You are currently viewing বিভিন্ন প্রতীক চিহ্ন ও তার তালিকা PDF সহ।(Various symbols and their list with PDF)1
বিভিন্ন প্রতীক চিহ্ন ও তার তালিকা PDF সহ

বিভিন্ন প্রতীক চিহ্ন ও তার তালিকা PDF সহ।(Various symbols and their list with PDF)1

প্রতীক চিহ্নঃ

শাব্দিক উৎপত্তি ইংরেজি symbol শব্দটির বাংলা পারিভাষিক প্রতিশব্দ হলো প্রতীক। ইংরেজি শব্দটি এসেছে গ্রিক ক্রিয়াপদ ‘সিম্বালেঈন’ (অর্থ: একত্রে ছুঁড়ে মারা) এবং বিশেষ্য ‘সিম্বলোন’ (অর্থ: চিহ্ন; প্রতীক; টোকেন বা নিদর্শন) থেকে।এছাড়া বাংলায় ‘প্রতীক’ শব্দটির অর্থ চিহ্ন; নিদর্শন; সংকেত।[১]

                      বিভিন্ন প্রতীক চিহ্ন ও তার তালিকা PDF সহ

                           প্রতীক চিহ্ন                                  সংস্থা /উপকরণ
অর্ধনমিত পতাকা জাতীয় শোক
উল্টোভাবে উত্তলিত পতাকা দুর্দৈব বা দুর্দশা। যেমন
হলুদ পতাকা (Yellow flag) জাহাজে লাগানো থাকলে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগী আছে।
কালো পতাকা (Black flag) প্রতিবাদ।
লাল পতাকা (Red flag) বিপ্লব (Revolution), বিপদ সংকেত।।
সাদা পতাকা (White flag) সন্ধি (Truce) /সাময়িক বিরতি।
পতাকার উপরের অংশ নীচে থাকলে বিপর্যয়।
লাল ত্রিভূজ (Red Triangle) পরিবার পরিকল্পনা।
লাল ব্রুস (Red Cross ) হাসপাতাল অথবা চিকিৎসা সংক্রান্ত উপকরণ।
লাল বাতি (Red light) ভয়ংকর, অত্যন্ত প্রয়োজনীয় অথবা ট্রাফিকে থামবার সংকেত।
সবুজ বাতি (Green light) রাস্তা পরিস্কারের সংকেত।
পায়রা (Pegion) শান্তি।
ওলিভ কাণ্ড (Olive Brunch) শান্তি।
একটি কালো কাপড়ে চোখ বাঁধা এবং হাতে দাঁড়িপাল্লা ধরা মহিলা ন্যায় বিচার
কালো হস্ত বন্ধনী (Black armband) প্রতিবাদের চিহ্ন অথবা শোকসূচক।
দুটো কোণাকুনি হাড় ও মাঝে একটি মাথার খুলি বিপদ (বৈদ্যুতিক)।
ইউনিয়ন জ্যাক (Union Jack) গ্রেট ব্রিটেনের জাতীয় পতাকা।
পদ্ম (Lotus) সংস্কৃতি এবং সভ্যতা।
চক্র (Wheel) উন্নতি (Progress)।
সেলামরত মহারাজা এয়ার ইন্ডিয়া।

 

এটিও জেনে নিনঃ মহকুমা শাসকের ক্ষমতা ও কার্যাবলি ?

File Name: বিভিন্ন প্রতীক চিহ্ন ও তার তালিকা PDF সহ ?

File Format: PDF

PDF File Size: 346 KBPS

No of Page: 01

Download Link: বিভিন্ন প্রতীক চিহ্ন

Leave a Reply