বায়ুসেনার কম্যান্ড: এই পোষ্টে বায়ুসেনার কম্যান্ড কোথায় রয়েছের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে বায়ুসেনার কম্যান্ড কোথায় রয়েছে জেনে নিন PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – সংবিধানের কী এবং সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য
বায়ুসেনার কম্যান্ড
- Central Air Command Head Quarters: এলাহাবাদ
- Eastern Air Command Headquarters: শিলং
- Western Air Command Headquarters: নিউ দিল্লি
- South Air Command Headquarters: ত্রিবন্দম
- South-Western Air Command Headquarters : গান্ধীনগর
- Maintenance Command Headquarters: নাগপুর
- Training Command Headquarters: বেঙ্গালুরু
- ভারতীয় বায়ুসেনা পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর। এর সদর দণ্ড নয়াদিল্লি।
- Air Force Academy রয়েছে হায়দ্রাবাদে – এখানে প্রথমিক ফ্লাইট ট্রেনিং দেওয়া হয়।
- Advanced Flight Training School রয়েছে -কর্ণাটকে বিদর, অন্ধ্রপ্রদেশের হাকিমপেট প্রভৃতি স্থানে।
- হাকিম পেটে হেলিকপ্টার চালানাের ট্রেনিং দেওয়া হয়।
- LCA: Light Combat Aircraft
- MMRCA: Medium Multi Role combat Aircraft
- US: Unmanned Aerial Vehicle
- AED:Aeronautical Development Establishment
এগুলিও পড়ুন