You are currently viewing বিভিন্ন জৈব যৌগের ব্যবহার এর তালিকা PDF সহ | ( List of uses of various organic compounds PDF)
বিভিন্ন জৈব যৌগের ব্যবহার এর তালিকা PDF সহ

বিভিন্ন জৈব যৌগের ব্যবহার এর তালিকা PDF সহ | ( List of uses of various organic compounds PDF)

জৈব যৌগঃ জৈব যৌগ হল এক ধরনের যৌগিক পদার্থ যার সাধারন উপাদান হিসেবে কার্বন থাকে। ঐতিহাসিক কারণে কিছু যৌগ যেমন- কার্বনেট, কার্বনের সাধারণ অক্সাইডসায়ানাইড এবং কার্বনের রূপভেদকে অজৈব যৌগ হিসেবে বিবেচনা করা হয়।[১]

                বিভিন্ন জৈব যৌগের ব্যবহার এর তালিকা PDF সহ

                     জৈব যৌগ                                             ব্যবহার
ইথাইল অ্যালকোহল গালা, রজন, রবার, সুগন্ধী দ্রব্য, স্পিরিট, রং, টনিক ও জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়।
ইথিলিন কৃত্রিম রাবার, ফল সংরক্ষণে, কাঁচা ফল পাকাতে, পলিথিন ও চেতনানাশক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়।
মিথেন (মার্স গ্যাস ও আলেয়ার আলো) তাপ উৎপাদক জ্বালানি, অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করতে, কার্বন ব্ল্যাক, গ্রামোফোনের রেকর্ড, জুতোর কালি, রবার, ছাপার কালি ও পেন্ট প্রভৃতি কাজে ব্যবহার করা হয়।
ভিনিগার (অ্যাসিটিক অ্যাসিড) অ্যাসপিরিন, সাদা রঙ প্রস্তুতিতে, মাছ-মাংস সংরক্ষণে, রবার ঘন করতে ব্যবহার করা হয়।
ন্যাপথালিন নীল রঙ তৈরিতে, রঙ তৈরিতে ও জীবানুনাশক হিসাবে ব্যবহার করা হয়।
অ্যাসিটিলিন ত্রিম রবার, প্লাস্টিক, ঝালাই, কাটাই হিসাবে ও ইথাইল অ্যালকোহল, বেঞ্জিন ও অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতিতে বহার করা হয়।
গ্লিসারিন / গ্লিসারল জুতোর কালি, ছাপার কালি, ডিনামাইটে বিস্ফোরক দ্রব্য, সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
ইউরিয়া কালাজ্বরের ওষুধ ঘুমের ওষুধ প্রস্তুত করতে।
ফেনল (কার্বলিক অ্যাসিড) ছত্রাক ধ্বংস করে, পাইল, ফটোশিল্পে এবং সাপ এই গন্ধ সহ্য করতে পারে না।
ক্লোরোফর্ম রবার, চর্বি, তেল, মোম, চেতনা নাশক, ড্রাই ওয়াসে, পচনশীল উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণে ব্যবহার করা হয়।

 

এটিও জেনে নিনঃ ৫ টি প্যারাগ্রাফ শিখলেই লিখতে পারবেন ১২৭ টি প্যারাগ্রাফ

File Name: বিভিন্ন জৈব যৌগের ব্যবহার এর তালিকা PDF সহ

File Format:PDF

PDF File Size:320 KBPS

No of Page:01

Download Link:বিভিন্ন জৈব যৌগের ব্যবহার

Leave a Reply