বৌদ্ধ সংগীতঃ প্রথম বৌদ্ধ সঙ্গীতি গৌতম বুদ্ধের দেহ প্রয়াণের ঠিক পরেই বর্ষাকালের দ্বিতীয় মাসে রাজগৃহে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মের ইতিহাসের প্রথম পরিষদ।
বৌদ্ধ সংগীত সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য PDF সহ
বৌদ্ধসংগীতি | কোন রাজার আমলে হয় | সভাপতি | স্থান | প্রয়োজনীয় তথ্য |
প্রথম বৌদ্ধসংগীতি (৪৮৩ খ্রিস্ট পূর্বাব্দ) | অজাতশত্রু | মহাকাশ্যপ | রাজগৃহের সপ্তপর্ণী গুহা | সুত্তপিটক ও বিনয়পিটক লেখা হয়। সূত্তপিটক আনন্দ ও বিনয়পিটক উপালি সংকলন করেন. |
দ্বিতীয় বৌদ্ধসংগীতি (৩৮৩ খ্রিস্ট পূর্বাব্দ) | কালাশোক / কাকাবৰ্ণ | সবকামী | বৈশালী | বুদ্ধদেবের দেখানো পথের সমর্থকরা ‘থেরবাদী’ বা ‘স্থবিরবাদী’ নামে ও অন্যরা ‘মহাসঙ্ঘিকা’ নামে পরিচিত হয় |
তৃতীয় বৌদ্ধসংগীতি (২৫০ খ্রিস্ট পূর্বাব্দ) | অশোক | মোগগলিপুত্ত তিসসা | পাটলিপুত্র | এই সময় ‘অভিধৰ্ম্মপিটক’ সংকলনের কাজ হয় |
চতুর্থ বৌদ্ধসংগীতি (৭২ খ্রিস্টাব্দ) | কণিষ্ক | বসুমিত্র | কাশ্মীরের কুন্দবন বিহারে | এই সময় বৌদ্ধ সম্প্রদায় ‘মহাযান’ ও ‘হীনযান’এ ভাগ হয় |
এটিও পড়ুন – ভারতীয় সংবিধানের ধারাসমূহ