You are currently viewing ভারতের খনিজ সম্পদ সম্পর্কিত জানা অজানা তথ্য

ভারতের খনিজ সম্পদ সম্পর্কিত জানা অজানা তথ্য

ভারতের খনিজ সম্পদ : এই পোষ্টে ভারতের খনিজ সম্পদ সম্পর্কিত জানা অজানা তথ্য শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে ভারতের খনিজ সম্পদ সম্পর্কিত জানা অজানা তথ্য PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন –বিখ্যাত ভু-পর্যটক ও আবিস্কারক এর তালিকা

ভারতের খনিজ সম্পদ

  • ভারতে বিটুমিনাস কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়।
  • কয়লা উৎপাদনে ভারত পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করে।
  • দামোদর উপত্যকা অঞ্লে ভারতের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়।
  • ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি।
  • নেভেলি ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি।
  • আকরিক লোহা উৎপাদনে ভারত পৃথিবীতে পঞ্চম স্থান অধিকার করে।
  • ভারতে হিমাটাইট জাতীয় আকরিক লোহা বেশি পাওয়া যায়।
  • আকরিক লোহা উৎপাদনে গােয়া ভারতের প্রথম স্থান অধিকার করে।
  • বোম্বে দরিয়া ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদন ক্ষেত্র।
  • কয়ালি ভারতের বৃহত্তম তেল শোধনাগার।।
  • বক্সাইট আকরিক থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়।
  • অভ্র উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে।
  • বিহার ও ঝাড়খন্ড মিলিতভাবে ভারতের অভ্র উৎপাদনে প্রথম।
  • ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উত্তোলিত হয়— ঝাড়খন্ড-এ।
  • ১৯৭২-৭৩ সালে কয়লা খনিগুলি জাতীয়করণ হয়।
  • পৃথিবীর একক বৃহত্তম লোহার খনি— ঝাড়খন্ডের চিরিংগা।
  • ONGC গঠিত হয় ১৯৫৬ সালে।
  • ভারতের প্রাচীন তেল খনি ডিগবয়।
  • ONGC-এর সদর দপ্তর উত্তরাঞ্চলের দেরাদুন-এ।

এটিও পড়ুন – ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলির তালিকা

কিছু প্রশ্ন ও উত্তর 

প্রশ্নঃ- কোন  অঞ্চলকে ভারতে খনিজ ভান্ডার বলা হয় ?
উত্তরঃ- ছোটনাগপুর মালভুমি অঞ্চলকে। 
প্রশ্নঃ- ভারতে  কোন কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায় ?
উত্তরঃ-বিটুমিনাস।  
প্রশ্নঃ- কয়লা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
উত্তরঃ- তৃতীয় ।
প্রশ্নঃ-ভারতের সর্বাধিক ক্ষমতাসম্পন্ন পারমাণবিক কেন্দ্র কোনটি ?

উত্তরঃ-নারোরা।

প্রশ্নঃ-. কয়লা উৎপাদনে ভারতের রাজ্যগুলির মধ্যে পশিমবঙ্গ কোন স্থান অধিকার করে ?
 উত্তরঃ-. ষষ্ঠ ।
 প্রশ্নঃ-কোন নদী  থেকে জলবিদ্যুৎ শক্তির সম্ভবনা  বেশি ?

উত্তরঃ-দক্ষিণ ভারতের পশ্চিম প্রবাহী নদীগুলি থেকে।

প্রশ্নঃ-সাদা কয়লা   বলে ?

উত্তরঃ-জলবিদুৎকে।

 প্রশ্নঃ-ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশীর ভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয় ?

উত্তরঃ- তাপ বিদ্যুৎ ।

প্রশ্নঃ- কয়লা উৎপাদনে ভারতের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য  প্রথম  স্থান অধিকার করে ?
উত্তরঃ- মধ্যপ্রদেশ।  
প্রশ্নঃ-ভারতের বৃহত্তম কয়লাখনি অঞ্চল কোনটি ?
উত্তরঃ- ঝরিয়া।
প্রশ্নঃ-কোল ইন্ডিয়ার   সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তরঃ-কলকাতায়।

প্রশ্নঃ-     ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কী ?
উত্তরঃ-   তামিলনাড়ু নিয়েভেলী আসামের নাজিয়া।
প্রশ্নঃ- আকরিক লৌহ উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
উত্তরঃ- কর্ণাটক
প্রশ্নঃ- বিশ্বের বৃহত্তম লৌহখনি কোথায় অবস্থিত ?
উত্তরঃ- বিহারের চিরিয়াতে
প্রশ্নঃ- কোন দেশে ভারত সবচেয়ে বেশী আকরিক লৌহ রপ্তানী করে ?
উত্তরঃ- জাপানে
প্রশ্নঃ-  ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি ?
উত্তরঃ- বোম্বে হাই
প্রশ্নঃ- ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদক রাজ্য কোনটি ?
উত্তরঃ- আসাম
প্রশ্নঃ- বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
উত্তরঃ- ওড়িশা
প্রশ্নঃ- অভ্র উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
উত্তরঃ- প্রথম
প্রশ্নঃ- অভ্র উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
উত্তরঃ- বিহার
প্রশ্নঃ- ম্যাঙ্গানিজ রপ্তানিতে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
উত্তরঃ- প্রথম
প্রশ্নঃ- ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?
উত্তরঃ- মহারাষ্ট্র
প্রশ্নঃ- ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি?
উত্তরঃ- বিজয়বাড়ি। 
প্রশ্নঃ- অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কমিশন কত সালে স্থাপিত হয় ?
উত্তরঃ- ১৯৫৫ সালে
প্রশ্নঃ- ভারতের প্রথম পরমাণু শক্তি  কেন্দ্র কোনটি?
 উত্তরঃ- তারাপুর।  
প্রশ্ন ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমান সর্বাধিক ?

উত্তরঃ- ছত্তিসগড়

প্রশ্নঃ-ভারতের দেশীও প্রয়জনে কত % অশোধিত তেল আমদানি আমদানি করে ?

উত্তরঃ- ৭৫%

প্রশ্নঃ-ভারতের  বৃহত্তম বায়ু কল কোথায় অবস্থিত ?

উত্তরঃ- তামিলনাড়ুর   মুপাণ্ডলে

প্রশ্নঃ- ভারতের  বৃহত্তম তৈল শোধনাগার  কোথায় অবস্থিত ?

উত্তরঃ-জামনগর

প্রশ্নঃ-ভারতের কোথায়  প্রথম কয়লা উত্তোলন  হয় ?

উত্তরঃ-রানীগঞ্জের   সিতারাম্পুর অঞ্চলে ।

এগুলি ও পড়ুন

ট্যাগঃ খনিজ সম্পদ, পৃথিবীর খনিজ সম্পদ, খনিজ সম্পদ বলতে কি বুঝ, ভারতের খনিজ সম্পদ, খনিজ সম্পদ সংরক্ষণ, খনিজ সম্পদ কোন দেশে বেশি, খনিজ সম্পদ সংরক্ষণের উপায়, খনিজ সম্পদের গুরুত্ব, দিনাজপুরের খনিজ সম্পদ

Leave a Reply