You are currently viewing ভারতের পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা PDF সহ।1
ভারতের পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা PDF সহ

ভারতের পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা PDF সহ।1

হিমালয় পর্বতমালা (হিম+আলয় = বরফের ঘর) (বাংলা উচ্চারণ: [হিমালয়] (এই শব্দ সম্পর্কেশুনুন)) এশিয়ার একটি পর্বতমালা যা তিব্বতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল ও ভুটান এশিয়ার এই ছয় দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালায় মাউন্ট এভারেস্ট, কেটু, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলি অবস্থান করছে। এই পর্বতমালা থেকে বিশ্বের তিনটি প্রধান নদী সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র তাদের বিভিন্ন প্রধান ও অপ্রধান উপনদীসহ উৎপন্ন হয়েছে।[১]

ভারতের পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা PDF সহ

                     পর্বতের নাম                                        উচ্চতম শৃঙ্গ
মৈকাল / মহাকাল অমর কণ্টক (১,০৪৮ মিটার)
ছোটনাগপুর মালভূমি পরেশনাথ পাহাড় (১,৩৭০ মিটার)
সাতপুরা ধুপগড় (১,৩৫০ মিটার)
মিকির পাহাড় ডামবুকচো (১,৩৬৩ মিটার)
গারো পাহাড় নোক্‌রেক (১,৪১২ মিটার)
পুর্বঘাট (উত্তর) মহেন্দ্রগিরি (১,৫০১ মিটার)(উত্তর পুর্বঘাটের)
পুর্বঘাট (দক্ষিণ) বিলিগিরিরঙ্গন (১,৮০০ মিটার)(দক্ষিণ পুর্বঘাট)
আরাবল্লী গুরুশিখর (১,৭২২ মিটার)
বাবাবুদান পাহাড় মুলানগিরি (১,৯৩০ মিটার)
শিলং পাহাড় শিলং শৃঙ্গ (১,৯৬১ মিটার)
পশ্চিমঘাট (পুর্ব ও পশ্চিম) অগস্ত্যকুটম (২,০৪৪ মিটার),কলসুবাই
নীলগিরি দোদাবেতা (২,৬৩৭ মিটার)
আন্নামালাই আনাইমুদি (২,৬৯৫ মিটার)
কারাকোরাম গডউইন অস্টিন (৮,৬১১ মিটার)
মিশমি দাফাবুম (৪,৫৭৯ মিটার)
নাগা পাহাড় সারামতী (৩,৮২৬ মিটার)

 

এটিও জেনে নিনঃ বাংলার উৎসব প্রবন্ধ রচনা 600 শব্দের মধ্যে

File Name: ভারতের পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা PDF সহ

File Format: PDF 

PDF File Name: ভারতের পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা PDF সহ

PDF File Size: 365 KBPS

No of Page:01

Download Link: ভারতের পর্বত ও পর্বত শৃঙ্গ

Leave a Reply