ভারতের খনিজ তৈলঃ অপরিশোধিত তেল বা খনিজ তেল (তরল সোনা) মূলত হাইড্রোকার্বন ও অন্যান্য কিছু জৈব যৌগের মিশ্রণ। এদের মধ্যে কার্বন ও হাইড্রোজেন বিশেষ গুরুত্বপূর্ণ। অপরিশোধিত তেলকে ব্যবহার উপযোগী করার জন্য এর বিভিন্ন অংশকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়।পেট্রোলিয়ামে বিদ্যমান বিভিন্ন উপাদানের স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন হয়। স্ফুটনাংকের উপর ভিত্তি করে তেল পরিশোধনাগারে পৃথকীকৃত বিভিন্ন অংশের নাম পর্যায়ক্রমে পেট্রলিয়াম গ্যাস পেট্রোল (গ্যাসোলিন)ন্যাপথা কেরোসিন ডিজেল তেল লুব্রিকেটিং তেল ও বিটুমিন। মিথেন ও ন্যাপথেন এবং এ্যারোমেটিক ক্রমের তরল হাইড্রোকার্বনের রাসায়নিক মিশ্রণই হচ্ছে খনিজ তেল।ভূগর্ভ থেকে যে তরল জ্বালানি তোলা হয় তাকে পেট্রোলিয়াম বলে। পেট্রোলিয়াম নামকরন হয়েছে দুটি গিক শব্দ “Petra”(rock)এবংoleum(oil)থেকে।এই কারণে পেট্রোলিয়ামকে অনেক সময় “rock oil”বা ‘mineral oil’ও বলা হয়।আংশিক পাতন প্রক্রিয়ার অন্তর্গত বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়।
ভারতের খনিজ তৈল শোধনাগার এর তালিকা
রাজ্য | তেল শোধনাগার | তেল কোম্পানি |
অসম | ডিগবয় (1901), নুনমাটি (1962), বঙ্গাইগাঁও (1979), নুমালিগড় (1999) | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ইন্ডিয়ান রিফাইনারি লিমিটেড, BRPL , IOC |
পশ্চিমবঙ্গ | হলদিয়া (1975) | IOC |
বিহার | বারাউনি (1964) | IOC |
উত্তরপ্রদেশ | মথুরা (1982) | IOC |
গুজরাট |
কয়ালি (1965)
জামনগর (1999) |
IOC (ভারতের বৃহত্তম)
রিলায়েন্স পেট্রোলিয়াম লিমিটেড (RPL) |
মহারাষ্ট্র | ট্রম্বে (1955) | ভারত পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড (BPCL) |
কেরালা | কোচিন | ফিলিপ পেট্রোলিয়াম কোম্পানি |
তামিলনাড়ু | মানালি (চেন্নাই, 1969) | চেন্নাই রিফাইনারি লিমিটেড |
অন্ধপ্রদেশ | বিশাখাপত্তনম (1957) | হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড (HPCL) |
কর্ণাটক | ম্যাঙ্গালোরের। | HPCL |
হরিয়ানা | পানিপথ | IOC |
ওড়িশা | পারাদ্বীপ | IOC |
এটিও পড়ুন – ভারতের খনিজ সম্পদ সম্পর্কিত জানা অজানা তথ্য
File Details:
File Name: ভারতের খনিজ তৈল শোধনাগার এর তালিকা
File Format: PDF
No of Page: 1
File Size: 1 MB
Download Link: Link 1 || Link 2 | Download PDF