ব্যাক্টিরিয়া সম্পর্কিত প্রশ্ন উত্তর

ব্যাক্টিরিয়া সম্পর্কিতঃ ব্যাক্টেরিয়াbacterium) হলো এক প্রকারের আদি নিউক্লিয়াসযুক্ত,অসবুজ, এককোষী অণুজীব। এরা এবং (আরকিয়া) হলো প্রোক্যারিয়ট (প্রাক-কেন্দ্রিক)।ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীব।

ব্যাক্টিরিয়া সম্পর্কিত প্রশ্ন উত্তর

Q. একটি উপকারী ব্যাক্টিরিয়ার নাম লেখ। (রাইজোবিয়াম)।

Ans. Rhizobium

Q. একটি অপকারী ব্যাক্টিরিয়ার নাম লেখ।

Ans. Diplococcus pneumoniae (ডিপ্লোকক্কাস নিউমোনি)।

Q. ব্যাক্টিরিয়াকে উদ্ভিদ বলে কেন?

Ans. কোষ প্রাচীর এবং কোন কোন ক্ষেত্রে ক্লোরোফিল থাকায় এবং অঙ্গজ সক্ষম হওয়ায় ব্যাক্টিরিয়াকে উদ্ভিদ বলা হয়।

Q. কোন্ ব্যাক্টিরিয়া মানবদেহে কলেরা রোগ সৃষ্টি করে?

Ans: Vibrio cholerae (ভিব্রিও কলেরি)।

Q. কোন ব্যাক্টিরিয়া মানবদেহে টাইফয়েড রোগ ছড়ায়?

Ans. : • Salmonella typhi (সালমোনেলা টাইফি) ।

Q. কোন্ ব্যাক্টিরিয়া মানবদেহে যক্ষ্মারোগ সৃষ্টি করে?

Ans: Mycobacterium tuberculosis (মাইকোব্যাক্টিরিয়াম টিউবারকুলোসিস)

Q. জমির উর্বরাশক্তি বৃদ্ধিতে কোন ব্যাক্টিরিয়া সাহায্য করে?

Ans.: Azotobacter (অ্যাজোটোব্যাক্টর)।

Q. গোলাকার ব্যাক্টিরিয়াকে কি বলে?

Ans.: কক্কাস।

Q. দণ্ডাকার ব্যাক্টিরিয়াকে কি বলে?

Ans. ব্যাসিলাস ।

Q. প্যাচানো ব্যাক্টিরিয়াকে কি বলে?

Ans. স্পাইরিলাম।

এটিও পড়ুন – বিজ্ঞান সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর – Science MCQ in Bengali

ব্যাকটেরিয়া ঘটিত রোগ

●কলেরা-ভিব্রিও কলেরি
●কুষ্ঠ বা Leprosy-মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি
●যক্ষা-মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কুলেসিস
●টাইফয়েড-সালমোনেলা টাইফি
●ধনুষ্টঙ্কার-ক্লসটিডিয়াম টিটিনি
●নিউমোনিয়া –ডিপ্লোকক্কাস নিউমোনি
●ডিপথোরিয়া

This Post Has One Comment

Leave a Reply