You are currently viewing রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ ও তার তালিকা PDF সহ।The doctrine of eminent political scientists
রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ

রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ ও তার তালিকা PDF সহ।The doctrine of eminent political scientists

রাষ্ট্রবিজ্ঞান ইংরাজি শব্দের অর্থ হল (Political Science)। এটি গ্রিক শব্দ Polis থেকে পলিটিক্স শব্দটি এসেছে। রাষ্ট্রবিজ্ঞান এর জনক হলেন এরিস্টটল । কারন তিনি রাষ্ট্র সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রথম রাষ্ট্র সম্পর্কে সকল সমস্যা সমাধান করেন তাই তাকে রাষ্ট্র বিজ্ঞানের জনক বলা হয়।

রাষ্ট্রবিজ্ঞানী ও মতবাদঃ

ব্রাইস

  • রাষ্ট্রবিজ্ঞান হ’ল একটি প্রগতিশীল বিজ্ঞান।

ব্রাইস

  • রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি মনোবিজ্ঞানের মধ্যেই নিহিত।

গার্নার

  • রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে।

ল্যাস্তি

  • সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানবজীবনের আলোচনাই রাষ্ট্রবিজ্ঞান।

গেটেল

  • রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে।

সিলি

  • ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন।

অ্যারিস্টটল

  • মানুষ হ’ল সামাজিক জীব।

অধ্যাপক গিলক্রিষ্ট

  • রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে।

কান্ট

  • রাষ্ট্রনীতি নৈতিকতার কাছে নতিস্বীকার করে এক পা এগোতে পারে না।

হেগেল

  • রাষ্ট্র হ’ল স্বাধীনতার মূর্ত প্রতীক।

অ্যারিস্টটল

  • সমাজ বহির্ভূত ভাবে যে বাস করে সে হয় পশু নয় ভগবান।

লেনিন

  • বৈপ্লবিক মতবাদ ছাড়া বৈপ্লবিক আন্দোলন অসম্ভব।

রুশো

  • স্বাধীনতা হ’ল অধিকারের ফল।

রুশো

  • মানুষ জন্মগত ভাবে স্বাধীন কিন্তু সর্বত্র শৃঙ্খলে আবদ্ধ।

মুসোলিনী

  • পার্লামেন্ট হ’ল একটি প্রীড়নক মাত্র।

 

 রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ ও তার তালিকা

রাষ্ট্রবিজ্ঞানী

মতবাদ

ব্রাইস রাষ্ট্রবিজ্ঞান হ’ল একটি প্রগতিশীল বিজ্ঞান।
ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি মনোবিজ্ঞানের মধ্যেই নিহিত।
গার্নার রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে।
ল্যাস্তি সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানবজীবনের আলোচনাই রাষ্ট্রবিজ্ঞান।
গেটেল রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে।
 সিলি ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন।
 অ্যারিস্টটল মানুষ হ’ল সামাজিক জীব।
অধ্যাপক গিলক্রিষ্ট রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে।
কান্ট রাষ্ট্রনীতি নৈতিকতার কাছে নতিস্বীকার করে এক পা এগোতে পারে না।
হেগেল রাষ্ট্র হ’ল স্বাধীনতার মূর্ত প্রতীক।
অ্যারিস্টটল সমাজ বহির্ভূত ভাবে যে বাস করে সে হয় পশু নয় ভগবান।
লেনিন বৈপ্লবিক মতবাদ ছাড়া বৈপ্লবিক আন্দোলন অসম্ভব।
রুশো স্বাধীনতা হ’ল অধিকারের ফল।
রুশো মানুষ জন্মগত ভাবে স্বাধীন কিন্তু সর্বত্র শৃঙ্খলে আবদ্ধ।
মুসোলিনী পার্লামেন্ট হ’ল একটি প্রীড়নক মাত্র।

 

এটিও জেনে নিনঃ জনসেবা প্রবন্ধ রচনা 700 শব্দের মধ্যে

File Name: রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ ও তার তালিকা PDF সহ

File Format: PDF

PDF File Name: বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ ও তার তালিকা PDF সহ

PDF File Size: 345 KBPS

No of Page: 01

Download Link:  রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ

Leave a Reply