দাক্ষিণাত্যের বৃষ্টিচ্ছায় অঞ্চলের কী দেখা যায়?
    উত্তরঃ-  ইনসেলবার্জ দেখা যায়।
  • রাজস্থানের মরুভূমিতে চলন্ত বালিয়াড়ি কে বলে?
    উত্তরঃ- —ধ্রিয়ান বলে।
  • সাহারা, কালাহারি, থর মরুভূমিতে কি দেখা যায়?
    উত্তরঃ-  সিফ্‌ বালিয়াড়ি দেখা যায়।
  • বায়ুর অবনমনের ফলে যেসব গর্ত সৃষ্টি হয় তাকে কী বলে?
    উত্তরঃ-  ধান্দ।
  • রাজস্থানের লবণাক্ত জলের হ্রদ বা প্লায়াকে কী বলে?
    উত্তরঃ-  ধান্দ বলে।
  • মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলে?
    উত্তরঃ- —ওয়াদি বলে।
  • শিলাময় মরুভূমিকে কি বলে?
    উত্তরঃ-  হামাদা।
  • পৃথিবীর উচ্চতম বালিয়াড়িগুলি অবস্থিত?
    উত্তরঃ-  – উত্তর আফ্রিকার আলজেরিয়ায়।
  • আধখান চাঁদের মত বালিয়াড়িকে বলে?
    উত্তরঃ- – বারখান।
  • সাপের মত আঁকা বাঁকা বালিয়াড়িকে কি বলে?
    উত্তরঃ-  আকলে।

ট্যাগঃ

 বায়ুর কাজ, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুর কার্য, ইনসেলবার্জ, ইয়ারদাং কি, জুগেন, নদীর কাজ

মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ

এটিও পড়ুন –

ভারতের বিভিন্ন বিখ্যাত স্থান ও তাদের উপনাম এর তালিকা

This Post Has 2 Comments

  1. PK

    বায়ুর কাজ সম্পর্কিত তথ্য ..

    1. Saral

      খুব সুন্দর লেখা ।।

Leave a Reply