ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব – Famous Festivals in India

ভারতের বিভিন্ন রাজ্যের উল্লেখযোগ্য উৎসব: উৎসব বলতে সাধারণত সামাজিক, ধর্মীয় এবং ঐতিহ্যগত প্রেক্ষাপটে পালিত আনন্দ অনুষ্ঠানকে বোঝায়। বাংলায় প্রচলিত লোকায়িত উৎসবের মধ্যে রয়েছে পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, নবান্ন, পৌষ মেলা ইত্যাদি। মুসলমান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দু ধর্মাবলম্বীদের বার্ষিক উৎসবের মধ্যে রয়েছে জন্মাষ্ঠমী, রথযাত্রা, দুর্গা পূজা, সরস্বতী পূজা।

ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব

রাজ্যের নাম ও বিভিন্ন রাজ্যের উৎসব এর নাম

অন্ধ্রপ্রদেশ : উগাডি-মার্চ, মহাকালী যাত্রা ।

অসম : বিহু।

ওড়িশা : রথযাত্রা, কোনারক উৎসব।

উত্তরপ্রদেশ : ব্রহ্মোৎসব, রামনবমী, শ্রবণ দশেরা, কংস।

উত্তরাখন্ড : কুম্ভমেলা, অর্ধ কুম্ভমেলা।

কেরালা : বিশু, পুরাম, ওনাম, তিস্ক।

গোয়া : কার্নিভাল, কনসৌলিম যাত্রা, শিগমো।

ছত্তিশগড় : পোলা নবখাই৷

ঝাড়খন্ড : ছটপূজা।

পন্ডিচেরি : ফরাসি বান্ডিল দিবস।

এটিও পড়ুন – ভারতের বিভিন্ন প্রদেশে আঞ্চলিক যাত্রার নাম

পাঞ্জাব : বৈশাখী, সাতোয়া, করবাচওত।

পশ্চিমবঙ্গ : দুর্গাপূজা, কালীপূজা, লক্ষ্মীপূজা, নববর্ষ, দোল, গঙ্গাসাগর, নবান্ন, রাসযাত্রা, গাজন, চরক।

বিহার : ছট, করম, সরলস।

মহারাষ্ট্র : গণেশ চতুর্থী, জামসিদ নাউরোজ, নাগপঞ্চমী।

তামিলনাড়ুঃ পোঙ্গল, নববর্ষ, জাল্লিকাটু।

হিমাচল প্রদেশ : মিজ্ঞর মেলা, জ্বালামুখী মেলা।

মধ্যপ্রদেশ : তানসেন সঙ্গীত উৎসব।

সিকিম : লোসার, লোসাং, চইতা।

রাজস্থান : আদিবাসী কুম্ভমেলা।

হরিয়ানা : নাওমি, সবেবরাত, সুপ্পা, ওহিয়াদুজ।

মেঘালয় : ওয়াংগালা।

মিজোরাম : মিনকুট, চাপচারকুট।

নাগাল্যান্ড : অঙ্গাজিদের সেক্রেনি পাখি উৎসব।

ত্রিপুরা : ত্রিপুরেশ্বরী মন্দির উৎসব, ঘুড়ি উৎসব, ডাণ্ডি দরবার, কারচি পূজা।

দিল্লি: খ্রিস্টীয় মেলা, রোশেনারা, শালিমায়।

দাদরা ও নগর হাভেলি: দিবাসোর।

File Details: ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব

File Name: ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব

File Format: PDF

Number of Page: 2

File size: 383 KB

Download Link: Download 1

Click Here to Download PDF

This Post Has One Comment

  1. Pingback: কিছু উল্লেখযোগ্য ব্যাঙ্কের সম্পুর্ন নাম ও তার তালিকা PDF সহ।() - Kmdinfo- জিকে ব্যাংক

Leave a Reply

17 − 8 =