বিভিন্ন দেশের বিমান সংস্থার নাম

বিভিন্ন দেশের বিমান সংস্থার নাম দেশ সহ আলোচনা করা হল। আপনারা যারা বিভিন্ন দেশের বিমান সংস্থার নাম লেখা খুঁজছেন আশা করি তাদের প্রয়োজন আসবে। [এটিও পড়ুন – ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর]

বিভিন্ন দেশের বিমান সংস্থার নাম

দেশের নাম  বিমান সংস্থার নাম
ভারত ইন্ডিয়ান এয়ারলাইন্স, জেট এয়ারওয়েজ, ডেকান এয়ারলাইন্স, সাহারা এয়ার লাইল, এয়ার ইন্ডিয়া।
 বাংলাদেশ এরা বেঙ্গল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
পাকিস্তান পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ার লাইন্স (PIA)।
চীন চায়না এয়ারলাইন্স।
অস্ট্রেলিয়া কোয়ান্টাস, অগাস্টা এয়ারওয়েজ।
রাশিয়া এয়ারফ্রোট।
আর্জেন্টিনা এরো লিনিয়াস।
জাপান জাপান এয়ারলাইন্স।
ইতালি আলিতালিয়া।
যুক্তরাষ্ট্র প্যান আমেরিকান এয়ারলাইন্স (প্যান অ্যাম)।
জার্মানি লুফথানসা (Lufthansa), এন, এফ. ডি,।।
যুক্তরাজ্য ব্রিটিশ এয়ারওয়েজ (BA)
আয়ারল্যান্ড এয়ার লিংগাস।
ফ্রান্স এয়ার ফ্রান্স।
সিঙ্গাপুর  সিঙ্গাপুর এয়ারলাইন্স।
সুইজারল্যান্ড সিঙ্গাপুর এয়ারলাইন্স।
স্পেন ইবেরিয়া।
সুইডেন সুইডেন এয়ারলাইন্স।
দক্ষিণ আফ্রিকা: ফিটেস্টার।
নিউজিল্যান্ড : বেল এয়ার।

এগুলিও পড়ুন –

Leave a Reply